Ajker Patrika

পাগলি মা হয়েছেন, বাবা হয়নি কেউ

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৯ মার্চ ২০২৪, ১৯: ৩১
পাগলি মা হয়েছেন, বাবা হয়নি কেউ

সিরাজগঞ্জের কামারখন্দে এক পাগলি মা হয়েছেন। গতকাল সোমবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দেন তিনি।

খবর পেয়ে অনেকেই আজ মঙ্গলবার ওই মা ও তাঁর বাচ্চাকে দেখতে এসেছেন। তবে শিশুটির বাবার পরিচয় জানা যায়নি। এই পাগলি উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশন এলাকায় প্রায় চার বছর ধরে থাকতেন।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, পাগলি অতি যত্নে তাঁর বাচ্চাকে আগলে রেখেছেন। কারও সঙ্গেই তিনি কথা বলছেন না।

কথা হয় পাশের চা দোকানি জামতৈল এলাকার আব্দুস সালাম সেখের সঙ্গে। তিনি বলেন, ‘গতকাল দুপুরে পাগলির প্রসব ব্যথা শুরু হয়। অভিজ্ঞ এক নারীকে ডেকে এনে দেখানো হয়। তাতে সমাধান না হলে আমি ও আনোয়ার তাঁকে হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালে সন্তান প্রসবের পর রাতেই তাঁকে জামতৈল রেলওয়ে স্টেশনে এনে তাঁর ঝুপড়ি ঘরে রেখে দেওয়া হয়।’

আব্দুস সালাম আরও বলেন, পাগলির বাচ্চার বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পাগলি কীভাবে এই বাচ্চাকে লালন পালন করবে?

কামারখন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইবরাহিম আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল রাতে এক নারী আমাদের এখানে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। রাতেই কয়েকজন এসে বাচ্চাসহ তাঁকে নিয়ে গেছে।’

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন সুলতানা আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছি। বাচ্চাটির কাছে উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও সহকারী কমিশনারকে (ভূমি) পাঠাচ্ছি। তাঁরা দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত