Ajker Patrika

সিরাজগঞ্জ বালুবাহী ট্রাক ও সিএনজির সংঘর্ষে মাছ ব্যবসায়ী নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ বালুবাহী ট্রাক ও সিএনজির সংঘর্ষে মাছ ব্যবসায়ী নিহত

সিরাজগঞ্জে বালুবাহী ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে উজ্জ্বল (২৮) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুজন। আজ বুধবার রাত সোয়া ৭টার দিকে সিরাজগঞ্জ-কাজীপুর আঞ্চলিক সড়কের সদর উপজেলার গজারিয়া ইটভাটার সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত উজ্জ্বল কাজীপুর উপজেলার শুভগাছা ইউনিয়নের তারাকান্দি গ্রামের নরেশের ছেলে। আহতদের সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের পরিচয় পাওয়া যায়নি।

শুভগাছা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য (মেম্বর) বিমল কুমার বলেন, নিহত উজ্জ্বল আমার চাচাতো বোন জামাই। সে পেশায় মাছ ব্যবসায়ী। সন্ধ্যায় ছোনগাছা হাটে মাছ বিক্রি করে অন্য যাত্রীদের সঙ্গে সিএনজিযোগে বাড়ি ফিরছিলেন উজ্জ্বল। তারা গজারিয়া ইটভাটা এলাকায় পৌঁছালে বালুবাহী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে সিএনজির তিন যাত্রী আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠালে জরুরি বিভাগের চিকিৎসক উজ্জ্বলকে মৃত ঘোষণা করে।

সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) সমর চন্দ্র বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। কিন্তু হতাহত কাউকে পাওয়া যায়নি। উজ্জ্বল নামে এক মাছ ব্যবসায়ী সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। তার মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত