বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে স্বতন্ত্র প্রার্থী, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভনের পাঁচজন কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার জোনাইল ও বিকেলে পাঁচবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতের মধ্যে একজন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
আহত ব্যক্তিরা হলেন জোনাইল ইউনিয়নের চর গোপিন্দপুর গ্রামের মোহন আলী (২৫), নগর ইউনিয়নের পাঁচবাড়িয়া আবুল হোসেন (৩২), তপু (২৮), তুৎফুল আলী (৩০) ও আলী হোসেন (৩৬)।
মোহন আলী বলেন, ‘আমি স্বতন্ত্র প্রার্থী আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভনের কর্মী। আমাকে গতকাল বুধবার রাত ১২টার সময় আক্তার আলী নামের এক ব্যক্তি নৌকা প্রার্থীর পক্ষে কাজ করার জন্য বলেন। আমি অস্বীকৃতি করলে আমাকে মেরে ফেলার হুমকি দেয়।’
মোহন আলী আরও বলেন, ‘আমি আজ সকালে জোনাইল বাজারের কেতাবের দোকানে বাজার করতে ছিলাম। পেছন থেকে চৌমুন গ্রামের ফরিদ হোসেন (৪০), চামটা গ্রামের আক্তার হোসেন (৩৮), দিঘইর গ্রামের নান্নু হোসেন (৩০) এসে আমাকে মারধর শুরু করে। তারা সবাই নৌকার প্রার্থী সিদ্দিকুর রহমান পাটোয়ারীর কর্মী। পরে স্থানীয়রা এগিয়ে এসে আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।’
বড়গ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডলি রানী আজকের পত্রিকাকে বলেন, মোহন আলীর শরীরে আঘাতে চিহ্ন দেখা গেছে। তবে বড় ধরনের জখম নেই। চিকিৎসা দিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।
আলী হোসেন বলেন, ‘বিকেলে আমিসহ আরও দুজন পাঁচবাড়িয়া এলাকা আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভনের ট্রাক প্রতীকের পোস্টার সাঁটাতে ছিলাম। নৌকার প্রার্থী ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীর কর্মী পাঁচবাড়িয়া গ্রামের আব্দুল হালিম এসে আমাকে মারধর করে। আমাদের কাছ থেকে পোস্টার কেড়ে নিয়ে ছিঁড়ে ও পুড়িয়ে দেয়।’
অভিযোগের বিষয়ে আক্তার হোসেন বলেন, ‘আমি এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত নাই। কে বা কাহারা তাঁকে মারধর করছে, আমার তা জানা নাই।’
আলিমুদ্দিন বলেন, ‘তারা পোস্টার সাঁটাবে, তাতে আমাদের কোনো সমস্যা নাই। আমি এই ঘটনা সম্পর্কে কিছুই জানি না।’
বড়াইগ্রাম থানার পরিদর্শক শফিউল আযম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৪ আসনে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন বর্তমান সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারী। এই আসনে ট্রাক প্রতীক নিয়ে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হলেন আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন।
নাটোরের বড়াইগ্রামে স্বতন্ত্র প্রার্থী, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভনের পাঁচজন কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার জোনাইল ও বিকেলে পাঁচবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতের মধ্যে একজন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
আহত ব্যক্তিরা হলেন জোনাইল ইউনিয়নের চর গোপিন্দপুর গ্রামের মোহন আলী (২৫), নগর ইউনিয়নের পাঁচবাড়িয়া আবুল হোসেন (৩২), তপু (২৮), তুৎফুল আলী (৩০) ও আলী হোসেন (৩৬)।
মোহন আলী বলেন, ‘আমি স্বতন্ত্র প্রার্থী আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভনের কর্মী। আমাকে গতকাল বুধবার রাত ১২টার সময় আক্তার আলী নামের এক ব্যক্তি নৌকা প্রার্থীর পক্ষে কাজ করার জন্য বলেন। আমি অস্বীকৃতি করলে আমাকে মেরে ফেলার হুমকি দেয়।’
মোহন আলী আরও বলেন, ‘আমি আজ সকালে জোনাইল বাজারের কেতাবের দোকানে বাজার করতে ছিলাম। পেছন থেকে চৌমুন গ্রামের ফরিদ হোসেন (৪০), চামটা গ্রামের আক্তার হোসেন (৩৮), দিঘইর গ্রামের নান্নু হোসেন (৩০) এসে আমাকে মারধর শুরু করে। তারা সবাই নৌকার প্রার্থী সিদ্দিকুর রহমান পাটোয়ারীর কর্মী। পরে স্থানীয়রা এগিয়ে এসে আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।’
বড়গ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডলি রানী আজকের পত্রিকাকে বলেন, মোহন আলীর শরীরে আঘাতে চিহ্ন দেখা গেছে। তবে বড় ধরনের জখম নেই। চিকিৎসা দিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।
আলী হোসেন বলেন, ‘বিকেলে আমিসহ আরও দুজন পাঁচবাড়িয়া এলাকা আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভনের ট্রাক প্রতীকের পোস্টার সাঁটাতে ছিলাম। নৌকার প্রার্থী ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীর কর্মী পাঁচবাড়িয়া গ্রামের আব্দুল হালিম এসে আমাকে মারধর করে। আমাদের কাছ থেকে পোস্টার কেড়ে নিয়ে ছিঁড়ে ও পুড়িয়ে দেয়।’
অভিযোগের বিষয়ে আক্তার হোসেন বলেন, ‘আমি এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত নাই। কে বা কাহারা তাঁকে মারধর করছে, আমার তা জানা নাই।’
আলিমুদ্দিন বলেন, ‘তারা পোস্টার সাঁটাবে, তাতে আমাদের কোনো সমস্যা নাই। আমি এই ঘটনা সম্পর্কে কিছুই জানি না।’
বড়াইগ্রাম থানার পরিদর্শক শফিউল আযম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৪ আসনে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন বর্তমান সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারী। এই আসনে ট্রাক প্রতীক নিয়ে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হলেন আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলীর বিরুদ্ধে ভিত্তিহীন ও মানহানিকর পোস্টার লাগানো ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। রোববার দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে মিছিলটি শুরু হয়। কলেজ ক্যাম্পাস ও মহাসড়ক প্রদক্ষিণ শেষে কলেজের প্রশাসনিক...
২৬ মিনিট আগেপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ঋণ শাখার দুই কর্মকর্তার বিরুদ্ধে ২ কোটি ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, মোটরসাইকেল ও কম্পিউটার ক্রয় ঋণের কিস্তির টাকা ব্যাংকে জমা না দিয়ে ভুয়া স্লিপ দেখিয়ে তাঁরা এ অর্থ আত্মসাৎ করেছেন।
৩৬ মিনিট আগেপটুয়াখালীতে এক সাংবাদিককে ‘দেখে নেওয়ার’ হুমকি দিয়েছেন জেলা মহিলা দলের সভানেত্রী ও শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আফরোজা সীমা। হুমকির ওই ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
১ ঘণ্টা আগেরোববার গভীর রাতে সেনাবাহিনীর ক্যাপ্টেন মো. রাহাত খানের নেতৃত্বে পালেরহাট এলাকায় ফরিদ উদ্দিনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি একনলা বন্দুক ও নগদ এক লাখ পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে ফরিদের দেওয়া তথ্যে সহযোগী নাঈমের বাড়ির পাশের পুকুর থেকে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা...
২ ঘণ্টা আগে