Ajker Patrika

মাতৃভাষার জন্য প্রাণ দেওয়া অনন্য উদাহরণ: সেনাপ্রধান

পাবনা প্রতিনিধি
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৮: ৩১
মাতৃভাষার জন্য প্রাণ দেওয়া অনন্য উদাহরণ: সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, ‘আজ আমরা মাতৃভাষায় কথা বলছি। পৃথিবীর মধ্যে এটি একটি অনন্য উদাহরণ যে, মাতৃভাষার জন্য আন্দোলন করে মানুষ প্রাণ দিয়েছেন এবং মাতৃভাষাকে প্রতিষ্ঠিত করে গেছেন। আমরা এখানে আসতাম না, যদি না বাংলাদেশ স্বাধীন হতো। তাই আজকের দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সেই সব ভাষাশহীদ ও মুক্তিযুদ্ধে শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।’ 

আজ শুক্রবার সকালে পাবনা ক্যাডেট কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের অষ্টম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সেনাপ্রধান। তিনি বলেন, ‘পূর্বের চেয়ে বর্তমানে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে ক্যাডেট কলেজগুলোতে। এর মধ্যে পাবনাও একটি। অনেক আগে একবার পাবনা ক্যাডেট কলেজে এসেছিলাম। তখন থেকে এখন অনেক পরিবর্তন হয়েছে। ইতিবাচক অনেক উন্নয়ন হয়েছে।’ 

সেনাপ্রধান আরও বলেন, বর্তমান ক্যাডেট ও সাবেক ক্যাডেটদের মধ্যে পারস্পরিক সম্পর্কের মেলবন্ধন হলো পুনর্মিলনী। আর পুনর্মিলনী অনুষ্ঠানের প্রধান আকর্ষণ সমন্বিত পুনর্মিলনী প্যারেড। বিভিন্ন স্থান থেকে আসা সাবেক ক্যাডেটদের সঙ্গে বর্তমান ক্যাডেটদের এক সুন্দর ও গুরুত্বপূর্ণ স্মৃতি বহন করে এবং এক অভিন্ন মেলবন্ধনে আবদ্ধ হয়। 

পাবনা ক্যাডেট কলেজ ক্যাম্পাস প্রাঙ্গণে দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি ক্যাডেটদের জন্য নবনির্মিত তিনটি বাসভবনের উদ্বোধন করেন। পুনর্মিলনীতে আগত প্রাক্তন ছাত্রদের সঙ্গে মতবিনিময় ছাড়াও পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত রিইউনিয়ন কুচকাওয়াজ প্রদর্শন, বৃক্ষরোপণসহ নানা অনুষ্ঠানে অংশ নেন সেনাপ্রধান।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিজিএফআইয়ের মহাপরিচালক মেজর জেনারেল টি এম জোবায়ের, বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল নজরুল ইসলামসহ আরও অনেকে। 

এ ছাড়া অনুষ্ঠানে পাবনা ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্র, স্থানীয় ফরমেশনের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা, স্থানীয় বেসামরিক প্রশাসনের কর্মকর্তা, পাবনা ক্যাডেট কলেজের অধ্যক্ষ, শিক্ষক, গণমাধ্যম কর্মী, বেসামরিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত