Ajker Patrika

শেরপুরে অবৈধভাবে চাল মজুত, ৪ চালকল মালিককে জরিমানা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ০৯: ৩৭
শেরপুরে অবৈধভাবে চাল মজুত, ৪ চালকল মালিককে জরিমানা

বগুড়ার শেরপুরে অবৈধভাবে চাল মজুতসহ বিভিন্ন অভিযোগে চারটি অটোরাইস মিলকে ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছেb ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত শাহ বন্দেগী ইউনিয়ন ও কুসুম্বী ইউনিয়নে এই অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে আলাল এগ্রো ফুডকে ১ লাখ টাকা, মকলেস ফুড প্রডাক্টসকে ১ লাখ টাকা, ভাই ভাই ফুড প্রডাক্টসকে ৫০ হাজার টাকা ও শাহ সুলতান ফুড প্রডাক্টসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অবৈধভাবে চাল মজুত, অতিরিক্ত মূল্য নেওয়া, প্লাস্টিকের বস্তা ও লাইসেন্স না থাকায় এই চার অটোরাইস মিলকে জরিমানা করা হয়। 

চালকল মিলে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। ছবি: সংগৃহীত অভিযানে নেতৃত্ব দেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সুমন জিহাদী। এ সময় বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন, শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. কাইয়ুমসহ অন্যরা উপস্থিত ছিলেন। 

শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুমন জিহাদী জানান, বাজার নিয়ন্ত্রণ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য এই অভিযান পরিচালনা করা হয়েছে। চালের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার জন্য এবং সিন্ডিকেট করে যারা চালের দাম বাড়িয়েছে, তাদের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত