Ajker Patrika

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

বাঘা (রাজশাহী) প্রতিনিধি 
আপডেট : ১৫ জুন ২০২৩, ১৫: ২২
ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

রাজশাহীর বাঘায় মতিউর রহমান (২২) নামের এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্ত্রীর ওপর অভিমান করে ট্রেনে নিচে ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার আড়ানী ইউনিয়নের ঝিনা রেলগেট এলাকায় এ ঘটনা ঘটেছে। মতিউর রহমান ঝিনা রেলগেট এলাকা গ্রামের ইসরাফিল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, মতিউর রহমান প্রায় দুই বছর আগে বিয়ে করেন। তাঁদের সংসারে দুই মাসের এক সন্তান রয়েছে। কিছুদিন আগে স্বামীর ওপর রাগ করে স্ত্রী আজমিরা খাতুন বাবার বাড়িতে চলে যান। তাঁকে নানাভাবে বুঝিয়ে আনার চেষ্টা করেও ব্যর্থ হন মতিউর।

আজ সকালে ঘুম থেকে উঠে বাড়িসংলগ্ন রেললাইনের ওপরে যান তিনি। এ সময় ঈশ্বরর্দী থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কমিউটার ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।

আড়ানী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য তুজাম উদ্দিন বলেন, মতিউর রহমান দীর্ঘদিন ধরে নানা কারণে মানসিক সমস্যায় ভুগছিলেন।
 
এতিকে মতিউর কর্মজীবনে ট্রেনে বাদাম বিক্রি করে সংসার চালাতেন। একমাত্র কর্মক্ষম ছেলেকে হারিয়ে মা রঙ্গিলা বেগম বারবার মূর্ছা যাচ্ছেন।

এ বিষয়ে ঈশ্বরর্দী রেলওয়ে থানার উপপরিদর্শক হারুনুজ্জামান রুমেল বলেন, ‘খরব পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। পরিবারের পক্ষ থেকে কারও অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত