সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ সদরে দুই বন্ধুকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা করা হয়েছে। পুলিশ এ মামলায় চার আসামিকে গ্রেপ্তার করেছে।
নিহত আলামিনের বড় ভাই হাবিবুর রহমান বাদী হয়ে গতকাল শনিবার রাতে মামলাটি করেন। এতে ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও সাত-আটজনকে আসামি করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ইছামতী গ্রামের মেরাজুল ইসলাম ও লোকমান খান এবং চকচণ্ডী গ্রামের সবুজ ও বাবু শেখ। তাঁদের মধ্যে মেরাজুল মামলার প্রধান আসামি।
মেরাজুলকে আজ সকালে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। আর বাকি তিন আসামিকে গতকাল শনিবার রাতে সিরাজগঞ্জ সদরের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
নিহতরা হলেন ইছামতী গ্রামের ফরহাদ হোসেনের ছেলে আলামিন (৩৫) ও তাঁর বন্ধু একই গ্রামের ঠান্ডু শেখের ছেলে আল-আমিন শেখ (৩৫)।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, ইছামতীর ফরহাদের পরিবারের সঙ্গে একই গ্রামের হায়দার আলীর পরিবারের জমি নিয়ে বিরোধ চলছে। এর জেরে গত বৃহস্পতিবার রাতে ফরহাদের ছেলে আলামিন ও তাঁর বন্ধু আল-আমিন শেখের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। হায়দারের ছেলে মেরাজুলসহ তাঁদের লোকজন এ হামলা চালায়।
এতে ঘটনাস্থলেই আলামিনের মৃত্যু হয়। গুরুতর আহত আল-আমিন শেখকে প্রথমে সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার সকালে মারা যান।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, হত্যার ঘটনায় ৩১ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। ঢাকা ও সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চলছে।
সিরাজগঞ্জ সদরে দুই বন্ধুকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা করা হয়েছে। পুলিশ এ মামলায় চার আসামিকে গ্রেপ্তার করেছে।
নিহত আলামিনের বড় ভাই হাবিবুর রহমান বাদী হয়ে গতকাল শনিবার রাতে মামলাটি করেন। এতে ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও সাত-আটজনকে আসামি করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ইছামতী গ্রামের মেরাজুল ইসলাম ও লোকমান খান এবং চকচণ্ডী গ্রামের সবুজ ও বাবু শেখ। তাঁদের মধ্যে মেরাজুল মামলার প্রধান আসামি।
মেরাজুলকে আজ সকালে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। আর বাকি তিন আসামিকে গতকাল শনিবার রাতে সিরাজগঞ্জ সদরের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
নিহতরা হলেন ইছামতী গ্রামের ফরহাদ হোসেনের ছেলে আলামিন (৩৫) ও তাঁর বন্ধু একই গ্রামের ঠান্ডু শেখের ছেলে আল-আমিন শেখ (৩৫)।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, ইছামতীর ফরহাদের পরিবারের সঙ্গে একই গ্রামের হায়দার আলীর পরিবারের জমি নিয়ে বিরোধ চলছে। এর জেরে গত বৃহস্পতিবার রাতে ফরহাদের ছেলে আলামিন ও তাঁর বন্ধু আল-আমিন শেখের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। হায়দারের ছেলে মেরাজুলসহ তাঁদের লোকজন এ হামলা চালায়।
এতে ঘটনাস্থলেই আলামিনের মৃত্যু হয়। গুরুতর আহত আল-আমিন শেখকে প্রথমে সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার সকালে মারা যান।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, হত্যার ঘটনায় ৩১ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। ঢাকা ও সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চলছে।
আগের দিন নিজের ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে পরের দিন (১ মে) সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী। গত বৃহস্পতিবার সকালে নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ গেটের সামনে এ ঘটনা ঘটে। হামলায় তিন সাংবাদিক আহত হয়েছেন। তারা হলেন ডেইলি লাইফ পত্রিকার ফটো সাংবাদিক প্রদীপ কুমার মীল, যায়যায়দিন পত্রিকার...
৩ মিনিট আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশের ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আজ শনিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার সকালে কুমিল্লার দিক থেকে মোটরসাইকেল নিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন চালক। পথিমধ্যে সকাল...
১৪ মিনিট আগেখুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) সহকারী ছাত্রবিষয়ক পরিচালক হাসান মাহমুদ সাকি-র ওপর সাবেক এক শিক্ষার্থীর হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাস। আহত শিক্ষককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার রাত পৌনে দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে এ হামলার ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেখুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থীর হামলায় সহকারী ছাত্রবিষয়ক পরিচালক হাসান মাহমুদ সাকি গুরুতর আহত হয়েছেন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। গতকাল শুক্রবার রাত পৌনে দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনা ঘটে। হামলাকারী শিক্ষার্থীর নাম আবদুল্লাহ নোমান।
১ ঘণ্টা আগে