নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক দুই সংসদ সদস্য (এমপি) আবুল কালাম আজাদ, এনামুল হকসহ ৭৩ জনের নামে মামলা হয়েছে। এতে অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মুনছুর রহমান (৪৩) নামের এক ব্যক্তি বাদী হয়ে এ মামলা করেন। তাঁর বাড়ি বাগমারা উপজেলার রামরামা গ্রামে।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম মামলা হওয়ার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দুই এমপিসহ ৭৩ জনের নামে এবং অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে মামলা হয়েছে।’
এজাহারের বরাত দিয়ে ওসি তৌহিদুল জানান, গত ৫ আগস্ট ছাত্র-জনতার মিছিলে যোগ দিতে মামলার বাদী মুনছুর রহমান মোটরসাইকেলে করে উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। ভবানীগঞ্জ কারিগরি স্কুল অ্যান্ড কলেজের সামনে আসামিরা তাঁর গতি রোধ করেন। এরপর তাঁর ডান পায়ের হাঁটুর ওপরে গুলি করা হয়। গুলিটি মাংস ভেদ করে পায়ের অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়। এ সময় আরেকটি গুলি করা হয় মুনছুর রহমানের বাঁ পায়ের হাঁটুর নিচে।
এ ছাড়া লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র দিয়ে মুনছুর রহমানকে এলোপাতাড়ি আঘাত করা হয়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ১০ আগস্ট তিনি হাসপাতাল থেকে বাসায় ফেরেন। চিকিৎসা শেষে অনেকটা সুস্থ হয়ে তিনি এই মামলা করলেন।
ওসি জানান, মামলা দায়েরের পর এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিরা পলাতক। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক দুই সংসদ সদস্য (এমপি) আবুল কালাম আজাদ, এনামুল হকসহ ৭৩ জনের নামে মামলা হয়েছে। এতে অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মুনছুর রহমান (৪৩) নামের এক ব্যক্তি বাদী হয়ে এ মামলা করেন। তাঁর বাড়ি বাগমারা উপজেলার রামরামা গ্রামে।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম মামলা হওয়ার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দুই এমপিসহ ৭৩ জনের নামে এবং অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে মামলা হয়েছে।’
এজাহারের বরাত দিয়ে ওসি তৌহিদুল জানান, গত ৫ আগস্ট ছাত্র-জনতার মিছিলে যোগ দিতে মামলার বাদী মুনছুর রহমান মোটরসাইকেলে করে উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। ভবানীগঞ্জ কারিগরি স্কুল অ্যান্ড কলেজের সামনে আসামিরা তাঁর গতি রোধ করেন। এরপর তাঁর ডান পায়ের হাঁটুর ওপরে গুলি করা হয়। গুলিটি মাংস ভেদ করে পায়ের অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়। এ সময় আরেকটি গুলি করা হয় মুনছুর রহমানের বাঁ পায়ের হাঁটুর নিচে।
এ ছাড়া লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র দিয়ে মুনছুর রহমানকে এলোপাতাড়ি আঘাত করা হয়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ১০ আগস্ট তিনি হাসপাতাল থেকে বাসায় ফেরেন। চিকিৎসা শেষে অনেকটা সুস্থ হয়ে তিনি এই মামলা করলেন।
ওসি জানান, মামলা দায়েরের পর এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিরা পলাতক। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারের তমব্রু রাইট ক্যাম্প এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘুমধুমের তমব্রু সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক পাহারায় রয়েছে।
৪ মিনিট আগেরংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক দপ্তরির বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ওই দপ্তরির শাস্তি না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে অভিভাবকেরা হুমকি দিয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক অভিভাবক গত বৃহস্পতিবার ইউএন
৭ মিনিট আগেরাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেট কার থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে। তাঁদের দুজনের বাড়ি একই এলাকায়।
১৬ মিনিট আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সকালে ঢাকার কেরানীগঞ্জে র্যাব-১০ সদর দপ্তর, কেন্দ্রীয় কারাগার ও তেঘরিয়া উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপদেষ্টা এই তথ্য জানান।
২৬ মিনিট আগে