Ajker Patrika

বিআরটিএ অফিসে কখনো দালাল কমবে না: চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
বিআরটিএ অফিসে কখনো দালাল কমবে না: চেয়ারম্যান

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) অফিসে কখনো দালাল কমবে না বলে মন্তব্য করেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার। আজ শুক্রবার রাজশাহী সার্কিট হাউসে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কার্যক্রম ও তথ্য অধিকার নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সেবাগ্রহীতাদের দায়ী করে নুর মোহাম্মদ মজুমদার বলেন, মানুষ নিজে কাজ করতে চায় না। দালাল ধরেন। তাই সেখানে দালাল থাকবেই।

বিআরটিএ চেয়ারম্যান বলেন, দালাল আমরা নিজেরাই তৈরি করছি। এর জন্য উচ্চপর্যায় ও নিম্নশ্রেণির মানুষেরা দায়ী। উচ্চ পর্যায়ের লোকদের সময় নেই। সে জন্য দালালকে টাকা দিয়ে কাজ করে নেয়। আর নিম্ন পর্যায়ের লোকজন নিয়মকানুন বোঝে না। অনেকে লেখাপড়া জানে না। সে জন্য দালাল ধরে। এ রকম পরিস্থিতি হলে দালাল থাকবেই।’

সভায় সভাপতিত্ব করেন সড়ক ও জনপদ বিভাগের (সওজ) রাজশাহী অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামান। সভা সঞ্চালনা করেন যুগ্ম সচিব মোস্তাইন বিল্লাহ। এতে রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদ, সওজের প্রধান প্রকৌশলী মো. ইসহাক প্রমুখ বক্তব্য রাখেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত