Ajker Patrika

কামারখন্দে কাল চতুর্থ ধাপে ইউপি নির্বাচন, ৪৩ কেন্দ্র ঝুঁকিপূর্ণ 

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৫ জুন ২০২৪, ০৯: ৩৯
কামারখন্দে কাল চতুর্থ ধাপে ইউপি নির্বাচন, ৪৩ কেন্দ্র ঝুঁকিপূর্ণ 

সিরাজগঞ্জের কামারখন্দে চতুর্থ ধাপে ঝাঐল, ভদ্রঘাট, জামতৈল, রায়দৌলতপুর ইউনিয়নের ইউপি নির্বাচন আগামীকাল ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। চারটি ইউনিয়নের ৫৫টি কেন্দ্রের মধ্যে ৪৩টি ঝুঁকিপূর্ণ রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। 

কামারখন্দ উপজেলা সূত্রে জানা গেছে, উপজেলার চারটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৬ জন, সংরক্ষিত মহিলা ও সাধারণ সদস্য পদে ২৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ঝাঐল ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন আলতাফ হোসেন ঠান্ডু। 

কামারখন্দ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ১০ হাজার ৯২৯ জন। তাঁদের মধ্যে নারী ভোটার ৫৪ হাজার ৩৪২ জন ও পুরুষ ভোটার সংখ্যা ৫৬ হাজার ৫৮২ জন। 

কামারখন্দ থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, উপজেলায় মোট ভোট কেন্দ্র ৫৫ টি। এর মধ্যে ৪৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ তালিকায় রয়েছে। সেগুলোর মধ্যে ঝাঐয়ের ১১টি, ভদ্রঘাটের ৯ টি, জামতৈলের ১৪টি ও রায়দৌলতপুরের ৯টি কেন্দ্র রয়েছে। 

কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জামকামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, উপজেলাতে আইনশৃঙ্খলার অবস্থা ভালো রয়েছে। আশা করছি নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে শেষ হবে। 

কামারখন্দ উপজেলা নির্বাচন কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত