Ajker Patrika

সুমাইয়াকে স্কুলে ভর্তি করে ফেরার পথে দুর্ঘটনায় পরিবার, ভাইসহ নিহত ২

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১৮: ৪০
সুমাইয়াকে স্কুলে ভর্তি করে ফেরার পথে দুর্ঘটনায় পরিবার, ভাইসহ নিহত ২

সুমাইয়া আক্তার নামের এক ছাত্রীকে স্কুলে ভর্তি করিয়ে ভ্যানে করে বাসায় ফিরছিল পরিবার। পথে সড়ক দুর্ঘটনায় তার ভাই ও ভ্যানচালকের মৃত্যু হয়। এ সময় একই ভ্যানে থাকা সুমাইয়া ও তার মা গুরুতর আহত হন। 

আজ দুপুরে জয়পুরহাটের আক্কেলপুরের আক্কেলপুর-জয়পুরহাট সড়কের কেসের মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে। এতে নিহত ব্যক্তিরা হলো উপজেলার পূর্ব মাতাপুর ঠাকুরপাড়া গ্রামের বাবর আলীর ছেলে জামালগঞ্জ উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী সাব্বির হোসেন (১৫) ও একই উপজেলার ভদ্রকালী দল্লাপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে ভ্যানচালক সুজন হোসেন (৩৮)। 

নিহত সাব্বির হোসেনের প্রতিবেশী চাচা সাবেক ইউপি সদস্য মুকুল হোসেন বলেন, সাব্বির হোসেন জামালগঞ্জ উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। ছোট বোন সুমাইয়া আক্তারকে আক্কেলপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে অষ্টম শ্রেণিতে ভর্তি করে ভ্যানযোগে বাড়ি ফিরছিল সে। পথে ট্রাকের চাপায় ভ্যানচালকসহ তার মৃত্যু হয়। তার মায়ের তেমন জটিলতা না থাকায় বাড়িতে আছেন; জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে তার গুরুতর আহত বোনের চিকিৎসা চলছে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ শনিবার দুপরে জয়পুরহাট-আক্কেলপুর সড়কের আক্কেলপুর সদরের কেসের মোড়ে একটি পিকআপ ব্যাটারিচালিত ভ্যানটিকে চাপা দেয়। রাস্তা ক্রসিংয়ের আগমুহূর্তে ভ্যানটির লোহার এক্সেল ভেঙে জয়পুরহাট থেকে আক্কেলপুরগামী পিকআপের সামনে পড়ে গেলে ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে ভ্যানচালক নিহত হন। গুরুতর আহত অবস্থায় স্কুলছাত্র ও তার বোনকে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাব্বির হোসেন মারা যায়। ছোট বোন সুমাইয়া আক্তারের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। 

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। দুর্ঘটনার পরই ট্রাকসহ চালককে আটক করে থানায় নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিল ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত