Ajker Patrika

ঈশ্বরদীতে ২ দিনব্যাপী ‘নোঙর আন্তর্জাতিক সাহিত্য উৎসব’ শুরু

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি 
ঈশ্বরদীতে দুদিনব্যাপী ‘নোঙর আন্তর্জাতিক সাহিত্য উৎসব’। ছবি: আজকের পত্রিকা
ঈশ্বরদীতে দুদিনব্যাপী ‘নোঙর আন্তর্জাতিক সাহিত্য উৎসব’। ছবি: আজকের পত্রিকা

‘চেতনায় কবিতা, মননে কবিতা, চল বহুদূর’-প্রতিপাদ্যে পাবনার ঈশ্বরদীতে দেশ-বিদেশের কবি সাহিত্যিকদের অংশগ্রহণে দুই দিনব্যাপী ‘নোঙর আন্তর্জাতিক সাহিত্য উৎসব’ শুরু হয়েছে।

আজ শুক্রবার সকালে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন নেপালি কবি ও নেপাল একাডেমির মেম্বার সেক্রেটারি ধনো প্রাসাদ সুবেদি।

উদ্বোধনের পর বাংলাদেশ, ভারত, নেপালসহ দেশ-বিদেশের ২০০ কবি সাহিত্যিক বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন। নোঙর সাহিত্যগোষ্ঠি এ আন্তর্জাতিক সাহিত্য উৎসবের আয়োজন করেছে।

শোভাযাত্রা শেষে অনুষ্ঠান মঞ্চে দেশ-বিদেশি কবি সাহিত্যিক ও অতিথিদের উত্তরীয় পরানো হয়।

অনুষ্ঠানের মুখ্য আয়োজক হাসানুজ্জামান উৎসব প্রসঙ্গে বলেন, সাহিত্য ও সংস্কৃতি চর্চা বাড়ানো এবং বিদেশি কবি-সাহিত্যিকদের মধ্যে সেতুবন্ধনের জন্য গত বছর থেকে ঈশ্বরদীতে নোঙর এ সাহিত্য উৎসবের আয়োজন করছে। এ আয়োজনে এবার নেপাল ও ভারত থেকে ১০ ও দেশের বিভিন্ন জেলা থেকে আরও ১৯০ জন কবি-সাহিত্যিক এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। বিদেশিদের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে।

আজকের আয়োজনের শুরুতে উপস্থিত ছিলেন—নোঙর সাহিত্যগোষ্ঠীর মুখ্য সমন্বয়ক ও সাহিত্য উৎসবের উদ্যোক্তা সহকারী অধ্যাপক ও সাহিত্যিক হাসানুজ্জামান, শিক্ষাবিদ প্রফেসর ও কবি আখতার হোসেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. শেখ রাজিবুল ইসলাম, রাজশাহী কলেজের বাংলা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. শিখা সরকার, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ড. মীর হ‌ুমায়ূন কবির, ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, ভারতের কবি মানিক পণ্ডিত, নেপালের কবি শান্তা দাহাল, নেপাল সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের প্রফেসর টিকরাম উদাসী, কবি রাজকুমারী কুয়ার, বিমালা খনাল, কেশারি ওমাগাই, ইন্দ্র বাহাদুর চৌধুরী, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

এরপর প্রফেসর কবি আখতার হোসেনের সভাপতিত্বে নির্ধারিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য দেন—নোঙর সাহিত্যগোষ্ঠীর মুখ্য সমন্বয়ক ও সাহিত্য উৎসবের উদ্যোক্তা সহকারী অধ্যাপক ও সাহিত্যিক হাসানুজ্জামান।

দ্বিতীয় ও তৃতীয় পর্বে সভাপতিত্ব করেন প্রফেসর কবি আব্দুদ দাইন সরকার ও সাহিত্যিক প্রফেসর সাজেদুল ইসলাম। নোঙর সদস্য শাম্মী আক্তার স্মৃতি ও আতাউর রহমান বাবলুর যৌথ সঞ্চালনায় প্রথম দিন বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে রয়েছে নির্ধারিত আলোচনা, সেমিনার, কবি-সাহিত্যিক ও লেখকদের সম্মাননা ক্রেস্ট প্রদান, গান পরিবেশন, কবিতা ও প্রবন্ধ পাঠ।

আগামীকাল শনিবার বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এ উৎসব শেষ হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত