আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। আজ শনিবার ভোরে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর রেলস্টেশনে ট্রেনটির একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এর ফলে জয়পুরহাটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা।
সরেজমিনে দেখা যায়, আক্কেলপুর রেলস্টেশনের ১ নম্বর লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছে ঢাকাগামী ট্রেন। লাইন সচল হতে দেরি হওয়ায় অনেক যাত্রী ট্রেন থেকে নেমে বাসযোগে গন্তব্যে রওনা হচ্ছে।
জয়পুরহাট সদর উপজেলার বাসিন্দা আব্দুল হামিদ চাকরি করেন ঢাকায়। আজ শনিবার সকালে তাঁর কর্মস্থলে যোগদানের কথা ছিল। কিন্তু জয়পুরহাটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় তিনি দীর্ঘক্ষণ ধরে স্টেশনে অপেক্ষা করছেন।
সৈয়দপুর উপজেলার বাসিন্দা আশরাফুল ইসলাম বলেন, ‘এমনিতেই ট্রেনে যাত্রী দাঁড়িয়ে থাকার মতো অবস্থা নেই। তার পরও কষ্ট করে ছাঁদে উঠেছিলাম। সামনের স্টেশনে একটি ট্রেন লাইনচ্যুত হওয়ায় এখন আক্কেলপুর রেলস্টেশনে আটকে আছি। রোদ ও গরমে ট্রেনের ছাঁদে অপেক্ষা করা কঠিন হয়ে পড়ছে।’
আক্কেলপুর স্টেশন মাস্টার খাদিজা আকতার বলেন, ‘পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলস্টেশন থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস (৬০৭) ট্রেনটি আজ শনিবার ভোর ৪টা ৪৮ মিনিটে আক্কেলপুর রেলস্টেশন থেকে ছেড়ে যায়। ট্রেনটি ছেড়ে যাওয়ার ১০ মিনিট পর আক্কেলপুর উপজেলার তিলকপুর রেলস্টেশনে একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। ট্রেনটি তিলকপুর রেলস্টেশনে আটকে রয়েছে।’
আজ শনিবার সকাল ১০টায় আজকের পত্রিকাকে খাদিজা আকতার জানান, ঘটনাস্থলে রিলিফ ট্রেন পৌঁছেছে। দেড় ঘণ্টার মধ্যে চলাচল স্বাভাবিক হবে।
পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। আজ শনিবার ভোরে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর রেলস্টেশনে ট্রেনটির একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এর ফলে জয়পুরহাটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা।
সরেজমিনে দেখা যায়, আক্কেলপুর রেলস্টেশনের ১ নম্বর লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছে ঢাকাগামী ট্রেন। লাইন সচল হতে দেরি হওয়ায় অনেক যাত্রী ট্রেন থেকে নেমে বাসযোগে গন্তব্যে রওনা হচ্ছে।
জয়পুরহাট সদর উপজেলার বাসিন্দা আব্দুল হামিদ চাকরি করেন ঢাকায়। আজ শনিবার সকালে তাঁর কর্মস্থলে যোগদানের কথা ছিল। কিন্তু জয়পুরহাটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় তিনি দীর্ঘক্ষণ ধরে স্টেশনে অপেক্ষা করছেন।
সৈয়দপুর উপজেলার বাসিন্দা আশরাফুল ইসলাম বলেন, ‘এমনিতেই ট্রেনে যাত্রী দাঁড়িয়ে থাকার মতো অবস্থা নেই। তার পরও কষ্ট করে ছাঁদে উঠেছিলাম। সামনের স্টেশনে একটি ট্রেন লাইনচ্যুত হওয়ায় এখন আক্কেলপুর রেলস্টেশনে আটকে আছি। রোদ ও গরমে ট্রেনের ছাঁদে অপেক্ষা করা কঠিন হয়ে পড়ছে।’
আক্কেলপুর স্টেশন মাস্টার খাদিজা আকতার বলেন, ‘পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলস্টেশন থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস (৬০৭) ট্রেনটি আজ শনিবার ভোর ৪টা ৪৮ মিনিটে আক্কেলপুর রেলস্টেশন থেকে ছেড়ে যায়। ট্রেনটি ছেড়ে যাওয়ার ১০ মিনিট পর আক্কেলপুর উপজেলার তিলকপুর রেলস্টেশনে একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। ট্রেনটি তিলকপুর রেলস্টেশনে আটকে রয়েছে।’
আজ শনিবার সকাল ১০টায় আজকের পত্রিকাকে খাদিজা আকতার জানান, ঘটনাস্থলে রিলিফ ট্রেন পৌঁছেছে। দেড় ঘণ্টার মধ্যে চলাচল স্বাভাবিক হবে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, ‘একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন করতে নির্বাচন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। এবার আর দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই।’ আজ সোমবার ময়মনসিংহ অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় সিইসি এসব কথা বলেন।
২৬ মিনিট আগেফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাতের আঁধারে টর্চ জ্বালিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় কুদ্দুস মোল্লা (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। উভয় পক্ষের কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন।
১ ঘণ্টা আগেচট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এস এম আলাউদ্দিন শুনানি শেষে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
১ ঘণ্টা আগেগাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৫৪ জনকে আটক করেছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে। আজ সোমবার সকালে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ..
১ ঘণ্টা আগে