Ajker Patrika

গোসলে নেমে গাংনাই নদীতে নিখোঁজ কলেজছাত্রের লাশ উদ্ধার

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ১৬: ৫২
গোসলে নেমে গাংনাই নদীতে নিখোঁজ কলেজছাত্রের লাশ উদ্ধার

গাংনাই নদীতে গোসলে নেমে বগুড়ার শিবগঞ্জে নিখোঁজ কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার উপজেলার কিচক ইউনিয়নের পানিতলা ব্রিজ এলাকার থেকে লাশটি উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন ওই কলেজছাত্র। 

নিখোঁজ ছাত্র শিহাব উদ্দিন বাবু (২১) গাইবান্ধার গোবিন্দগঞ্জের আজাহার ইউনিয়নের শিহিপুর গ্রামের খাজা মিয়ার ছেলে ও শহরগছি আদর্শ ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী। 

নিখোঁজ ছাত্রের চাচাতো বোন মরিয়ম আক্তার রুবি জানান, গতকাল বেলা ২টার দিকে বন্ধুদের সঙ্গে পানিতলা ঘাট ব্রিজ এলাকার গাংনাই নদীতে গোসল করতে যায় শিহাব। এ সময় ব্রিজ থেকে নদীতে লাফ দিয়ে সাঁতার কাটে সে। একপর্যায়ে নদীর পানির গভীরে গেলে বন্ধুরা তার কোনো সন্ধান করতে পারেনি। পরে, রংপুর থেকে ডুবুরি দল এসে কয়েক দফা অভিযান চালিয়ে আজ বেলা সাড়ে ১১টায় লাশ উদ্ধার করে। 

রংপুর থেকে আসা ডুবুরি দলের অধিনায়ক কামরুজ্জামান সেলিম জানান, গতকাল বিকেল থেকে আজ বেলা ১১টা পর্যন্ত কয়েক দফা উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। এ সময় পানির ২৫-৩০ ফুট নিচ থেকে নিখোঁজ কলেজছাত্রের লাশটি উদ্ধার করা হয়। 

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ আজকের পত্রিকাকে বলেন, কলেজছাত্র গোবিন্দগঞ্জ থানা এলাকা থেকে নিখোঁজ হয়। লাশ উদ্ধার হয়েছে শিবগঞ্জ এলাকা থেকে। উদ্ধারের পর গোবিন্দগঞ্জ প্রশাসনের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত