কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনের অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার সকালে স্টেশন চত্বরে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশির বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসিম উদ্দিন।
নাসিম উদ্দিন বলেন, রেলওয়ের প্রতিটি স্টেশন ঢেলে সাজানোর লক্ষ্যে জামতৈল স্টেশনের প্ল্যাটফর্মের ওপর এবং রেললাইনের আশপাশে অবৈধভাবে গড়ে ওঠা ১০টি দোকান উচ্ছেদ করা হয়েছে।
এদিকে দোকানের মালিকদের অভিযোগ, রেলওয়ে কর্তৃপক্ষ লিখিত কোনো নোটিশ না দিয়েই তাঁদের দোকানপাট ভেঙে দিয়েছে। দোকানপাট ভেঙে দেওয়ায় তাঁদের লাখ টাকার ক্ষতি হয়েছে।
স্টেশনের মুদিদোকানি সামিউল ইসলাম বলেন, ‘আমাদের লিখিত নোটিশ ছাড়াই সকালে দোকান ভাঙা হয়েছে। দোকানে থাকা ফ্রিজ, সাউন্ডবক্স, দোকানে থাকা পণ্য ও নগদসহ প্রায় লাখ টাকার ক্ষতি হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ যদি আমাদের লিখিত নোটিশ দিত, তাহলে আমাদের মতো দোকানদারের এই ক্ষতি হতো না।’
সামিউল ইসলাম আরও বলেন, ‘এই দোকান চালিয়েই আমাদের সংসার চলে। এখন এই দোকান ভেঙে দেওয়ায় আমরা পরিবার নিয়ে অনেক চিন্তায় রয়েছি।’
দুই পা হারানো প্রতিবন্ধী হাসান (৪৫) বলেন, ‘এই দোকান চালিয়েই সংসার চলত। নোটিশ দিলে দোকানের মাল সরিয়ে ফেলতাম। এখন দোকানঘরসহ ভেঙে ফেলায় পরিবার নিয়ে অনেক দুশ্চিন্তায় আছি।’
তবে নাম প্রকাশ না করার শর্তে স্টেশনের একটি চায়ের স্টলের মালিক বলেন, গতকাল বুধবার বিকেলে রেলওয়ে কর্তৃপক্ষ মৌখিকভাবে আমাদের দোকানপাট সরিয়ে ফেলতে বলে। এ জন্য রাতেই দোকান সরিয়ে ফেলেছি।
উচ্ছেদ অভিযানের সময় জামতৈল রেলওয়ে স্টেশন মাস্টার প্রভাত কুমার দাসসহ আরএনবির সদস্যরা উপস্থিত ছিলেন।
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনের অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার সকালে স্টেশন চত্বরে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশির বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসিম উদ্দিন।
নাসিম উদ্দিন বলেন, রেলওয়ের প্রতিটি স্টেশন ঢেলে সাজানোর লক্ষ্যে জামতৈল স্টেশনের প্ল্যাটফর্মের ওপর এবং রেললাইনের আশপাশে অবৈধভাবে গড়ে ওঠা ১০টি দোকান উচ্ছেদ করা হয়েছে।
এদিকে দোকানের মালিকদের অভিযোগ, রেলওয়ে কর্তৃপক্ষ লিখিত কোনো নোটিশ না দিয়েই তাঁদের দোকানপাট ভেঙে দিয়েছে। দোকানপাট ভেঙে দেওয়ায় তাঁদের লাখ টাকার ক্ষতি হয়েছে।
স্টেশনের মুদিদোকানি সামিউল ইসলাম বলেন, ‘আমাদের লিখিত নোটিশ ছাড়াই সকালে দোকান ভাঙা হয়েছে। দোকানে থাকা ফ্রিজ, সাউন্ডবক্স, দোকানে থাকা পণ্য ও নগদসহ প্রায় লাখ টাকার ক্ষতি হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ যদি আমাদের লিখিত নোটিশ দিত, তাহলে আমাদের মতো দোকানদারের এই ক্ষতি হতো না।’
সামিউল ইসলাম আরও বলেন, ‘এই দোকান চালিয়েই আমাদের সংসার চলে। এখন এই দোকান ভেঙে দেওয়ায় আমরা পরিবার নিয়ে অনেক চিন্তায় রয়েছি।’
দুই পা হারানো প্রতিবন্ধী হাসান (৪৫) বলেন, ‘এই দোকান চালিয়েই সংসার চলত। নোটিশ দিলে দোকানের মাল সরিয়ে ফেলতাম। এখন দোকানঘরসহ ভেঙে ফেলায় পরিবার নিয়ে অনেক দুশ্চিন্তায় আছি।’
তবে নাম প্রকাশ না করার শর্তে স্টেশনের একটি চায়ের স্টলের মালিক বলেন, গতকাল বুধবার বিকেলে রেলওয়ে কর্তৃপক্ষ মৌখিকভাবে আমাদের দোকানপাট সরিয়ে ফেলতে বলে। এ জন্য রাতেই দোকান সরিয়ে ফেলেছি।
উচ্ছেদ অভিযানের সময় জামতৈল রেলওয়ে স্টেশন মাস্টার প্রভাত কুমার দাসসহ আরএনবির সদস্যরা উপস্থিত ছিলেন।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলীর বিরুদ্ধে ভিত্তিহীন ও মানহানিকর পোস্টার লাগানো ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। রোববার দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে মিছিলটি শুরু হয়। কলেজ ক্যাম্পাস ও মহাসড়ক প্রদক্ষিণ শেষে কলেজের প্রশাসনিক...
১৮ মিনিট আগেপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ঋণ শাখার দুই কর্মকর্তার বিরুদ্ধে ২ কোটি ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, মোটরসাইকেল ও কম্পিউটার ক্রয় ঋণের কিস্তির টাকা ব্যাংকে জমা না দিয়ে ভুয়া স্লিপ দেখিয়ে তাঁরা এ অর্থ আত্মসাৎ করেছেন।
২৮ মিনিট আগেপটুয়াখালীতে এক সাংবাদিককে ‘দেখে নেওয়ার’ হুমকি দিয়েছেন জেলা মহিলা দলের সভানেত্রী ও শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আফরোজা সীমা। হুমকির ওই ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
১ ঘণ্টা আগেরোববার গভীর রাতে সেনাবাহিনীর ক্যাপ্টেন মো. রাহাত খানের নেতৃত্বে পালেরহাট এলাকায় ফরিদ উদ্দিনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি একনলা বন্দুক ও নগদ এক লাখ পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে ফরিদের দেওয়া তথ্যে সহযোগী নাঈমের বাড়ির পাশের পুকুর থেকে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা...
২ ঘণ্টা আগে