প্রতিনিধি, বাগাতিপাড়া (নাটোর)
নাটোরের বাগাতিপাড়ায় রাহাতন খাতুন নামে ৭৬ বছরের এক বৃদ্ধা জীবিত থাকলেও জাতীয় পরিচয়পত্রে (এনআইডি কার্ড) মৃত আসায় তাঁর বয়স্ক ভাতা বন্ধ হয়েছে বলে অভিযোগ উঠেছে। তিনি মৃত আব্দুল লতিফের স্ত্রী এবং বাগাতিপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পেড়াবাড়িয়া মহল্লার বাসিন্দা।
ভুক্তভোগী রাহাতন খাতুন জানান, প্রায় সাত বছর ধরে বয়স্ক ভাতা পাচ্ছিলেন তিনি। সম্প্রতি মোবাইল ফোনের বিকাশ নম্বরে ভাতার টাকা দেওয়া হবে জানানো হয়। কিন্তু পরে আর টাকা পাননি। সর্বশেষ দুই দফায় কোন টাকা না পেয়ে বিষয়টি নিয়ে অফিসে যোগাযোগ করেন। এ সময় জানতে পারেন জাতীয় পরিচয়পত্রে তাঁর নামে মৃত থাকায় বয়স্ক ভাতা বন্ধ হয়ে গেছে। তাই এনআইডি কার্ড সংশোধনের জন্য পরামর্শ দেওয়া হয়।
ভুক্তভোগী অভিযোগ করে বলেন, জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য উপজেলা নির্বাচন অফিস গেলে বারবার আমাকে ফিরিয়ে দেওয়া হয়। প্রায় দুই থেকে তিন মাস পর স্থানীয়দের সহায়তা নিয়ে নির্বাচন অফিস থেকে জাতীয় পরিচয়পত্র সংশোধন করা হয়েছে। কিন্তু এরপর আর আমাকে বয়স্ক ভাতা দেওয়া হয়নি।
জীবিত থাকার পরও কীভাবে জাতীয় পরিচয়পত্রে মৃত দেখানোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না। এত দিন ঠিকই ভাতা পেতাম। কিন্তু হঠাৎ করে কীভাবে এই ঝামেলা হল তা বুঝতে পারছি না।
এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ফেরদৌস আলম বলেন, তথ্য হালনাগাদের সময় কোনোভাবে ভুলটি হয়ে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।
সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম বলেন, বর্তমানে ডিজিটাল পদ্ধতিতে সফটওয়্যারে যাচাইয়ে জাতীয় পরিচয়পত্রে মৃত থাকায় তাঁর ভাতা বন্ধ হয়ে গেছে। নির্বাচন অফিস থেকে জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য বলা হলেও নির্ধারিত সময়ে কাজটি করতে পারেননি তিনি। ফলে তাঁর জায়গায় অন্য আরেকজনকে এই সুবিধা দেওয়া হয়েছে। পরবর্তীতে স্থান শূন্য হলে বা নতুন বরাদ্দ পেলে তাঁকে অগ্রাধিকার ভিত্তিতে ভাতার আওতায় আনা হবে।
নাটোরের বাগাতিপাড়ায় রাহাতন খাতুন নামে ৭৬ বছরের এক বৃদ্ধা জীবিত থাকলেও জাতীয় পরিচয়পত্রে (এনআইডি কার্ড) মৃত আসায় তাঁর বয়স্ক ভাতা বন্ধ হয়েছে বলে অভিযোগ উঠেছে। তিনি মৃত আব্দুল লতিফের স্ত্রী এবং বাগাতিপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পেড়াবাড়িয়া মহল্লার বাসিন্দা।
ভুক্তভোগী রাহাতন খাতুন জানান, প্রায় সাত বছর ধরে বয়স্ক ভাতা পাচ্ছিলেন তিনি। সম্প্রতি মোবাইল ফোনের বিকাশ নম্বরে ভাতার টাকা দেওয়া হবে জানানো হয়। কিন্তু পরে আর টাকা পাননি। সর্বশেষ দুই দফায় কোন টাকা না পেয়ে বিষয়টি নিয়ে অফিসে যোগাযোগ করেন। এ সময় জানতে পারেন জাতীয় পরিচয়পত্রে তাঁর নামে মৃত থাকায় বয়স্ক ভাতা বন্ধ হয়ে গেছে। তাই এনআইডি কার্ড সংশোধনের জন্য পরামর্শ দেওয়া হয়।
ভুক্তভোগী অভিযোগ করে বলেন, জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য উপজেলা নির্বাচন অফিস গেলে বারবার আমাকে ফিরিয়ে দেওয়া হয়। প্রায় দুই থেকে তিন মাস পর স্থানীয়দের সহায়তা নিয়ে নির্বাচন অফিস থেকে জাতীয় পরিচয়পত্র সংশোধন করা হয়েছে। কিন্তু এরপর আর আমাকে বয়স্ক ভাতা দেওয়া হয়নি।
জীবিত থাকার পরও কীভাবে জাতীয় পরিচয়পত্রে মৃত দেখানোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না। এত দিন ঠিকই ভাতা পেতাম। কিন্তু হঠাৎ করে কীভাবে এই ঝামেলা হল তা বুঝতে পারছি না।
এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ফেরদৌস আলম বলেন, তথ্য হালনাগাদের সময় কোনোভাবে ভুলটি হয়ে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।
সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম বলেন, বর্তমানে ডিজিটাল পদ্ধতিতে সফটওয়্যারে যাচাইয়ে জাতীয় পরিচয়পত্রে মৃত থাকায় তাঁর ভাতা বন্ধ হয়ে গেছে। নির্বাচন অফিস থেকে জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য বলা হলেও নির্ধারিত সময়ে কাজটি করতে পারেননি তিনি। ফলে তাঁর জায়গায় অন্য আরেকজনকে এই সুবিধা দেওয়া হয়েছে। পরবর্তীতে স্থান শূন্য হলে বা নতুন বরাদ্দ পেলে তাঁকে অগ্রাধিকার ভিত্তিতে ভাতার আওতায় আনা হবে।
আদালত পরিদর্শক বলেন, শাহজালাল তাঁর জবানবন্দিতে তুহিন হত্যাকাণ্ডে নিজে জড়িত ছিলেন এবং অন্য কে কে জড়িত, সেসব বিষয় উল্লেখ করে বক্তব্য দিয়েছেন। তবে অন্য আসামিরা স্বীকারোক্তি দিতে রাজি হননি। তা ছাড়া পুলিশও তাঁদের আর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেনি। এ কারণে আদালত সব আসামিকে কারাগারে পাঠানোর...
৪ মিনিট আগেবরগুনার পাথরঘাটায় স্কুলে কোচিং শেষে নিজের ক্লাসে যায় ছাত্রীরা। এ সময় একজন পানির বোতল থেকে পানি পান করে। পানিতে দুর্গন্ধ পেয়ে সে বিষয়টি সহপাঠীদের জানায়। এরপর আরও চার ছাত্রী ওই পানি খেয়ে অসুস্থবোধ করতে থাকে।
৪ মিনিট আগেবান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারের তমব্রু রাইট ক্যাম্প এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘুমধুমের তমব্রু সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক পাহারায় রয়েছে।
১১ মিনিট আগেরংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক দপ্তরির বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ওই দপ্তরির শাস্তি না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে অভিভাবকেরা হুমকি দিয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক অভিভাবক গত বৃহস্পতিবার ইউএন
১৩ মিনিট আগে