নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে জাতীয় পার্টির মেয়র পদপ্রার্থীর ইশতেহার ঘোষণার পর ব্যাপক হট্টগোল হয়েছে। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যান মেয়র প্রার্থী।
দলীয় প্রার্থীর ইশতেহার ঘোষণা উপলক্ষে আজ শনিবার দুপুর ১২টায় নগরীর গণকপাড়ায় জেলা ও মহানগর জাপা কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ইশতেহার ঘোষণা করেন মেয়র প্রার্থী সাইফুল ইসলাম স্বপন। তিনি দলের মহানগরের আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যানও।
সংবাদ সম্মেলন শেষে জাপার স্থানীয় নেতা সালাহউদ্দিন মিন্টু উপস্থিত নেতাদের নাম ও পদ জানিয়ে পরিচয় করিয়ে দিচ্ছিলেন।
জেলা জাপার সভাপতি আবুল হোসেনের পরিচয় জানানোর সময় তাঁর জাপা চেয়ারম্যানের উপদেষ্টার পদেও থাকার তথ্যটি না বলায় তিনি ক্ষুব্ধ হয়ে ওঠেন। মহানগরের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মিন্টুর ওপর রাগারাগি করেন। তখন সালাউদ্দিন মিন্টু বলে ওঠেন, ‘আপনার কাগজ আছে? কাগজ দেখান।’ এ সময় হট্টগোল শুরু হয়। হট্টগোল চলাকালীন মেয়র প্রার্থী সাইফুল ইসলাম স্বপন বেরিয়ে যান।
হট্টগোল সম্পর্কে জানতে চাইলে সালাউদ্দিন মিন্টু বলেন, ‘রাজশাহী জাতীয় পার্টির নেতা রাহাত হোসেন পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা। তাঁর কাছে দলের চিঠি আছে। জেলার সভাপতি আবুল হোসেনও চেয়ারম্যানের উপদেষ্টা দাবি করেন। কিন্তু তাঁর কাছে কাগজ নেই। তাই পরিচয় করানোর সময় আমি এই পদটা উচ্চারণ করিনি। এতেই তিনি রেগে গিয়েছেন।’
জাতীয় পার্টির মেয়র পদপ্রার্থী সাইফুল ইসলাম স্বপন বলেন, ‘এটা বড় কোনো ঘটনা না। ছোট্ট ঘটনা। ঘটনা ইশতেহার ঘোষণার সময়ও না। ইশতেহার ঘোষণার পর হয়েছে। তবে এগুলো কাম্য না।’
অনুষ্ঠানে নগরের উন্নয়নে ৩৬ দফা প্রতিশ্রুতি দিয়ে ইশতেহার ঘোষণা করেন সাইফুল ইসলাম স্বপন। ইশতেহারে বেকার যুবকদের কর্মসংস্থানে অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন ধরনের শিল্পকারখানা স্থাপনকে অধিক গুরুত্ব দিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
সাইফুল ইসলাম স্বপন বলেন, ‘জাতীয় পার্টির শাসনামলে রাজশাহীর ব্যাপক উন্নয়ন হয়েছিল। জাতীয় পার্টির প্রার্থী হিসেবে রাজশাহী সিটিকে দেশের মডেল সিটি হিসেবে গড়ে তোলা আমার স্বপ্ন। তাই এই নির্বাচনী ইশতেহার প্রস্তুত করেছি। নির্বাচিত হলে সবই বাস্তবায়ন হবে।’
রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে জাতীয় পার্টির মেয়র পদপ্রার্থীর ইশতেহার ঘোষণার পর ব্যাপক হট্টগোল হয়েছে। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যান মেয়র প্রার্থী।
দলীয় প্রার্থীর ইশতেহার ঘোষণা উপলক্ষে আজ শনিবার দুপুর ১২টায় নগরীর গণকপাড়ায় জেলা ও মহানগর জাপা কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ইশতেহার ঘোষণা করেন মেয়র প্রার্থী সাইফুল ইসলাম স্বপন। তিনি দলের মহানগরের আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যানও।
