আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুরে দুর্বৃত্তরা গভীর রাতে এক নারীর ঘরে ঢুকে গলায় পোঁচ দিয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই নারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার দিবাগত রাতে পৌর শহরের তুলসীগঙ্গা নদীর পারঘাটি এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারীর নাম মাসুদা আক্তার (৪৫)। তিনি ওই এলাকার মহসীন আলীর স্ত্রী।
ওই নারীর স্বজনদের দাবি, দরজার সামনের মাটি খুঁড়ে দুর্বৃত্তরা ঘরে ঢুকে নগদ টাকা ও মোবাইল ফোন চুরি করে পালানোর সময় গলায় পোঁচ দিয়েছে। তবে পুলিশ বলছে, ঘটনাটি রহস্যজনক। দরজার সামনে মাটি খুঁড়ে ভেতরে ঢোকার কোনো আলামত পাওয়া যায়নি।
থানা-পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভূমিহীন ব্যক্তিরা তুলসীগঙ্গা নদীর পারঘাটিতে টিনের বেড়ার ঘর বানিয়ে বসবাস করেন। ওই নারীও সেখানে একটি টিনের বেড়ার বাড়ি বানিয়ে বসবাস করছিলেন। পাশেই ওই নারীর মেয়ে বসবাস করেন। ওই নারীর স্বামী ঢাকায় রিকশা চালান। তিনি মাঝেমধ্যে বাড়িতে আসেন। ওই নারী নিজেও একটি বেসরকারি সংস্থায় রান্নার কাজ করেন। তিনি চার বছর ও ছয় বছর বয়সী দুই নাতি-নাতনিকে নিয়ে রাতের বেলায় ঘরে থাকতেন। শুক্রবার রাতে খাওয়াদাওয়া শেষে ওই নারী তাঁর দুই নাতি-নাতনিকে নিয়ে ঘরে ঘুমিয়ে পড়েন। রাত ১২টার পর ওই নারী কাটা গলা ওড়না দিয়ে চেপে ধরে ঘর থেকে বের হয়ে পাশেই তাঁর মেয়ের বাড়িতে গিয়ে ঘটনাটি জানান। এরপর রাতেই ওই নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আজ শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, নারী ও শিশু ওয়ার্ডের বারান্দায় ওই নারী চিকিৎসাধীন রয়েছেন। তাঁর গলায় ও চোয়ালে ব্যান্ডেজ রয়েছে। তবে ওই নারী কোনো কথা বলতে পারেননি। পাশেই তাঁর মেয়ে আঞ্জুমান আরা বসা ছিলেন। তিনি বলেন, ‘আমার বাবা ঢাকায় থাকেন। আমার মা দুই নাতি-নাতনিকে নিয়ে বাড়িতে থাকেন। শুক্রবার রাতে দরজার সামনের মাটি খুঁড়ে মুখোশ পরা ব্যক্তিরা ঘরের ভেতরে ঢোকেন। তখন আমার মা ঘুমিয়ে ছিলেন। চোরেরা নগদ ১৫ হাজার টাকা ও মোবাইল ফোন চুরি করে পালানোর সময় ঘুমন্ত অবস্থায় আমার মায়ের গলায় পোঁচ দেয়। এতে আমার মায়ের গলা কেটে গেছে।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রায়হানুল ইসলাম বলেন, ধারালো অস্ত্র দিয়ে ওই নারীর গলায় পোঁচ দেওয়া হয়েছে। তিনি শুক্রবার গভীর রাতে ভর্তি হয়েছেন। তাঁর চিকিৎসা চলছে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, ‘আমরা ঘটনাস্থল পরির্দশন করেছি। দরজার সামনে মাটি খুঁড়ে ঘরের ভেতরে ঢোকার আলামত পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করা হয়নি। ঘটনাটি আপাত দৃষ্টিতে রহস্যজনক মনে হচ্ছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।’
জয়পুরহাটের আক্কেলপুরে দুর্বৃত্তরা গভীর রাতে এক নারীর ঘরে ঢুকে গলায় পোঁচ দিয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই নারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার দিবাগত রাতে পৌর শহরের তুলসীগঙ্গা নদীর পারঘাটি এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারীর নাম মাসুদা আক্তার (৪৫)। তিনি ওই এলাকার মহসীন আলীর স্ত্রী।
ওই নারীর স্বজনদের দাবি, দরজার সামনের মাটি খুঁড়ে দুর্বৃত্তরা ঘরে ঢুকে নগদ টাকা ও মোবাইল ফোন চুরি করে পালানোর সময় গলায় পোঁচ দিয়েছে। তবে পুলিশ বলছে, ঘটনাটি রহস্যজনক। দরজার সামনে মাটি খুঁড়ে ভেতরে ঢোকার কোনো আলামত পাওয়া যায়নি।
থানা-পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভূমিহীন ব্যক্তিরা তুলসীগঙ্গা নদীর পারঘাটিতে টিনের বেড়ার ঘর বানিয়ে বসবাস করেন। ওই নারীও সেখানে একটি টিনের বেড়ার বাড়ি বানিয়ে বসবাস করছিলেন। পাশেই ওই নারীর মেয়ে বসবাস করেন। ওই নারীর স্বামী ঢাকায় রিকশা চালান। তিনি মাঝেমধ্যে বাড়িতে আসেন। ওই নারী নিজেও একটি বেসরকারি সংস্থায় রান্নার কাজ করেন। তিনি চার বছর ও ছয় বছর বয়সী দুই নাতি-নাতনিকে নিয়ে রাতের বেলায় ঘরে থাকতেন। শুক্রবার রাতে খাওয়াদাওয়া শেষে ওই নারী তাঁর দুই নাতি-নাতনিকে নিয়ে ঘরে ঘুমিয়ে পড়েন। রাত ১২টার পর ওই নারী কাটা গলা ওড়না দিয়ে চেপে ধরে ঘর থেকে বের হয়ে পাশেই তাঁর মেয়ের বাড়িতে গিয়ে ঘটনাটি জানান। এরপর রাতেই ওই নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আজ শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, নারী ও শিশু ওয়ার্ডের বারান্দায় ওই নারী চিকিৎসাধীন রয়েছেন। তাঁর গলায় ও চোয়ালে ব্যান্ডেজ রয়েছে। তবে ওই নারী কোনো কথা বলতে পারেননি। পাশেই তাঁর মেয়ে আঞ্জুমান আরা বসা ছিলেন। তিনি বলেন, ‘আমার বাবা ঢাকায় থাকেন। আমার মা দুই নাতি-নাতনিকে নিয়ে বাড়িতে থাকেন। শুক্রবার রাতে দরজার সামনের মাটি খুঁড়ে মুখোশ পরা ব্যক্তিরা ঘরের ভেতরে ঢোকেন। তখন আমার মা ঘুমিয়ে ছিলেন। চোরেরা নগদ ১৫ হাজার টাকা ও মোবাইল ফোন চুরি করে পালানোর সময় ঘুমন্ত অবস্থায় আমার মায়ের গলায় পোঁচ দেয়। এতে আমার মায়ের গলা কেটে গেছে।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রায়হানুল ইসলাম বলেন, ধারালো অস্ত্র দিয়ে ওই নারীর গলায় পোঁচ দেওয়া হয়েছে। তিনি শুক্রবার গভীর রাতে ভর্তি হয়েছেন। তাঁর চিকিৎসা চলছে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, ‘আমরা ঘটনাস্থল পরির্দশন করেছি। দরজার সামনে মাটি খুঁড়ে ঘরের ভেতরে ঢোকার আলামত পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করা হয়নি। ঘটনাটি আপাত দৃষ্টিতে রহস্যজনক মনে হচ্ছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।’
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
২ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
২ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
২ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৪ ঘণ্টা আগে