Ajker Patrika

কামারখন্দে চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৩ মে ২০২৪, ১৪: ৩২
কামারখন্দে চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত

সিরাজগঞ্জের কামারখন্দে একটি চালকলের বয়লার বিস্ফোরণে ফজল আলী (৩০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে উপজেলার জামতৈল পশ্চিমপাড়া এলাকার মেসার্স আজাহার অটো চালকলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফজল আলী উপজেলার জামতৈল গ্রামের রবিউল ইসলামের ছেলে।

আহত দুজন হলেন উপজেলার কর্ণসূতি গ্রামের মৃত সুরুতের ছেলে জিন্নাহ মণ্ডল (৩০) ও জামতৈল পশ্চিমপাড়ার মৃত পলান শেখের ছেলে জহুরুল ইসলাম (৩৫)।

আহত জহুরুল শেখ বলেন, ধান সিদ্ধ করার একপর্যায়ে ভোর সাড়ে ৪টার দিকে বিকট শব্দে বয়লার বিস্ফোরণ হয়। তাতে আমিসহ ফজল ও জিন্নাহ আহত হই। আমি আর জিন্নাহ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি চলে এসেছি। আর ফজলের অবস্থা খুবই খারাপ হওয়ায় তাঁকে ঢাকায় পাঠানো হয়।’

চালকলের মালিক আজাহার আলী রাজা বলেন, আজ শুক্রবার ভোরে ধান সিদ্ধ করার জন্য ফজল, জহুরুলসহ আরও শ্রমিক কাজে লেগে যান। কাজ করার একপর্যায়ে বয়লার বিস্ফোরণ হয়। তাতে ফজল গুরুতর আহত হন। ঢাকায় নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

কামারখন্দ উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের খাদ্য পরিদর্শক ইমরুল কায়েস বলেন, মেসার্স আজাহার চালকলে বয়লার বিস্ফোরণের ঘটনার খবর পেয়েছি। বয়লারের বিষয়টি পরিবেশ অধিদপ্তর ও কলকারখানা অধিদপ্তর দেখে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুমনুল হক বলেন, বয়লার বিস্ফোরণে আহত তিনজন শ্রমিককে হাসপাতালে আনা হয়েছিল। দুজনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে একজনের অবস্থা খুবই গুরুতর ছিল।

এ বিষয়ে জানতে চাইলে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. রেজাউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত