Ajker Patrika

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় আতিকুর রহমান নামে একজন ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। আজ শনিবার বিকেলে জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের এলজিইডি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি জয়পুরহাট সদর উপজেলার বুম্বু ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন। 

স্থায়ীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ২টার দিকে জয়পুরহাট সদর উপজেলার বানিয়া পাড়া গ্রামের মাজেদ নামে এক ব্যক্তি বটতলী ব্রিজের ওপর মাইক্রোবাসের সঙ্গে ধাক্কায় আহত হন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দিয়ে পরে মোটরসাইকেল যোগে আতিকুর ও আমিনুর হাসপাতালে খোঁজ খবর নিতে যাচ্ছিলেন। পথে জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের এলজিইডি মোড় এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশার সঙ্গে দুর্ঘটনায় ঘটনাস্থলেই আতিকুর মারা যান।

এ সময় তাঁর সঙ্গে থাকা ব্যবসায়ী আমিনুর রহমান গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হলে, কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। 

দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন জয়পুরহাট সদর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) অরূপ কুমার। তিনি বলেন, ‘আমরা ঘটনাস্থলে পৌঁছার আগেই লাশ নিয়ে যাওয়া হয়েছে। তবে ঘটনায় কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত