উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জর উল্লাপাড়া নিখোঁজের দুই দিন পর সাইদুর রহমান ওরফে রঞ্জু (৪০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে উল্লাপাড়া মডেল থানা-পুলিশ। আজ সোমবার ভোর সাড়ে ৪টার উপজেলার মোহনপুর ইউনিয়নের গোহালা নদীর কুমার ব্রিজ থেকে তাঁর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সাইদুর রহমান মোহনপুর ইউনিয়নের বলতৈল গ্রামের মৃত ইদ্দিস আলীর ছেলে।
নিহত সাইদুর রহমানের ছোট ভাই গোনজের আলীর জানান, গত শনিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় মোহনপুর থেকে সাতবিলা বোনের বাসায় যাওয়ার সময় নিখোঁজ হন তাঁর ভাই সাইদুর রহমান। পরে রাত ১১টার দিকে সাইদুরের ফোন থেকে তাঁর স্ত্রী বুলবুলির কাছে কল আসে। সেখানে বলা হয়, ‘আপনি সাইদুর রহমানের কী হন?’ তখন সাইদুলের স্ত্রী বলেন, ‘আপনি ওনাকে ফোন দেন।’ এই বলে ফোন কেটে বন্ধ করে রাখা হয়।
পরদিন রোববার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে আবারও সাইদুর রহমানের ফোন থেকে তাঁর পরিবারে কাছে কল দিয়ে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। সেই টাকা বিকেল ৫টার মধ্যে দহকুলা কবরস্থানে রেখে যেতে বলা হয়। এই ঘটনার পর পরিবারের পক্ষ থেকে রোববার বিকেলে উল্লাপাড়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। এ ছাড়া দুর্বৃত্তদের চাওয়া অনুযায়ী টাকা নিয়ে তারা অপেক্ষা করলেও কাউকে পাওয়া যায়নি।
পরে ওই দিন রাতে আবারও ফোন করে টাকা ঘোনাইগাঁতী এলাকায় রেখে যেতে বললে সেখানেও কাউকে পাওয়া যায় না। এরপর আজ সোমবার ভোরে কুমারগাঁতি ব্রিজ এলাকায় তাঁর ভাসমান মরদেহ পাওয়া যায়।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার মাহফুজ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। তবে নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
সিরাজগঞ্জর উল্লাপাড়া নিখোঁজের দুই দিন পর সাইদুর রহমান ওরফে রঞ্জু (৪০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে উল্লাপাড়া মডেল থানা-পুলিশ। আজ সোমবার ভোর সাড়ে ৪টার উপজেলার মোহনপুর ইউনিয়নের গোহালা নদীর কুমার ব্রিজ থেকে তাঁর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সাইদুর রহমান মোহনপুর ইউনিয়নের বলতৈল গ্রামের মৃত ইদ্দিস আলীর ছেলে।
নিহত সাইদুর রহমানের ছোট ভাই গোনজের আলীর জানান, গত শনিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় মোহনপুর থেকে সাতবিলা বোনের বাসায় যাওয়ার সময় নিখোঁজ হন তাঁর ভাই সাইদুর রহমান। পরে রাত ১১টার দিকে সাইদুরের ফোন থেকে তাঁর স্ত্রী বুলবুলির কাছে কল আসে। সেখানে বলা হয়, ‘আপনি সাইদুর রহমানের কী হন?’ তখন সাইদুলের স্ত্রী বলেন, ‘আপনি ওনাকে ফোন দেন।’ এই বলে ফোন কেটে বন্ধ করে রাখা হয়।
পরদিন রোববার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে আবারও সাইদুর রহমানের ফোন থেকে তাঁর পরিবারে কাছে কল দিয়ে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। সেই টাকা বিকেল ৫টার মধ্যে দহকুলা কবরস্থানে রেখে যেতে বলা হয়। এই ঘটনার পর পরিবারের পক্ষ থেকে রোববার বিকেলে উল্লাপাড়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। এ ছাড়া দুর্বৃত্তদের চাওয়া অনুযায়ী টাকা নিয়ে তারা অপেক্ষা করলেও কাউকে পাওয়া যায়নি।
পরে ওই দিন রাতে আবারও ফোন করে টাকা ঘোনাইগাঁতী এলাকায় রেখে যেতে বললে সেখানেও কাউকে পাওয়া যায় না। এরপর আজ সোমবার ভোরে কুমারগাঁতি ব্রিজ এলাকায় তাঁর ভাসমান মরদেহ পাওয়া যায়।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার মাহফুজ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। তবে নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাগর আহমেদ লাভলুকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) রাতে বাঁশতৈল বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সাগর আহমেদ লাভলু বাঁশতৈল ইউনিয়নের গাইরাবেতিল গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
১১ মিনিট আগে৫৫ হাজার টাকার মোবাইল কেনার বায়না ধরে সাব্বির মোল্লা (১৬) নামের এক স্কুলছাত্র কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেছে। টের পেয়ে স্বজনেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসাসেবায় সে প্রাণে বেঁচে যায়। তার এমন কর্মকাণ্ডে পরিবার ও এলাকাবাসী হতবাক।
১২ মিনিট আগেপুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পোড়াগাছা গ্রামের মিলন মাদবর দীর্ঘদিন ধরে ওমানপ্রবাসী। গ্রামের বাড়িতে কেউ না থাকায় মিলন মাদবরের বসতঘরটি পরিত্যক্ত অবস্থায় আছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানে পাঁচটি বালতিতে রাখা ৩০টি তাজা হাতবোমা উদ্ধার করা হয়।
১৬ মিনিট আগেগাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় ৭ আগস্ট যে স্থানে সন্ত্রাসীরা প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করেছিল, সেই একই স্থানে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এক শরবত বিক্রেতাকে ছুরিকাঘাত করা হয়েছে। গুরুতর আহত ওই ব্যক্তিকে পরে হাসপাতালে ভর্তি করা হয়।
২৯ মিনিট আগে