Ajker Patrika

সিরাজগঞ্জ জেলা যুবদলের সভাপতি বাবু মারা গেছেন

সিরাজগঞ্জ প্রতিনিধি  
মির্জা আব্দুল জব্বার বাবু। ছবি: সংগৃহীত
মির্জা আব্দুল জব্বার বাবু। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ জেলা যুবদলের সভাপতি ও রাজশাহী বিভাগীয় যুবদলের সহসাংগঠনিক সম্পাদক মির্জা আব্দুল জব্বার বাবু (৫০) মারা গেছেন। আজ রোববার (২৩ মার্চ) ভোরে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

স্বজনদের বরাত দিয়ে সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি নাজমুল হাসান তালুকদার রানা আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রায় দুই মাস আগে ভাইরাসজনিত রোগে সিরাজগঞ্জের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাবু। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকায় পাঠানো হয়।

মির্জা আব্দুল জব্বার বাবু সিরাজগঞ্জ পৌর শহরের হোসেনপুর মহল্লার বাসিন্দা ছিলেন। তা ছাড়া তিনি ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক।

আব্দুল জব্বার বাবুর মৃত্যুতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান ও সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না শোক প্রকাশ করেছেন। সেই সঙ্গে তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত