Ajker Patrika

নির্বাচনী সভায় খিচুড়ি বিতরণে দণ্ড, ৫০০ প্যাকেট গেল মাদ্রাসায়

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
নির্বাচনী সভায় খিচুড়ি বিতরণে দণ্ড, ৫০০ প্যাকেট গেল মাদ্রাসায়

টাঙ্গাইলের মির্জাপুরে চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচন আগামী ৫ জুন। এ উপলক্ষে এক চেয়ারম্যান প্রার্থীর পক্ষে তাঁর কর্মীরা খিচুড়ি রান্না করে নির্বাচনী সভার আয়োজন করেন। সেখানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে জরিমানার পাশাপাশি রান্না করা ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ করে মাদ্রাসার ছাত্রদের মধ্যে বিতরণ করা হয়। 

গতকাল শনিবার রাতে উপজেলার মহেড়া ইউনিয়ন পরিষদের সামনে আয়োজিত সভায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার রাতে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জেলা বিএনপির সাবেক সদস্য ফিরোজ হায়দার খানের পক্ষে ইউনিয়ন পরিষদের সামনে নির্বাচনী সমাবেশের আয়োজন করা হয়। খবর পেয়ে ওই স্থানে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। 

প্রতীক বরাদ্দের আগে নির্বাচনী সভার আয়োজন করায় জরিমানা নেওয়া হয়। ছবি: সংগৃহীতএ সময় নির্বাচনী সমাবেশের সভাপতি উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক তোজাম্মেল হোসেন প্রিন্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সভার কর্মী সমর্থকদের জন্য রান্না করা ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ করা হয়। পরে জব্দকৃত খিচুড়ির প্যাকেট উপজেলার জামুর্কী কাচারিবাড়ি মাদ্রাসা, কদিমধল্যা এবং দেওহাটা মাদ্রাসার ছাত্রদের মধ্যে বিতরণ করা হয়। 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান বলেন, প্রতীক বরাদ্দের আগে আনুষ্ঠানিকভাবে সভা সমাবেশ করা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন। এছাড়া আচরণ বিধি অনুযায়ী নির্বাচনী ক্যাম্পে খাবার পরিবেশন করা যাবে না। আচরণবিধি লঙ্ঘনের অপরাধে ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ করে তিনটি মাদ্রাসার ছাত্রদের মধ্যে বিতরণ করা হয়েছে। এ ছাড়া সভার সভাপতিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

উল্লেখ্য, আগামী ৫ জুন চতুর্থ ধাপে মির্জাপুর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন আজ ১৯ মে। প্রতীক বরাদ্দ ২০ মে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত