বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
আন্তর্জাতিক প্রবীণ দিবস কী, জানেন না নাটোরের বাগাতিপাড়ার আনূরা বেগম (৬৪)। জানারও কোনো আগ্রহ নেই তাঁর। কীভাবে দুবেলা খাবার জুটবে সেই চিন্তায় দিন পার হয় তাঁর। কোনো দিবস তো সীমাহীন কষ্ট লাঘবে কোনো কাজে আসবে না তাঁর! তিনি উপজেলার জামনগর ইউনিয়নের দেবনগর গ্রামের মৃত ময়েন উদ্দিনের মেয়ে।
স্থানীয়রা জানান, বাবার মৃত্যুর পর ৩৭ বছর ধরে একা আনূরা বেগম। রক্তের সম্পর্কের কেউ বেঁচে নেই। কর্মক্ষমতাহীন এই বৃদ্ধার দিন চলে অর্ধাহারে অনাহারে। লোকলজ্জার ভয়ে ভিক্ষাও করেন না। এখন জীবনযুদ্ধে আর পেরে উঠছেন না।
সম্প্রতি আনূরা বেগমের সঙ্গে কথা বলে জানা যায়, ১৫ বছর বয়সে পার্শ্ববর্তী গ্রাম রহিমানপুর টিকর পাড়ায় বিয়ে দিয়েছিলেন বাবা-মা। বিয়ের এক মাসের মাথায় স্বামীর পরিবারের অমানবিক নির্যাতন সহ্য করতে না পেরে সংসার ছেড়ে আসেন আনূরা বেগম। ক্ষোভে অভিমানে আর দ্বিতীয় বিয়ে করেননি। ৪৯ বছর পেরিয়ে গেছে। মায়ের চিরবিদায়ের পর বাবাও মারা যান ৩৭ বছর আগে। একে একে পৃথিবী ছেড়ে গেছেন রক্ত সম্পর্কের সবাই। পৈতৃক সূত্রে পাওয়া দুই শতাংশ বসতভিটা ছাড়া আর কিছুই নেই তাঁর। আজ পর্যন্ত কোনো ভাতাও জোটেনি তাঁর কপালে। ছোট্ট ঝুঁপড়ি ঘরের বাড়িতে নেই কোনো খাওয়ার পানির ব্যবস্থা, নেই টয়লেট সুবিধা। অনিয়মিত অপুষ্টিকর খাবার, কঠোর পরিশ্রমে দুর্বল শরীরে এখন বাসা বেঁধেছে নানা ধরনের ব্যাধি।
আনূর বেগম বলেন, প্রতিবেশীদের দয়ায় মাঝেমধ্যে খাবার জোটে তাঁর। এ ছাড়া অন্যের জমিতে ফসল কাটার পর পড়ে থাকা শস্য এবং ইঁদুরের গর্ত থেকে ধান বা গমের শীষ কুড়িয়ে বাকিটুকু কোনোরকম চালিয়ে নেন। অন্যের মুগ কলাই ও মটর কাটা মাড়াই করে যে সামান্য টাকা পান তা দিয়ে তেল, লবণ কেনেন।
প্রতিবেশী রবিউল ইসলাম বলেন, এই দুনিয়ায় আনূর বেগমের আপন বলতে আর কেউ নেই। তাঁর জন্য সরকারি সহায়তা খুব জরুরি।
আনূরা বেগমের কথা বললে জামনগর ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বলেন, তিনি কখনও এ বিষয়ে আবেদন করেননি। সামনের বরাদ্দেই তাঁকে সরকারি ভাতার আওতায় আনা হবে বলে আশ্বাস দেন চেয়ারম্যান।
আন্তর্জাতিক প্রবীণ দিবস কী, জানেন না নাটোরের বাগাতিপাড়ার আনূরা বেগম (৬৪)। জানারও কোনো আগ্রহ নেই তাঁর। কীভাবে দুবেলা খাবার জুটবে সেই চিন্তায় দিন পার হয় তাঁর। কোনো দিবস তো সীমাহীন কষ্ট লাঘবে কোনো কাজে আসবে না তাঁর! তিনি উপজেলার জামনগর ইউনিয়নের দেবনগর গ্রামের মৃত ময়েন উদ্দিনের মেয়ে।
স্থানীয়রা জানান, বাবার মৃত্যুর পর ৩৭ বছর ধরে একা আনূরা বেগম। রক্তের সম্পর্কের কেউ বেঁচে নেই। কর্মক্ষমতাহীন এই বৃদ্ধার দিন চলে অর্ধাহারে অনাহারে। লোকলজ্জার ভয়ে ভিক্ষাও করেন না। এখন জীবনযুদ্ধে আর পেরে উঠছেন না।
সম্প্রতি আনূরা বেগমের সঙ্গে কথা বলে জানা যায়, ১৫ বছর বয়সে পার্শ্ববর্তী গ্রাম রহিমানপুর টিকর পাড়ায় বিয়ে দিয়েছিলেন বাবা-মা। বিয়ের এক মাসের মাথায় স্বামীর পরিবারের অমানবিক নির্যাতন সহ্য করতে না পেরে সংসার ছেড়ে আসেন আনূরা বেগম। ক্ষোভে অভিমানে আর দ্বিতীয় বিয়ে করেননি। ৪৯ বছর পেরিয়ে গেছে। মায়ের চিরবিদায়ের পর বাবাও মারা যান ৩৭ বছর আগে। একে একে পৃথিবী ছেড়ে গেছেন রক্ত সম্পর্কের সবাই। পৈতৃক সূত্রে পাওয়া দুই শতাংশ বসতভিটা ছাড়া আর কিছুই নেই তাঁর। আজ পর্যন্ত কোনো ভাতাও জোটেনি তাঁর কপালে। ছোট্ট ঝুঁপড়ি ঘরের বাড়িতে নেই কোনো খাওয়ার পানির ব্যবস্থা, নেই টয়লেট সুবিধা। অনিয়মিত অপুষ্টিকর খাবার, কঠোর পরিশ্রমে দুর্বল শরীরে এখন বাসা বেঁধেছে নানা ধরনের ব্যাধি।
আনূর বেগম বলেন, প্রতিবেশীদের দয়ায় মাঝেমধ্যে খাবার জোটে তাঁর। এ ছাড়া অন্যের জমিতে ফসল কাটার পর পড়ে থাকা শস্য এবং ইঁদুরের গর্ত থেকে ধান বা গমের শীষ কুড়িয়ে বাকিটুকু কোনোরকম চালিয়ে নেন। অন্যের মুগ কলাই ও মটর কাটা মাড়াই করে যে সামান্য টাকা পান তা দিয়ে তেল, লবণ কেনেন।
প্রতিবেশী রবিউল ইসলাম বলেন, এই দুনিয়ায় আনূর বেগমের আপন বলতে আর কেউ নেই। তাঁর জন্য সরকারি সহায়তা খুব জরুরি।
আনূরা বেগমের কথা বললে জামনগর ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বলেন, তিনি কখনও এ বিষয়ে আবেদন করেননি। সামনের বরাদ্দেই তাঁকে সরকারি ভাতার আওতায় আনা হবে বলে আশ্বাস দেন চেয়ারম্যান।
গাজীপুরের টঙ্গীতে পোশাকশ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ৭৫ জনকে ছাঁটাই ও মামলা করেছে কারখানা কর্তৃপক্ষ। এ মামলায় পুলিশ আজ বুধবার সাত শ্রমিককে গ্রেপ্তার করেছে। যমুনা অ্যাপারেলস লিমিটেড নামের কারখানাটির মানবসম্পদ বিভাগের কর্মকর্তা সোলায়মান কবির বাদী হয়ে গতকাল মঙ্গলবার রাতে টঙ্গী পূর্ব থানায় মাম
৩ মিনিট আগেমাগুরায় শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় ৪র্থ দিনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আজ বুধবার সকাল ১০ টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে সাক্ষ্য গ্রহণ হয়। সাক্ষ্য দিয়েছেন মাগুরা ও ফরিদপুর মেডিকেলের তিন জন চিকিৎসক। যারা শিশুটির চিকিৎসা করেছিলেন।
২৩ মিনিট আগেখুলনা মহানগরীর দৌলতপুর রেলস্টেশন সংলগ্ন এলাকায় ট্রেনের ধাক্কায় মো. হেলাল (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেরাজশাহীতে রেললাইনের পাশে এক শ্রমিকের লাশ পাওয়া গেছে। তাঁর নাম হাবিবুর রহমান (৫০)। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চর বারোরশিয়া গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। পুলিশের ধারণা, চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হয়েছে ধান কাটা শ্রমিক হাবিবুরের।
১ ঘণ্টা আগে