রাবি, প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশব্যাপী শিক্ষক নির্যাতন ও হত্যার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে আয়োজিত এক মানববন্ধন থেকে তাঁরা এই দাবি জানান।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক এফ নজরুল ইসলাম। কর্মসূচি শেষে নেতৃবৃন্দ শিক্ষক লাঞ্ছনা এবং হলে সিট বাণিজ্য বন্ধের দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে কলা অনুষদের ডিন অধ্যাপক ফজলুল হক বলেন, ‘জাতিকে শিক্ষিত হিসেবে গড়ে তুলতে কারিগর হিসেবে কাজ করেন শিক্ষকেরা। আজ তাঁদের মাথায় আঘাত করা হচ্ছে। রাষ্ট্রযন্ত্র কোনো না কোনোভাবেই শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করতে চায়। ছাত্র-শিক্ষকের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করতে চায়। তাদের আসল উদ্দেশ্য জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়া। আমরা শিক্ষক নির্যাতন ও হত্যার ঘটনার তীব্র প্রতিবাদ এবং এর সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানাচ্ছি।’
মানববন্ধনে সংগঠনের সাবেক সভাপতি অধ্যাপক হাবিবুর রহমান বলেন, ‘গত কিছুদিন আগে আমাদের আইন বিভাগের শিক্ষক অধ্যাপক আসমা সিদ্দীকাকে লাঞ্ছিত করা হয়েছিল। এর আগে একজন শিক্ষককে হত্যা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের সিট থেকে নামিয়ে দেওয়া হচ্ছে। নির্বাচনের দিনের ভোট আগের রাতে হয়ে যাচ্ছে। এক রাতে চিঠি দিয়ে ১৩৬ জনকে চাকরি দেওয়া হয়েছে। এটা প্রহসন। আর এসব প্রহসনের জন্যই আমাদের সমাজটা পচে গেছে। ফলে ছাত্ররা শিক্ষকের ওপর চড়াও হচ্ছে।’
রাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কুদরত-ই-জাহান বলেন, ‘পুরো দেশে যে পরিমাণ ভোট চুরি, পুকুরচুরি, টাকা পাচারের ঘটনা হচ্ছে, শিক্ষক নির্যাতনের ঘটনা হচ্ছে তার প্রতিফলন। একটা দেশে যখন সুষ্ঠু গণতন্ত্র থাকে না, তখন এ রকম অরাজকতা হওয়াই স্বাভাবিক। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। আমরা ছাত্রদের নৈতিক শিক্ষা দিতে পারি না। কারণ দেশ দাঁড়িয়ে আছে অনৈতিক ব্যবস্থার ওপর। আমাদের ভোটাধিকার না দিলে দেশের অবস্থা কোনো দিনই ঠিক হবে না।’
মানববন্ধনে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক মাসুদুল হাসান খান মুক্তার সঞ্চালনায় অন্যদের মধ্যে কৃষি অনুষদের ডিন অধ্যাপক আব্দুল আলীম, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুনুর রশীদ, সাবেক সহসভাপতি গোলাম সাদিক, অধ্যাপক সারোয়ার জাহান লিটন প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় প্রায় ৩০ জন শিক্ষক উপস্থিত ছিলেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশব্যাপী শিক্ষক নির্যাতন ও হত্যার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে আয়োজিত এক মানববন্ধন থেকে তাঁরা এই দাবি জানান।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক এফ নজরুল ইসলাম। কর্মসূচি শেষে নেতৃবৃন্দ শিক্ষক লাঞ্ছনা এবং হলে সিট বাণিজ্য বন্ধের দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে কলা অনুষদের ডিন অধ্যাপক ফজলুল হক বলেন, ‘জাতিকে শিক্ষিত হিসেবে গড়ে তুলতে কারিগর হিসেবে কাজ করেন শিক্ষকেরা। আজ তাঁদের মাথায় আঘাত করা হচ্ছে। রাষ্ট্রযন্ত্র কোনো না কোনোভাবেই শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করতে চায়। ছাত্র-শিক্ষকের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করতে চায়। তাদের আসল উদ্দেশ্য জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়া। আমরা শিক্ষক নির্যাতন ও হত্যার ঘটনার তীব্র প্রতিবাদ এবং এর সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানাচ্ছি।’
মানববন্ধনে সংগঠনের সাবেক সভাপতি অধ্যাপক হাবিবুর রহমান বলেন, ‘গত কিছুদিন আগে আমাদের আইন বিভাগের শিক্ষক অধ্যাপক আসমা সিদ্দীকাকে লাঞ্ছিত করা হয়েছিল। এর আগে একজন শিক্ষককে হত্যা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের সিট থেকে নামিয়ে দেওয়া হচ্ছে। নির্বাচনের দিনের ভোট আগের রাতে হয়ে যাচ্ছে। এক রাতে চিঠি দিয়ে ১৩৬ জনকে চাকরি দেওয়া হয়েছে। এটা প্রহসন। আর এসব প্রহসনের জন্যই আমাদের সমাজটা পচে গেছে। ফলে ছাত্ররা শিক্ষকের ওপর চড়াও হচ্ছে।’
রাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কুদরত-ই-জাহান বলেন, ‘পুরো দেশে যে পরিমাণ ভোট চুরি, পুকুরচুরি, টাকা পাচারের ঘটনা হচ্ছে, শিক্ষক নির্যাতনের ঘটনা হচ্ছে তার প্রতিফলন। একটা দেশে যখন সুষ্ঠু গণতন্ত্র থাকে না, তখন এ রকম অরাজকতা হওয়াই স্বাভাবিক। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। আমরা ছাত্রদের নৈতিক শিক্ষা দিতে পারি না। কারণ দেশ দাঁড়িয়ে আছে অনৈতিক ব্যবস্থার ওপর। আমাদের ভোটাধিকার না দিলে দেশের অবস্থা কোনো দিনই ঠিক হবে না।’
মানববন্ধনে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক মাসুদুল হাসান খান মুক্তার সঞ্চালনায় অন্যদের মধ্যে কৃষি অনুষদের ডিন অধ্যাপক আব্দুল আলীম, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুনুর রশীদ, সাবেক সহসভাপতি গোলাম সাদিক, অধ্যাপক সারোয়ার জাহান লিটন প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় প্রায় ৩০ জন শিক্ষক উপস্থিত ছিলেন।
নরসিংদীতে পাওনার ৫০০ টাকার জন্য ইসমাইল হোসেন (৩৫) নামের এক দিনমজুরকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত ৮টার দিকে পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের খিলপাড়া (পূবালী বাজার) এলাকায় এই ঘটনা ঘটে। ইসমাইল হোসেন জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর এলাকার মোতালিব মিয়ার ছেলে।
২৪ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি দিঘির মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে। তিনি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম।
৮ ঘণ্টা আগেপ্রকৃতির কোলে অরণ্যবেষ্টিত গ্রামের নাম হাগুড়াকুড়ি। মধুপুর সদর থেকে ২৫ কিলোমিটার দূরের এই গ্রামে প্রতিদিন ছুটে আসে শত শত রোগী। আধুনিক চিকিৎসা নয়; আন্তরিক সেবার টানেই নির্ভাবনায় বিভিন্ন জেলা থেকে প্রতিনিয়ত তাদের ছুটে আসা।
৮ ঘণ্টা আগেদেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানার মধ্যে আরেকটি ক্যারেজ কারখানা নির্মাণ প্রকল্প ৯ বছরেও বাস্তবায়ন করা হয়নি। দৃশ্যত সাইনবোর্ডেই সীমাবদ্ধ রয়েছে সব। ভারত সরকারের অর্থায়নে এ কারখানা নির্মাণ করার কথা ছিল। কিন্তু ভারত মুখ ফিরিয়ে নেওয়ায় প্রকল্পটি আদৌ বাস্তবায়ন হবে কি না, সেই শঙ্কা দেখা দিয়েছে।
৮ ঘণ্টা আগে