মান্দা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর মান্দায় পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয়জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার ঈদুল ফিতরের দিন বিভিন্ন যানবাহনে ঘুরতে গিয়ে দুর্ঘটনার শিকার হন তাঁরা।
অন্যদিকে আজ বুধবার বেলা ১১টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের চেয়ারম্যানের মোড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী-স্ত্রী গুরুতর আহত হন। আহতরা হলেন, মৈনম দুর্গাপুর গ্রামের বয়েন উদ্দিন (৫৫) ও তাঁর স্ত্রী খালেদা বেগম (৫০)। তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের কুসুম্বা ফিলিং স্টেশন এলাকায় পিকআপ ভ্যানকে অতিক্রম করতে গিয়ে একটি মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই তোতা (২১) নামে এক যুবক নিহত হন। এ ঘটনায় আহত হন ময়নুল হক (২৫) ও বারিক হোসেন (২২) নামের দুই যবক। তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহত তোতার চাচা মাইনুল ইসলাম জানান, দুপুরে খাওয়া-দাওয়া করে ভাতিজা তোতা বেড়ানোর জন্য মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। সন্ধ্যার পর তাঁর মৃত্যুর সংবাদ জানতে পারেন পরিবারের লোকজন।
অন্যদিকে একইদিন উপজেলা বিভিন্ন এলাকায় দুর্ঘটনায় আরও আটজন আহত হন। তাঁরা হলেন, জনাব আলী (৪৫), রকি (১৯), জাহিদ হাসান (৩২), রফিকুল ইসলাম (২৮), মাসুদ রানা (২৬), রবিউল ইসলাম (১৮), দীপঙ্কর (৩২) ও ময়নুল ইসলাম (৪২)।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় তোতা নামে এক যুবক নিহত হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে তাঁর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
নওগাঁর মান্দায় পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয়জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার ঈদুল ফিতরের দিন বিভিন্ন যানবাহনে ঘুরতে গিয়ে দুর্ঘটনার শিকার হন তাঁরা।
অন্যদিকে আজ বুধবার বেলা ১১টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের চেয়ারম্যানের মোড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী-স্ত্রী গুরুতর আহত হন। আহতরা হলেন, মৈনম দুর্গাপুর গ্রামের বয়েন উদ্দিন (৫৫) ও তাঁর স্ত্রী খালেদা বেগম (৫০)। তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের কুসুম্বা ফিলিং স্টেশন এলাকায় পিকআপ ভ্যানকে অতিক্রম করতে গিয়ে একটি মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই তোতা (২১) নামে এক যুবক নিহত হন। এ ঘটনায় আহত হন ময়নুল হক (২৫) ও বারিক হোসেন (২২) নামের দুই যবক। তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহত তোতার চাচা মাইনুল ইসলাম জানান, দুপুরে খাওয়া-দাওয়া করে ভাতিজা তোতা বেড়ানোর জন্য মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। সন্ধ্যার পর তাঁর মৃত্যুর সংবাদ জানতে পারেন পরিবারের লোকজন।
অন্যদিকে একইদিন উপজেলা বিভিন্ন এলাকায় দুর্ঘটনায় আরও আটজন আহত হন। তাঁরা হলেন, জনাব আলী (৪৫), রকি (১৯), জাহিদ হাসান (৩২), রফিকুল ইসলাম (২৮), মাসুদ রানা (২৬), রবিউল ইসলাম (১৮), দীপঙ্কর (৩২) ও ময়নুল ইসলাম (৪২)।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় তোতা নামে এক যুবক নিহত হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে তাঁর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলীর বিরুদ্ধে ভিত্তিহীন ও মানহানিকর পোস্টার লাগানো ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। রোববার দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে মিছিলটি শুরু হয়। কলেজ ক্যাম্পাস ও মহাসড়ক প্রদক্ষিণ শেষে কলেজের প্রশাসনিক...
২৮ মিনিট আগেপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ঋণ শাখার দুই কর্মকর্তার বিরুদ্ধে ২ কোটি ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, মোটরসাইকেল ও কম্পিউটার ক্রয় ঋণের কিস্তির টাকা ব্যাংকে জমা না দিয়ে ভুয়া স্লিপ দেখিয়ে তাঁরা এ অর্থ আত্মসাৎ করেছেন।
৩৮ মিনিট আগেপটুয়াখালীতে এক সাংবাদিককে ‘দেখে নেওয়ার’ হুমকি দিয়েছেন জেলা মহিলা দলের সভানেত্রী ও শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আফরোজা সীমা। হুমকির ওই ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
১ ঘণ্টা আগেরোববার গভীর রাতে সেনাবাহিনীর ক্যাপ্টেন মো. রাহাত খানের নেতৃত্বে পালেরহাট এলাকায় ফরিদ উদ্দিনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি একনলা বন্দুক ও নগদ এক লাখ পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে ফরিদের দেওয়া তথ্যে সহযোগী নাঈমের বাড়ির পাশের পুকুর থেকে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা...
২ ঘণ্টা আগে