বগুড়া প্রতিনিধি
ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার ১৫ দিন পর বগুড়ার দুই বিএনপি নেতার সন্ধান মিলেছে। তাঁদের একজন নিজেই বাড়িতে ফিরেছেন। আর অপরজন পরিবারের কাছে ফোনে জানিয়েছেন নিরাপদে আছেন। শিগগিরই বাড়ি ফিরবেন। এই দুই বিএনপি নেতা হলেন কাহালু উপজেলা বিএনপির সহদপ্তর সম্পাদক আনোয়ার হোসেন ও উপজেলা বিএনপির ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন।
আজ শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন ওই দুই নেতার পরিবারের সদস্যরা। ১৪ ডিসেম্বর বগুড়ার শেরপুর পল্লী উন্নয়ন একাডেমি থেকে তাঁদের ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়।
আনোয়ারের মা রমেনা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ছেলে বৃহস্পতিবার বাড়ি এসেছে। সে সুস্থ ও ভালো আছে। তবে এত দিন কোথায় ছিল সে ব্যাপারে কিছু বলছে না।’
অপর বিএনপি নেতা দেলোয়ারের স্ত্রী সালমা খাতুন বলেন, ‘বুধবার রাতে আমার স্বামী ফোন করে জানায় খুব শিগগিরই বাড়ি ফিরবে। তবে কোথায় আছে সে ব্যাপারে বিস্তারিত জানায়নি।’
উল্লেখ্য, ২০ ডিসেম্বর দুই বিএনপি নেতার পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করে। ঘটনার পর থেকে বগুড়া জেলা পুলিশ দুই বিএনপি নেতাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ অস্বীকার করে আসছিলেন।
এদিকে ২৬ ডিসেম্বর বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বগুড়ার কাহালু উপজেলার দুই বিএনপি নেতাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে তুলে নেওয়ার পর নিখোঁজ থাকার বিষয় উল্লেখ করেন এবং তাঁদের সন্ধান চেয়ে হাইকোর্টে রিট করেন।
বগুড়ার কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, ‘আমরা জেনেছি একজন বিএনপি নেতা বাড়িতে এসেছেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।’
ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার ১৫ দিন পর বগুড়ার দুই বিএনপি নেতার সন্ধান মিলেছে। তাঁদের একজন নিজেই বাড়িতে ফিরেছেন। আর অপরজন পরিবারের কাছে ফোনে জানিয়েছেন নিরাপদে আছেন। শিগগিরই বাড়ি ফিরবেন। এই দুই বিএনপি নেতা হলেন কাহালু উপজেলা বিএনপির সহদপ্তর সম্পাদক আনোয়ার হোসেন ও উপজেলা বিএনপির ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন।
আজ শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন ওই দুই নেতার পরিবারের সদস্যরা। ১৪ ডিসেম্বর বগুড়ার শেরপুর পল্লী উন্নয়ন একাডেমি থেকে তাঁদের ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়।
আনোয়ারের মা রমেনা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ছেলে বৃহস্পতিবার বাড়ি এসেছে। সে সুস্থ ও ভালো আছে। তবে এত দিন কোথায় ছিল সে ব্যাপারে কিছু বলছে না।’
অপর বিএনপি নেতা দেলোয়ারের স্ত্রী সালমা খাতুন বলেন, ‘বুধবার রাতে আমার স্বামী ফোন করে জানায় খুব শিগগিরই বাড়ি ফিরবে। তবে কোথায় আছে সে ব্যাপারে বিস্তারিত জানায়নি।’
উল্লেখ্য, ২০ ডিসেম্বর দুই বিএনপি নেতার পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করে। ঘটনার পর থেকে বগুড়া জেলা পুলিশ দুই বিএনপি নেতাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ অস্বীকার করে আসছিলেন।
এদিকে ২৬ ডিসেম্বর বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বগুড়ার কাহালু উপজেলার দুই বিএনপি নেতাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে তুলে নেওয়ার পর নিখোঁজ থাকার বিষয় উল্লেখ করেন এবং তাঁদের সন্ধান চেয়ে হাইকোর্টে রিট করেন।
বগুড়ার কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, ‘আমরা জেনেছি একজন বিএনপি নেতা বাড়িতে এসেছেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।’
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে ইয়াছিন (১৬) নামে এক কিশোর নিহত হওয়ার ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
১১ মিনিট আগেযশোরের কৃষ্ণবাটি গ্রামে পূর্ব শত্রুতার জেরে মোহাম্মদ আলী বক্স (২২) নামের এক তরুণের ওপর বোমা হামলা ও ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।
৩১ মিনিট আগেশেরপুরের নালিতাবাড়ী-নাকুগাঁও মহাসড়কে পাথর বোঝাই ডাম্পট্রাকের চাপায় কাজিমদ্দিন ওরফে তারু মিয়া (৪৫) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও পাঁচজন যাত্রী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগেমানিকগঞ্জে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ঢাকার গুলশানের বাড়িতে অভিযান চালিয়ে ছাত্রলীগ-যুবলীগের পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ। আজ রোববার দুপরে তাঁদের আদালতে তোলা হবে।
১ ঘণ্টা আগে