চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
ইউনিয়ন ছাত্রলীগের কমিটিতে পদ দেওয়ার নামে ফেনসিডিল (ডাইল) কেনার কথা বলে ২০ হাজার টাকা দাবি করেছেন চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ হাসান তারিফ। তাঁর কথোপকথনের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এ ঘটনায় জেলা কমিটি কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন অভিযুক্ত ছাত্রলীগ নেতা ফিরোজ হাসান তারিফকে।
অডিও রেকর্ডে নেজামপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ছাত্রলীগ কর্মীর কাছে ফেনসিডিল ও মিষ্টি খাওয়া বাবদ টাকা দাবি করেন ফিরোজ হাসান তারিফ।
ছড়িয়ে পড়া অডিও রেকর্ড ও ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাদের সূত্রে জানা যায়, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ দেওয়ার কথা বলে আসিফ আলী নামের এক ছাত্রলীগ কর্মীর কাছে ২০ হাজার টাকা দাবি করেন। এ সময় টাকা না দিলে সিফাত উদ্দীনকে সাধারণ সম্পাদক করে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন ফিরোজ হাসান তারিফ। এ সময় জেলা ছাত্রলীগের নেতাদের মিষ্টি ও ফেনসিডিল খাওয়া বাবদ টাকাগুলো দিতে হবে বলে জানান তারিফ।
দলীয় সূত্রে জানা যায়, ২২ ফেব্রুয়ারি নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়ন ছাত্রলীগের আংশিক কমিটি অনুমোদন দেয় উপজেলা ছাত্রলীগ। সেখানে আসিফ আলীকে বাদ দিয়ে সাধারণ সম্পাদক করা হয় সিফাত উদ্দীনকে। এক বছরের জন্য সভাপতি হিসেবে মো. শামীম সারোয়ার, সহসভাপতি পদে মো. নাইম ইসলাম, সাধারণ সম্পাদক মো. সিফাত উদ্দীন ও যুগ্ম সাধারণ সম্পাদক করা হয় মো. আসিফ আলীকে। কমিটির অনুমোদন দেন নাচোল উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আলসাবা ও সাধারণ সম্পাদক ফিরোজ হাসান তারিফ।
কমিটি অনুমোদনের আগে ২০ ফেব্রুয়ারি ছড়িয়ে পড়া অডিও রেকর্ডে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ হাসান তারিফ নেজামপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ আলীকে বলেন, ‘নতুন কমিটিতে তোমাকে সাধারণ সম্পাদক করে দিব। যদিও ওপর থেকে সিফাত উদ্দীনকে সাধারণ সম্পাদক করতে নানা রকম চাপ আছে। তবুও আমি তোমাকেই করতে চাই। কিন্তু জেলা ছাত্রলীগের বড় ভাইদেরও একটা আশা থাকে, তাদেরকে মিষ্টি ও ডাইল (ফেনসিডিল) খাওয়া বাবদ বেশি না ২০ হাজার টাকা দিও।’
ছড়িয়ে পড়া কথোপকথনে পদপ্রার্থী আসিফ আলী টাকা দিতে অস্বীকৃতি জানালে ফিরোজ হাসান তারিফ বলেন, ‘কমিটিতে পদে আসতে গেলে এমন খরচ লাগে। শিবগঞ্জের দিকে খোঁজ নিয়ে দেখো। একেকটা ইউনিয়ন কমিটির জন্য লাখ লাখ টাকা লেনদেন হয়। ওদের ওখানে ইনকাম আছে, তাই লেনদেনও বেশি। আমাদের এখানেও ইনকাম শুরু হয়ে যাবে। এতদিন দলীয় এমপি ছিল না, তাও এখন হয়ে গেছে। আগামী ৬ বছরের জন্য দলীয় এমপি থাকবে ধরে নাও।’
অডিও রেকর্ডে পদপ্রার্থী আসিফ আলী বলেন, ‘আমি দলকে ভালোবাসি, সেই বিষয়টি বিবেচনা করে আমাকে পদ দেন। কিন্তু আমি এত টাকা ম্যানেজ করতে পারব না।’
এ সময় ফিরোজ হাসান তারিফ বলেন, ‘ভেবে দেখে সিদ্ধান্ত নাও। অনেকেই এই পদ নেওয়ার জন্য বারবার অনুরোধ করছে।’
এ বিষয়ে জানতে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ও নেজামপুর ইউনিয়ন ছাত্রলীগের নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ আলীর সঙ্গে যোগাযোগ হয় আজকের পত্রিকার। এ সময় আসিফ বলেন, ‘কমিটি প্রদানের দুই দিন আগে আমাকে ডেকে ২০ হাজার টাকার প্রস্তাব দেওয়া হয়। জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দের নামে মিষ্টি ও ফেনসিডিল খাওয়ার টাকা দাবি করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ হাসান তারিফ। পরে আমি টাকা দিতে না পারায় আরেকজনকে কমিটির সাধারণ সম্পাদক করা হয়েছে এবং সেই কমিটিতে আমাকে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রাখা হয়েছে।’
এ বিষয়ে নাচোল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ হাসান তারিফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমাকে ফাঁসানোর জন্য এডিটিং করে এসব অডিও রেকর্ড ফাঁস করা হয়েছে। যেই ছাত্রলীগ কর্মী এই কাজটি করেছে, তাকেও ইউনিয়ন ছাত্রলীগের কমিটিতে পদ দেওয়া হয়েছে। কিন্তু প্রত্যাশিত পদ না পেয়ে আবেগে এসব অডিও রেকর্ড ছড়িয়েছে। সিনিয়র নেতাদের সাথে এ বিষয়ে আলোচনা করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে নেজামপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিফাত উদ্দীন আজকের পত্রিকাকে বলেন, ‘আমিও অডিও রেকর্ডটি শুনেছি। আমার ধারণা কমিটিতে পদ না পেয়ে এসব করা হয়েছে। আমি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ পেয়েছি। আমাকে এমন টাকা-পয়সার দাবি করে কোনো প্রস্তাব দেয়নি কেউ।’
চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আতিকুজ্জামান আশিক আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমাদেরও দৃষ্টিগোচর হয়েছে। ফলে বুধবার সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, মর্মে তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।’
এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি ডা. সাইফ জামান আনন্দ আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের কাছে একটি অডিও রেকর্ড এসেছে। সেখানে নেজামপুর ইউনিয়ন ছাত্রলীগের কমিটিতে পদ দেওয়ার কথা বলে ২০ হাজার টাকা দাবি করেন নাচোল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ হাসান তারিফ। এ সময় সে বিভিন্ন অনৈতিক ও দলীয় শৃঙ্খলা পরিপন্থী নানা কথা বলেছেন। তাই তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী তিন দিনের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে জবাব দিতে বলা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ইউনিয়ন ছাত্রলীগের কমিটিতে পদ দেওয়ার নামে ফেনসিডিল (ডাইল) কেনার কথা বলে ২০ হাজার টাকা দাবি করেছেন চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ হাসান তারিফ। তাঁর কথোপকথনের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এ ঘটনায় জেলা কমিটি কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন অভিযুক্ত ছাত্রলীগ নেতা ফিরোজ হাসান তারিফকে।
অডিও রেকর্ডে নেজামপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ছাত্রলীগ কর্মীর কাছে ফেনসিডিল ও মিষ্টি খাওয়া বাবদ টাকা দাবি করেন ফিরোজ হাসান তারিফ।
