Ajker Patrika

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের দুই উপজেলায় পৃথক তিনটি স্থানে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২০ মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা সদর ও শিবগঞ্জ উপজেলায় এসব ঘটনা ঘটে। এতে তিনটি গরুও মারা যায়।

নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন খাইরুল ইসলাম (৪৫) ও জালাল উদ্দিন (৩৫) নামের দুই কৃষক এবং তাসবুল (৪৭) নামের এক রাখাল। তাঁদের মধ্যে খাইরুল ইসলাম সদর উপজেলার টিকরামপুর এলাকায় এবং জালাল উদ্দিন বহরমপুর হটাৎপাড়া গ্রামের চার নম্বর বাঁধ এলাকায় ধান কাটতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে মারা যান। আর তাসবুল সদর উপজেলার বারঘরিয়া লক্ষ্মীপুর এলাকায় গরু চরাতে গিয়ে তিনটি গরুসহ বজ্রপাতের শিকার হয়ে মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান ও শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া।

জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান বলেন, বজ্রপাতে একজন কৃষক ও একজন রাখাল মারা গেছেন। নিহত ওই কৃষক ও রাখালের লাশ তাঁদের পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, ‘আমি শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে তিন বাহিনীর প্রধান

১৭ বছর খাইনি, এবার খাব—টেন্ডার জমা দেওয়া ঠিকাদারকে বললেন বিএনপি নেতা

দেশে এল স্টারলিংক: কতগুলো ডিভাইস যুক্ত করা যাবে, কীভাবে করবেন

যৌথ পরিবারে কোরবানি কার ওপর ওয়াজিব

মধ্যরাতে হাক্কানীর মালিকের বাসায় মবের হানা, আটক তিন সমন্বয়ককে ছাড়িয়ে নিলেন হান্নান মাসউদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত