বগুড়া প্রতিনিধি
বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের এক ইন্টার্ন চিকিৎসক ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। বাগ্বিতণ্ডার জেরে এক ঝালমুড়ি বিক্রেতা তাঁর পেটে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ উঠেছে। আজ বুধবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সামনের লিংক রোডে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় একজনকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ। এদিকে ঘটনার পরপরই বিক্ষোভ শুরু করেছেন মেডিকেলের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকেরা। আহত ইন্টার্ন চিকিৎসক ফাহিম রহমান (২৬) মেডিকেলের সার্জারি বিভাগে চিকিৎসাধীন আছেন। ফাহিম মেডিকেলের ২৫ তম ব্যাচের চিকিৎসক। তিনি ঢাকার সবুজবাগ এলাকার নুর মোহাম্মদের ছেলে।
ফাহিমকে ছুরিকাঘাত করে ঝালমুড়ি বিক্রেতা ফরিদ বেপারীর (৫৫) ছেলে শাকিল বেপারি (২৫)। এ ঘটনার পর শাকিল পালিয়ে গেলেও তাঁর বাবা ফরিদকে আটক করে সদর থানায় নিয়ে গেছে পুলিশ।
মেডিকেল ফাঁড়ির পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় শজিমেক হাসপাতালের সামনের লিংক রোডে ফুটপাতে ঝালমুড়ি বিক্রি করছিলেন ফরিদ বেপারী এবং তাঁর ছেলে শাকিল। তাদের কাছ থেকে ঝালমুড়ি কিনে খাচ্ছিলেন ফাহিম। ঝালমুড়ি খেতে ভালো না লাগায় তিনি ঝালমুড়ির প্যাকেট দিয়ে বিক্রেতা ফরিদের মাথায় আঘাত করেন। এ সময় ফরিদের পাশে থাকা তাঁর ছেলে শাকিল ক্ষিপ্ত হয়ে পেঁয়াজ কাটা ছুরি দিয়ে ফাহিমের পেটে আঘাত করে পালিয়ে যান।
পরে ফাহিমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে তাঁর বন্ধুরা। খবর পেয়ে পুলিশ গিয়ে ফরিদ বেপারীকে আটক করে।
এদিকে ঘটনার পর থেকেই বিক্ষোভ শুরু করেছে মেডিকেল শিক্ষার্থীরা। তারা ঘটনার বিচারের দাবির পাশাপাশি ফুটপাত থেকে ব্যবসায়ীদের উচ্ছেদের দাবি জানিয়েছেন।
শজিমেক শিক্ষার্থী ওয়াসিম বলেন, ‘বহিরাগত একজন মানুষ তুচ্ছ কারণে ছুরিকাঘাত করেছে। আমাদের জীবনের নিরাপত্তা কোথায়? ফুটপাতের এসব বিক্রেতারা ক্যাম্পাসের ভেতরে এসেও ব্যবসা করে। বেসরকারি অ্যাম্বুলেন্সেও কিছু বহিরাগত থাকে। কলেজ এলাকা এবং ফুটপাত থেকে সব বহিরাগতকে উচ্ছেদ করতে হবে। দ্রুত অভিযুক্ত শাকিলকে গ্রেপ্তার করতে হবে।’
মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই সারিউল ইসলাম বলেন, ‘ঘটনার পরপরই ঝালমুড়ি বিক্রেতা ফরিদ বেপারীকে আটক করে থানায় পাঠানো হয়েছে। শাকিলকে ধরতে অভিযান চলছে। মেডিকেল এরিয়ায় পুলিশ মোতায়েন আছে।’
বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের এক ইন্টার্ন চিকিৎসক ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। বাগ্বিতণ্ডার জেরে এক ঝালমুড়ি বিক্রেতা তাঁর পেটে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ উঠেছে। আজ বুধবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সামনের লিংক রোডে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় একজনকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ। এদিকে ঘটনার পরপরই বিক্ষোভ শুরু করেছেন মেডিকেলের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকেরা। আহত ইন্টার্ন চিকিৎসক ফাহিম রহমান (২৬) মেডিকেলের সার্জারি বিভাগে চিকিৎসাধীন আছেন। ফাহিম মেডিকেলের ২৫ তম ব্যাচের চিকিৎসক। তিনি ঢাকার সবুজবাগ এলাকার নুর মোহাম্মদের ছেলে।
ফাহিমকে ছুরিকাঘাত করে ঝালমুড়ি বিক্রেতা ফরিদ বেপারীর (৫৫) ছেলে শাকিল বেপারি (২৫)। এ ঘটনার পর শাকিল পালিয়ে গেলেও তাঁর বাবা ফরিদকে আটক করে সদর থানায় নিয়ে গেছে পুলিশ।
মেডিকেল ফাঁড়ির পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় শজিমেক হাসপাতালের সামনের লিংক রোডে ফুটপাতে ঝালমুড়ি বিক্রি করছিলেন ফরিদ বেপারী এবং তাঁর ছেলে শাকিল। তাদের কাছ থেকে ঝালমুড়ি কিনে খাচ্ছিলেন ফাহিম। ঝালমুড়ি খেতে ভালো না লাগায় তিনি ঝালমুড়ির প্যাকেট দিয়ে বিক্রেতা ফরিদের মাথায় আঘাত করেন। এ সময় ফরিদের পাশে থাকা তাঁর ছেলে শাকিল ক্ষিপ্ত হয়ে পেঁয়াজ কাটা ছুরি দিয়ে ফাহিমের পেটে আঘাত করে পালিয়ে যান।
পরে ফাহিমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে তাঁর বন্ধুরা। খবর পেয়ে পুলিশ গিয়ে ফরিদ বেপারীকে আটক করে।
এদিকে ঘটনার পর থেকেই বিক্ষোভ শুরু করেছে মেডিকেল শিক্ষার্থীরা। তারা ঘটনার বিচারের দাবির পাশাপাশি ফুটপাত থেকে ব্যবসায়ীদের উচ্ছেদের দাবি জানিয়েছেন।
শজিমেক শিক্ষার্থী ওয়াসিম বলেন, ‘বহিরাগত একজন মানুষ তুচ্ছ কারণে ছুরিকাঘাত করেছে। আমাদের জীবনের নিরাপত্তা কোথায়? ফুটপাতের এসব বিক্রেতারা ক্যাম্পাসের ভেতরে এসেও ব্যবসা করে। বেসরকারি অ্যাম্বুলেন্সেও কিছু বহিরাগত থাকে। কলেজ এলাকা এবং ফুটপাত থেকে সব বহিরাগতকে উচ্ছেদ করতে হবে। দ্রুত অভিযুক্ত শাকিলকে গ্রেপ্তার করতে হবে।’
মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই সারিউল ইসলাম বলেন, ‘ঘটনার পরপরই ঝালমুড়ি বিক্রেতা ফরিদ বেপারীকে আটক করে থানায় পাঠানো হয়েছে। শাকিলকে ধরতে অভিযান চলছে। মেডিকেল এরিয়ায় পুলিশ মোতায়েন আছে।’
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
১ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
২ ঘণ্টা আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
৫ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
৫ ঘণ্টা আগে