সংবাদ সম্মেলন শেষে জাপার স্থানীয় নেতা সালাহউদ্দিন মিন্টু উপস্থিত নেতাদের নাম ও পদ জানিয়ে পরিচয় করিয়ে দিচ্ছিলেন।
জেলা জাপার সভাপতি আবুল হোসেনের পরিচয় জানানোর সময় তাঁর জাপা চেয়ারম্যানের উপদেষ্টার পদেও থাকার তথ্যটি না বলায় তিনি ক্ষুব্ধ হয়ে ওঠেন। মহানগরের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মিন্টুর ওপর রাগারাগি করেন। তখন সালাউদ্দিন মিন্টু বলে ওঠেন, ‘আপনার কাগজ আছে? কাগজ দেখান।’ এ সময় হট্টগোল শুরু হয়। হট্টগোল চলাকালীন মেয়র প্রার্থী সাইফুল ইসলাম স্বপন বেরিয়ে যান।
হট্টগোল সম্পর্কে জানতে চাইলে সালাউদ্দিন মিন্টু বলেন, ‘রাজশাহী জাতীয় পার্টির নেতা রাহাত হোসেন পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা। তাঁর কাছে দলের চিঠি আছে। জেলার সভাপতি আবুল হোসেনও চেয়ারম্যানের উপদেষ্টা দাবি করেন। কিন্তু তাঁর কাছে কাগজ নেই। তাই পরিচয় করানোর সময় আমি এই পদটা উচ্চারণ করিনি। এতেই তিনি রেগে গিয়েছেন।’
জাতীয় পার্টির মেয়র পদপ্রার্থী সাইফুল ইসলাম স্বপন বলেন, ‘এটা বড় কোনো ঘটনা না। ছোট্ট ঘটনা। ঘটনা ইশতেহার ঘোষণার সময়ও না। ইশতেহার ঘোষণার পর হয়েছে। তবে এগুলো কাম্য না।’
অনুষ্ঠানে নগরের উন্নয়নে ৩৬ দফা প্রতিশ্রুতি দিয়ে ইশতেহার ঘোষণা করেন সাইফুল ইসলাম স্বপন। ইশতেহারে বেকার যুবকদের কর্মসংস্থানে অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন ধরনের শিল্পকারখানা স্থাপনকে অধিক গুরুত্ব দিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
সাইফুল ইসলাম স্বপন বলেন, ‘জাতীয় পার্টির শাসনামলে রাজশাহীর ব্যাপক উন্নয়ন হয়েছিল। জাতীয় পার্টির প্রার্থী হিসেবে রাজশাহী সিটিকে দেশের মডেল সিটি হিসেবে গড়ে তোলা আমার স্বপ্ন। তাই এই নির্বাচনী ইশতেহার প্রস্তুত করেছি। নির্বাচিত হলে সবই বাস্তবায়ন হবে।’
রাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেট কার থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে। তাঁদের দুজনের বাড়ি একই এলাকায়।
৮ মিনিট আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সকালে ঢাকার কেরানীগঞ্জে র্যাব-১০ সদর দপ্তর, কেন্দ্রীয় কারাগার ও তেঘরিয়া উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপদেষ্টা এই তথ্য জানান।
১৯ মিনিট আগেসাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এই নিয়ে ১২০ বারের মতো তারিখ পিছিয়ে নতুন তারিখ ধার্য করা হয়েছে আগামী ১৪ সেপ্টেম্বর। আজ সোমবার (১১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এই তারিখ ধার্য করেন।
২২ মিনিট আগেমৃত্যুর হাত থেকে বাঁচতে প্রাণপণ চেষ্টা করেছিলেন গণপিটুনির শিকার রূপলাল দাস ও প্রদীপ লাল। দুই হাতজোড় করে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে বলেছিলেন, ‘আমি চোর না, ডাকাত না।’ তবুও শেষরক্ষা হয়নি রূপলাল দাস ও প্রদীপ লালের। তাঁদের সেই মর্মস্পর্শী আকুতির ভিডিও এখন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে, যা দেখে অনেকেই..
২২ মিনিট আগে