ছড়িয়ে পড়া অডিও রেকর্ড ও ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাদের সূত্রে জানা যায়, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ দেওয়ার কথা বলে আসিফ আলী নামের এক ছাত্রলীগ কর্মীর কাছে ২০ হাজার টাকা দাবি করেন। এ সময় টাকা না দিলে সিফাত উদ্দীনকে সাধারণ সম্পাদক করে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন ফিরোজ হাসান তারিফ। এ সময় জেলা ছাত্রলীগের নেতাদের মিষ্টি ও ফেনসিডিল খাওয়া বাবদ টাকাগুলো দিতে হবে বলে জানান তারিফ।
দলীয় সূত্রে জানা যায়, ২২ ফেব্রুয়ারি নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়ন ছাত্রলীগের আংশিক কমিটি অনুমোদন দেয় উপজেলা ছাত্রলীগ। সেখানে আসিফ আলীকে বাদ দিয়ে সাধারণ সম্পাদক করা হয় সিফাত উদ্দীনকে। এক বছরের জন্য সভাপতি হিসেবে মো. শামীম সারোয়ার, সহসভাপতি পদে মো. নাইম ইসলাম, সাধারণ সম্পাদক মো. সিফাত উদ্দীন ও যুগ্ম সাধারণ সম্পাদক করা হয় মো. আসিফ আলীকে। কমিটির অনুমোদন দেন নাচোল উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আলসাবা ও সাধারণ সম্পাদক ফিরোজ হাসান তারিফ।
কমিটি অনুমোদনের আগে ২০ ফেব্রুয়ারি ছড়িয়ে পড়া অডিও রেকর্ডে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ হাসান তারিফ নেজামপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ আলীকে বলেন, ‘নতুন কমিটিতে তোমাকে সাধারণ সম্পাদক করে দিব। যদিও ওপর থেকে সিফাত উদ্দীনকে সাধারণ সম্পাদক করতে নানা রকম চাপ আছে। তবুও আমি তোমাকেই করতে চাই। কিন্তু জেলা ছাত্রলীগের বড় ভাইদেরও একটা আশা থাকে, তাদেরকে মিষ্টি ও ডাইল (ফেনসিডিল) খাওয়া বাবদ বেশি না ২০ হাজার টাকা দিও।’
ছড়িয়ে পড়া কথোপকথনে পদপ্রার্থী আসিফ আলী টাকা দিতে অস্বীকৃতি জানালে ফিরোজ হাসান তারিফ বলেন, ‘কমিটিতে পদে আসতে গেলে এমন খরচ লাগে। শিবগঞ্জের দিকে খোঁজ নিয়ে দেখো। একেকটা ইউনিয়ন কমিটির জন্য লাখ লাখ টাকা লেনদেন হয়। ওদের ওখানে ইনকাম আছে, তাই লেনদেনও বেশি। আমাদের এখানেও ইনকাম শুরু হয়ে যাবে। এতদিন দলীয় এমপি ছিল না, তাও এখন হয়ে গেছে। আগামী ৬ বছরের জন্য দলীয় এমপি থাকবে ধরে নাও।’
অডিও রেকর্ডে পদপ্রার্থী আসিফ আলী বলেন, ‘আমি দলকে ভালোবাসি, সেই বিষয়টি বিবেচনা করে আমাকে পদ দেন। কিন্তু আমি এত টাকা ম্যানেজ করতে পারব না।’
এ সময় ফিরোজ হাসান তারিফ বলেন, ‘ভেবে দেখে সিদ্ধান্ত নাও। অনেকেই এই পদ নেওয়ার জন্য বারবার অনুরোধ করছে।’
এ বিষয়ে জানতে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ও নেজামপুর ইউনিয়ন ছাত্রলীগের নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ আলীর সঙ্গে যোগাযোগ হয় আজকের পত্রিকার। এ সময় আসিফ বলেন, ‘কমিটি প্রদানের দুই দিন আগে আমাকে ডেকে ২০ হাজার টাকার প্রস্তাব দেওয়া হয়। জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দের নামে মিষ্টি ও ফেনসিডিল খাওয়ার টাকা দাবি করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ হাসান তারিফ। পরে আমি টাকা দিতে না পারায় আরেকজনকে কমিটির সাধারণ সম্পাদক করা হয়েছে এবং সেই কমিটিতে আমাকে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রাখা হয়েছে।’
এ বিষয়ে নাচোল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ হাসান তারিফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমাকে ফাঁসানোর জন্য এডিটিং করে এসব অডিও রেকর্ড ফাঁস করা হয়েছে। যেই ছাত্রলীগ কর্মী এই কাজটি করেছে, তাকেও ইউনিয়ন ছাত্রলীগের কমিটিতে পদ দেওয়া হয়েছে। কিন্তু প্রত্যাশিত পদ না পেয়ে আবেগে এসব অডিও রেকর্ড ছড়িয়েছে। সিনিয়র নেতাদের সাথে এ বিষয়ে আলোচনা করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে নেজামপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিফাত উদ্দীন আজকের পত্রিকাকে বলেন, ‘আমিও অডিও রেকর্ডটি শুনেছি। আমার ধারণা কমিটিতে পদ না পেয়ে এসব করা হয়েছে। আমি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ পেয়েছি। আমাকে এমন টাকা-পয়সার দাবি করে কোনো প্রস্তাব দেয়নি কেউ।’
চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আতিকুজ্জামান আশিক আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমাদেরও দৃষ্টিগোচর হয়েছে। ফলে বুধবার সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, মর্মে তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।’
এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি ডা. সাইফ জামান আনন্দ আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের কাছে একটি অডিও রেকর্ড এসেছে। সেখানে নেজামপুর ইউনিয়ন ছাত্রলীগের কমিটিতে পদ দেওয়ার কথা বলে ২০ হাজার টাকা দাবি করেন নাচোল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ হাসান তারিফ। এ সময় সে বিভিন্ন অনৈতিক ও দলীয় শৃঙ্খলা পরিপন্থী নানা কথা বলেছেন। তাই তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী তিন দিনের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে জবাব দিতে বলা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’
কক্সবাজারে সমন্বিত মানবিক সহায়তা জোরদার করার লক্ষ্যে ব্র্যাক ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার (৫ মে) রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে ‘হিউম্যানিটারিয়ান-ডেভেলপমেন্ট কোএক্সিসটেন্স নেক্সাস টু অ্যাড্রেস রোহিঙ্গা ক্রাইসিস ইন কক্সবাজার’ শীর্ষক একটি প্রকল্পের যাত্রা...
২ ঘণ্টা আগেঢাকা উত্তর সিটি করপোরেশনের বাড্ডা ইস্টার্ন হাউজিংয়ের আফতাবনগরের দুটি ব্লক এবং স্যানভ্যালির আংশিক জায়গায় অস্থায়ী পশুর হাট বসানোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।
৩ ঘণ্টা আগেদুমকিতে দলবদ্ধ ধর্ষণ মামলার ভুক্তভোগী (স্কুলছাত্রী) আত্মহত্যার পর তাঁর মায়ের মানসিক ও শারীরিক অবস্থার বিষয়টিকে গুরুত্ব দিয়ে সরকারি ব্যবস্থাপনায় পেশাদার কাউন্সেলিংয়ের নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার পটুয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ হোসেন এই আদেশ দেন।
৩ ঘণ্টা আগেআজ সোমবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ অফিস এক বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানিয়েছে। এতে বলা হয়, এতদ্দ্বারা সংশ্লিষ্ট হজ এজেন্সির স্বত্বাধিকারী/অংশীদার/পরিচালক/চেয়ারম্যানগণের অবগতির জন্য জানানো যাচ্ছে, আগামীকাল ৬ মার্চ (মঙ্গলবার) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রোডে ভিভিআইপি মুভমেন্ট থাকবে। ফলে র
৩ ঘণ্টা আগে