বগুড়া প্রতিনিধি
ফিল্মি কায়দায় বগুড়ার শেরপুরে ছিনতাইকারী যুবক যাত্রীবাহী বাস নিয়ে পালানোর সময় লাফিয়ে পড়ে সানজিদা স্বর্ণা (২০) নামে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর মৃত্যু হয়েছে। আজ বুধবার উপজেলার ধনকুন্ডি এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ বগুড়া শহরতলির দ্বিতীয় বাইপাস সড়কের লিচুতলা এলাকা থেকে বাসটি জব্দ করে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত সানজিদা স্বর্ণা রাজধানীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের প্রথম বর্ষের শিক্ষার্থী এবং বগুড়া শহরের নিশিন্দারা স্নিগ্ধা আবাসিক এলাকার তালুকদার আব্দুর রউফের মেয়ে।
পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাস বুধবার সকাল সাড়ে ১০টায় শেরপুর উপজেলার ধনকুন্ডি এলাকায় ফুড ভিলেজ রেস্টুরেন্টে যাত্রা বিরতি করে।
এ সময় বাসচালক, সুপারভাইজার–হেলপারসহ যাত্রীরা বাস থেকে নেমে হোটেলের ভেতরে যান। চারজন নারী যাত্রী বাসের ভেতরেই অবস্থান করেন। এর মধ্যে ২০ মিনিটের বিরতি শেষ হওয়ার আগেই অজ্ঞাত এক যুবক বাসে উঠে দরজা বন্ধ করে দ্রুত গতিতে বাস চালিয়ে বগুড়ার দিকে যান।
ওই সময় ভেতরে থাকা চার নারী যাত্রী চিৎকার শুরু করে। বাসটি শেরপুরের মির্জাপুর এলাকায় পৌঁছালে সানজিদা স্বর্ণা জানালা দিয়ে লাফিয়ে পড়েন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাৎক্ষণিকভাবে লোকজন বিষয়টি পুলিশকে জানালে মহাসড়কে টহল পুলিশ তৎপর হয়ে উঠে। শেরপুর থানা ও শাজাহানপুর থানা–পুলিশ বাসটি থামাতে ব্যর্থ হয়। ছিনতাইকারী বাসটি নিয়ে বগুড়া শহরের দিকে না গিয়ে রংপুরের দিকে দ্বিতীয় বাইপাস মহাসড়কে ঢুকে পড়ে। পুলিশ বাসটির পিছু ধাওয়া করলে লিচুতলা এলাকায় বাস রেখে ছিনতাইকারী পালিয়ে যায়।
পরে পুলিশ বাস থেকে তিন নারী যাত্রীকে উদ্ধার করে। বাসের তল্লাশি করে পুলিশ ড্রাইভিং সিটে একটি ওয়ালেট ও মোবাইল ফোন উদ্ধার করে। সেই ওয়ালেটে পাওয়া জাতীয় পরিচয়পত্রের ঠিকানা অনুযায়ী ছিনতাইয়ের সঙ্গে জড়িত রনি মোল্লাকে (২৭) শহরের বেজোড়া এলাকা থেকে আটক করে।
ওসি শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে রনি মোল্লা জানায়, তিনি পেশায় ট্রাকচালক। ঢাকার আবদুল্লাহপুর থেকে যাত্রী বেশে তিনি শাহ ফতেহ আলী বাসে ওঠেন।’
তিনি বলেন, তবে তার কথাবার্তা অসংলগ্ন। কী উদ্দেশ্যে বাস ছিনতাই করেছিল তা নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রনি মোল্লাকে শেরপুর হাইওয়ে পুলিশে হস্তান্তর করা হয়। হাইওয়ে থানার তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।’
ফিল্মি কায়দায় বগুড়ার শেরপুরে ছিনতাইকারী যুবক যাত্রীবাহী বাস নিয়ে পালানোর সময় লাফিয়ে পড়ে সানজিদা স্বর্ণা (২০) নামে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর মৃত্যু হয়েছে। আজ বুধবার উপজেলার ধনকুন্ডি এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ বগুড়া শহরতলির দ্বিতীয় বাইপাস সড়কের লিচুতলা এলাকা থেকে বাসটি জব্দ করে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত সানজিদা স্বর্ণা রাজধানীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের প্রথম বর্ষের শিক্ষার্থী এবং বগুড়া শহরের নিশিন্দারা স্নিগ্ধা আবাসিক এলাকার তালুকদার আব্দুর রউফের মেয়ে।
পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাস বুধবার সকাল সাড়ে ১০টায় শেরপুর উপজেলার ধনকুন্ডি এলাকায় ফুড ভিলেজ রেস্টুরেন্টে যাত্রা বিরতি করে।
এ সময় বাসচালক, সুপারভাইজার–হেলপারসহ যাত্রীরা বাস থেকে নেমে হোটেলের ভেতরে যান। চারজন নারী যাত্রী বাসের ভেতরেই অবস্থান করেন। এর মধ্যে ২০ মিনিটের বিরতি শেষ হওয়ার আগেই অজ্ঞাত এক যুবক বাসে উঠে দরজা বন্ধ করে দ্রুত গতিতে বাস চালিয়ে বগুড়ার দিকে যান।
ওই সময় ভেতরে থাকা চার নারী যাত্রী চিৎকার শুরু করে। বাসটি শেরপুরের মির্জাপুর এলাকায় পৌঁছালে সানজিদা স্বর্ণা জানালা দিয়ে লাফিয়ে পড়েন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাৎক্ষণিকভাবে লোকজন বিষয়টি পুলিশকে জানালে মহাসড়কে টহল পুলিশ তৎপর হয়ে উঠে। শেরপুর থানা ও শাজাহানপুর থানা–পুলিশ বাসটি থামাতে ব্যর্থ হয়। ছিনতাইকারী বাসটি নিয়ে বগুড়া শহরের দিকে না গিয়ে রংপুরের দিকে দ্বিতীয় বাইপাস মহাসড়কে ঢুকে পড়ে। পুলিশ বাসটির পিছু ধাওয়া করলে লিচুতলা এলাকায় বাস রেখে ছিনতাইকারী পালিয়ে যায়।
পরে পুলিশ বাস থেকে তিন নারী যাত্রীকে উদ্ধার করে। বাসের তল্লাশি করে পুলিশ ড্রাইভিং সিটে একটি ওয়ালেট ও মোবাইল ফোন উদ্ধার করে। সেই ওয়ালেটে পাওয়া জাতীয় পরিচয়পত্রের ঠিকানা অনুযায়ী ছিনতাইয়ের সঙ্গে জড়িত রনি মোল্লাকে (২৭) শহরের বেজোড়া এলাকা থেকে আটক করে।
ওসি শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে রনি মোল্লা জানায়, তিনি পেশায় ট্রাকচালক। ঢাকার আবদুল্লাহপুর থেকে যাত্রী বেশে তিনি শাহ ফতেহ আলী বাসে ওঠেন।’
তিনি বলেন, তবে তার কথাবার্তা অসংলগ্ন। কী উদ্দেশ্যে বাস ছিনতাই করেছিল তা নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রনি মোল্লাকে শেরপুর হাইওয়ে পুলিশে হস্তান্তর করা হয়। হাইওয়ে থানার তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।’
কক্সবাজার সদরে এক যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল রোববার গভীর রাতে খুরুশকুল ইউনিয়নের আল্লাওয়ালা নামের একটি হ্যাচারিতে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম আলী আকবর (৩৫)। তিনি খুরুশকুলের কুলিয়াপাড়ার আলী আহমদের ছেলে।
১ মিনিট আগেমাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদে গোসল করতে নেমে তলিয়ে যাওয়া এক কিশোরীর লাশ পাওয়া গেছে দুই দিন পর। মারা যাওয়া জান্নাতুল আক্তার (১৬) উমেদপুর ইউনিয়নের কাঁচিকাটা এলাকার প্রবাসী গনি ফকিরের মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্রী ছিল।
১ ঘণ্টা আগেগত ২৯ এপ্রিল রাত আনুমানিক দেড়টার দিকে এসআই বেলালের নেতৃত্বে একদল পুলিশ সদস্য ও ১৫ থেকে ২০ জনের একটি দল তাঁর বাসায় জোরপূর্বক প্রবেশ করে। পরিস্থিতি দেখে তাঁর ম্যানেজার জরুরি ৯৯৯ নম্বরে যোগাযোগ করলে আরও একদল পুলিশ ঘটনাস্থলে আসে। কিছুক্ষণ পর শাহবাগ ও নিউমার্কেট থানার টহল টিমের দুটি গাড়ি ঘটনাস্থলে...
১ ঘণ্টা আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে র্যাগিংয়ের অভিযোগ এনেছেন দুই শিক্ষার্থী। তাঁদের অভিযোগ, অভিযুক্তরা কুরুচিপূর্ণ ভাষায় গালিগালাজ করেছেন। সেই সঙ্গে অশ্লীল কবিতা আবৃত্তি ও অশালীন অঙ্গভঙ্গি করতে বাধ্য করা হয়েছে।
১ ঘণ্টা আগে