Ajker Patrika

কামারখন্দে রেলওয়ে স্টেশনের অবৈধ দোকানপাট উচ্ছেদ

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১৬: ৫০
কামারখন্দে রেলওয়ে স্টেশনের অবৈধ দোকানপাট উচ্ছেদ

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনের অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার সকালে স্টেশন চত্বরে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশির বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসিম উদ্দিন।

নাসিম উদ্দিন বলেন, রেলওয়ের প্রতিটি স্টেশন ঢেলে সাজানোর লক্ষ্যে জামতৈল স্টেশনের প্ল্যাটফর্মের ওপর এবং রেললাইনের আশপাশে অবৈধভাবে গড়ে ওঠা ১০টি দোকান উচ্ছেদ করা হয়েছে।

এদিকে দোকানের মালিকদের অভিযোগ, রেলওয়ে কর্তৃপক্ষ লিখিত কোনো নোটিশ না দিয়েই তাঁদের দোকানপাট ভেঙে দিয়েছে। দোকানপাট ভেঙে দেওয়ায় তাঁদের লাখ টাকার ক্ষতি হয়েছে।

স্টেশনের মুদিদোকানি সামিউল ইসলাম বলেন, ‘আমাদের লিখিত নোটিশ ছাড়াই সকালে দোকান ভাঙা হয়েছে। দোকানে থাকা ফ্রিজ, সাউন্ডবক্স, দোকানে থাকা পণ্য ও নগদসহ প্রায় লাখ টাকার ক্ষতি হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ যদি আমাদের লিখিত নোটিশ দিত, তাহলে আমাদের মতো দোকানদারের এই ক্ষতি হতো না।’

সামিউল ইসলাম আরও বলেন, ‘এই দোকান চালিয়েই আমাদের সংসার চলে। এখন এই দোকান ভেঙে দেওয়ায় আমরা পরিবার নিয়ে অনেক চিন্তায় রয়েছি।’

দুই পা হারানো প্রতিবন্ধী হাসান (৪৫) বলেন, ‘এই দোকান চালিয়েই সংসার চলত। নোটিশ দিলে দোকানের মাল সরিয়ে ফেলতাম। এখন দোকানঘরসহ ভেঙে ফেলায় পরিবার নিয়ে অনেক দুশ্চিন্তায় আছি।’  

তবে নাম প্রকাশ না করার শর্তে স্টেশনের একটি চায়ের স্টলের মালিক বলেন, গতকাল বুধবার বিকেলে রেলওয়ে কর্তৃপক্ষ মৌখিকভাবে আমাদের দোকানপাট সরিয়ে ফেলতে বলে। এ জন্য রাতেই দোকান সরিয়ে ফেলেছি।

উচ্ছেদ অভিযানের সময় জামতৈল রেলওয়ে স্টেশন মাস্টার প্রভাত কুমার দাসসহ আরএনবির সদস্যরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত