Ajker Patrika

নিখোঁজের পর মুক্তিপণ দাবি, ২ দিন পর কৃষকের মরদেহ উদ্ধার 

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
নিখোঁজের পর মুক্তিপণ দাবি, ২ দিন পর কৃষকের মরদেহ উদ্ধার 

সিরাজগঞ্জর উল্লাপাড়া নিখোঁজের দুই দিন পর সাইদুর রহমান ওরফে রঞ্জু (৪০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে উল্লাপাড়া মডেল থানা-পুলিশ। আজ সোমবার ভোর সাড়ে ৪টার উপজেলার মোহনপুর ইউনিয়নের গোহালা নদীর কুমার ব্রিজ থেকে তাঁর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত সাইদুর রহমান মোহনপুর ইউনিয়নের বলতৈল গ্রামের মৃত ইদ্দিস আলীর ছেলে। 

নিহত সাইদুর রহমানের ছোট ভাই গোনজের আলীর জানান, গত শনিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় মোহনপুর থেকে সাতবিলা বোনের বাসায় যাওয়ার সময় নিখোঁজ হন তাঁর ভাই সাইদুর রহমান। পরে রাত ১১টার দিকে সাইদুরের ফোন থেকে তাঁর স্ত্রী বুলবুলির কাছে কল আসে। সেখানে বলা হয়, ‘আপনি সাইদুর রহমানের কী হন?’ তখন সাইদুলের স্ত্রী বলেন, ‘আপনি ওনাকে ফোন দেন।’ এই বলে ফোন কেটে বন্ধ করে রাখা হয়। 

পরদিন রোববার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে আবারও সাইদুর রহমানের ফোন থেকে তাঁর পরিবারে কাছে কল দিয়ে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। সেই টাকা বিকেল ৫টার মধ্যে দহকুলা কবরস্থানে রেখে যেতে বলা হয়। এই ঘটনার পর পরিবারের পক্ষ থেকে রোববার বিকেলে উল্লাপাড়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। এ ছাড়া দুর্বৃত্তদের চাওয়া অনুযায়ী টাকা নিয়ে তারা অপেক্ষা করলেও কাউকে পাওয়া যায়নি। 

পরে ওই দিন রাতে আবারও ফোন করে টাকা ঘোনাইগাঁতী এলাকায় রেখে যেতে বললে সেখানেও কাউকে পাওয়া যায় না। এরপর আজ সোমবার ভোরে কুমারগাঁতি ব্রিজ এলাকায় তাঁর ভাসমান মরদেহ পাওয়া যায়। 

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার মাহফুজ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। তবে নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত