Ajker Patrika

সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন

সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে বাবুল আক্তার (৩৬) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ সোমবার বেলা ১২টার দিকে এই রায় দেন সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক মো. আবুল বাশার মিঞা।

দণ্ডপ্রাপ্ত বাবুল আক্তার সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মাদলা পশ্চিমপাড়া গ্রামের নুরুল ফারাজীর ছেলে।

এই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জেবু ন্নেছা (জেবা রহমান) এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ উল্লেখ করা হয়েছে, ২০২২ সালের ৫ মে সলঙ্গা থানার পাঁচলিয়া বাজার এলাকায় মাদক দ্রব্য উদ্ধার অভিযান চালায় সিরাজগঞ্জ গোয়েন্দা (ডিবি) পুলিশ। সলঙ্গার ফুড ফিলেজ হোটেলের সামনে ওই ব্যক্তি মাদকদ্রব্য বেচা-কেনার জন্য অবস্থান করছেন এমন খবরে সেখানে অভিযান চালায় ডিবি পুলিশ। ডিবির উপস্থিতি টের পেয়ে বাবুল আক্তার পালানো চেষ্টা করেন। পরে পুলিশ তাঁকে ধাওয়া করে আটক করে। তার শরীর তল্লাশি চালিয়ে ৩০ গ্রাম হেরোইন জব্দ করে। এ ঘটনায় ডিবি পুলিশের এসআই ইশানুর রহমান বাদী হয়ে সলঙ্গা থানায় মামলা দায়ের করে। সাক্ষ্য প্রমাণ শেষে আদালত বাবুল আক্তারকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত