রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীতে আশঙ্কাজনক হারে নামছে ভূগর্ভস্থ পানির স্তর। ফলে জেলার সদর, পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলার অধিকাংশ টিউবওয়েলে বন্ধ হয়ে গেছে পানি ওঠা। সুপেয় পানিসংকটের কারণে একদিকে রান্না ও গৃহস্থালির কাজে যেমন সমস্যা হচ্ছে, তেমনি গৃহপালিত পশু-পাখির জন্যও মিলছে না পর্যাপ্ত পানি। হুমকির মুখে পড়েছে জনস্বাস্থ্য।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে, ৩০ থেকে ৩৫ ফুট নিচে পানির স্তর চলে যাওয়ায় অনেক টিউবওয়েলে পানি উঠছে না। তবে বৃষ্টি হলে অবস্থার পরিবর্তন হবে।
সরেজমিনে জেলার বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, প্রায় প্রতিটি বাড়িতেই টিউবওয়েল থেকে পানি উঠছে না। কিছু টিউবওয়েল থেকে পানি উঠলেও তা পর্যাপ্ত নয়। সুপেয় পানির জন্য এলাকাবাসী এক পাড়া থেকে অন্য পাড়ায়ও যাচ্ছে। সামর্থ্যবান অনেক পরিবার মোটর বসিয়ে সংকট উত্তরণের চেষ্টা করছেন। তবে মোটরেও দিনের বেলায় পানি উঠছে না। পুকুর ও খালবিলে পানি না থাকায় আরও বেশি সংকট তৈরি হয়েছে। পানির অভাবে গবাদিপশু লালনপালন ও পরিবারের রান্না-গোসলসহ অন্যান্য প্রয়োজনে পরিমাণমতো পানি পাচ্ছে না। এতে হুমকির মুখে পড়েছে জনস্বাস্থ্য।
কালুখালী উপজেলার গান্দিমাড়া এলাকার বাসিন্দা আছিয়া বেগম বলেন, ‘দুই মাস হলো টিউবওয়েল থেকে পানি ওঠে না। পানির পিপাসা লাগলে অন্য পাড়া থেকে পানি এনে তারপর খেতে হয়। এমন দশা হইছে, দুপুরে গোসল করে জোহরের নামাজ পড়ব, পানি ওঠাতেই সময় চলে যায়। এমনও দিন আছে, জোহরের নামাজ পড়াই হয় না। পানির খুবই কষ্ট। পানি ওঠেই না। চেপে চেপেও পানি ওঠানো যায় না। এপাড়া-ওপাড়া থেকে পানি আনতে হয়। গরু-বাছুর নিয়ে খুবই কষ্ট আমাদের।’
ওই এলাকার আরেক বাসিন্দা সুলেমান শেখ বলেন, ‘টিউবওয়েল চেপে চেপে গা ঘেমে গেলেও পানি ওঠে না। মেলা দূর এক বাড়িতে পানি ওঠে, সেই বাড়ি থেকে পানি এনে খেতে হয়। গরু-ছাগল নিয়ে আরও কষ্টে আছি। এই কষ্টের শেষ নেই। গ্রামের প্রতিটি টিউবওয়েলের একই অবস্থা।’
পাংশা উপজেলার সরিষা গ্রামের পলাশ হোসেন বলেন, ‘টিউবওয়েল থেকে এক বালতি পানি ওঠাতে গেলে কমপক্ষে কতটি চাপ দিতে হয়, সেটা জানি না। পানি না ওঠার কারণে গোসল করতেও পারি না শান্তিমতো। এভাবে কত দিন চলবে জানি না। মাসখানেক আগে একটু উঠলেও এখন তাও উঠতে চায় না।’
একই উপজেলার হাবাসপুর ইউনিয়নের আনিছুর রহমান বলেন, ‘আমাদের বাড়ির টিউবওয়েল থেকে পানি ওঠা বন্ধ হয়েছে আরও এক মাস আগে। বাড়ি থেকে ১০ বাড়ি পরে একটি টিউবওয়েল থেকে পানি নিয়ে এসে খাওয়াসহ রান্নার কাজে ব্যবহার করে। আমরা ছেলেরা না হয় দূরে গিয়ে পুকুর অথবা নদী থেকে গোসল দিয়ে আসি, কিন্তু বাড়ির মেয়েদের অবস্থা তো আরও খারাপ।’
সদর উপজেলার চন্দনী ইউনিয়নের বাসিন্দা খাইরুল ইসলাম বলেন, ‘কলে পানি ওঠে না বলে মোটর বসাইছি। এখন দেখি দিনে মোটর দিয়ে পানি ওঠে না। রাত ১০টা-১১টার দিকে মোটর ছেড়ে বালতি, ড্রাম ভরে রাখি সারা দিনের জন্য। এই হলো পানির অবস্থা।’
রাজবাড়ীর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আবু জাকারিয়া বলেন, ‘বর্তমানে রাজবাড়ীতে পানির স্তর নিচে নেমে গেছে। প্রায় ৩০ থেকে ৩৫ ফুট। যে কারণে হস্তচালিত টিউবওয়েলে পানি উঠছে না। আমরা জনগণকে উৎসাহ দিচ্ছি আমাদের যে সরকারি টিউবওয়েল আছে, সেখান থেকে পানি সংগ্রহের জন্য। আর জেলায় যে পানির সংকট তৈরি হয়েছে, সেটা বৃষ্টি হলেই স্বাভাবিকে চলে আসবে।’
রাজবাড়ীতে আশঙ্কাজনক হারে নামছে ভূগর্ভস্থ পানির স্তর। ফলে জেলার সদর, পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলার অধিকাংশ টিউবওয়েলে বন্ধ হয়ে গেছে পানি ওঠা। সুপেয় পানিসংকটের কারণে একদিকে রান্না ও গৃহস্থালির কাজে যেমন সমস্যা হচ্ছে, তেমনি গৃহপালিত পশু-পাখির জন্যও মিলছে না পর্যাপ্ত পানি। হুমকির মুখে পড়েছে জনস্বাস্থ্য।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে, ৩০ থেকে ৩৫ ফুট নিচে পানির স্তর চলে যাওয়ায় অনেক টিউবওয়েলে পানি উঠছে না। তবে বৃষ্টি হলে অবস্থার পরিবর্তন হবে।
সরেজমিনে জেলার বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, প্রায় প্রতিটি বাড়িতেই টিউবওয়েল থেকে পানি উঠছে না। কিছু টিউবওয়েল থেকে পানি উঠলেও তা পর্যাপ্ত নয়। সুপেয় পানির জন্য এলাকাবাসী এক পাড়া থেকে অন্য পাড়ায়ও যাচ্ছে। সামর্থ্যবান অনেক পরিবার মোটর বসিয়ে সংকট উত্তরণের চেষ্টা করছেন। তবে মোটরেও দিনের বেলায় পানি উঠছে না। পুকুর ও খালবিলে পানি না থাকায় আরও বেশি সংকট তৈরি হয়েছে। পানির অভাবে গবাদিপশু লালনপালন ও পরিবারের রান্না-গোসলসহ অন্যান্য প্রয়োজনে পরিমাণমতো পানি পাচ্ছে না। এতে হুমকির মুখে পড়েছে জনস্বাস্থ্য।
কালুখালী উপজেলার গান্দিমাড়া এলাকার বাসিন্দা আছিয়া বেগম বলেন, ‘দুই মাস হলো টিউবওয়েল থেকে পানি ওঠে না। পানির পিপাসা লাগলে অন্য পাড়া থেকে পানি এনে তারপর খেতে হয়। এমন দশা হইছে, দুপুরে গোসল করে জোহরের নামাজ পড়ব, পানি ওঠাতেই সময় চলে যায়। এমনও দিন আছে, জোহরের নামাজ পড়াই হয় না। পানির খুবই কষ্ট। পানি ওঠেই না। চেপে চেপেও পানি ওঠানো যায় না। এপাড়া-ওপাড়া থেকে পানি আনতে হয়। গরু-বাছুর নিয়ে খুবই কষ্ট আমাদের।’
ওই এলাকার আরেক বাসিন্দা সুলেমান শেখ বলেন, ‘টিউবওয়েল চেপে চেপে গা ঘেমে গেলেও পানি ওঠে না। মেলা দূর এক বাড়িতে পানি ওঠে, সেই বাড়ি থেকে পানি এনে খেতে হয়। গরু-ছাগল নিয়ে আরও কষ্টে আছি। এই কষ্টের শেষ নেই। গ্রামের প্রতিটি টিউবওয়েলের একই অবস্থা।’
পাংশা উপজেলার সরিষা গ্রামের পলাশ হোসেন বলেন, ‘টিউবওয়েল থেকে এক বালতি পানি ওঠাতে গেলে কমপক্ষে কতটি চাপ দিতে হয়, সেটা জানি না। পানি না ওঠার কারণে গোসল করতেও পারি না শান্তিমতো। এভাবে কত দিন চলবে জানি না। মাসখানেক আগে একটু উঠলেও এখন তাও উঠতে চায় না।’
একই উপজেলার হাবাসপুর ইউনিয়নের আনিছুর রহমান বলেন, ‘আমাদের বাড়ির টিউবওয়েল থেকে পানি ওঠা বন্ধ হয়েছে আরও এক মাস আগে। বাড়ি থেকে ১০ বাড়ি পরে একটি টিউবওয়েল থেকে পানি নিয়ে এসে খাওয়াসহ রান্নার কাজে ব্যবহার করে। আমরা ছেলেরা না হয় দূরে গিয়ে পুকুর অথবা নদী থেকে গোসল দিয়ে আসি, কিন্তু বাড়ির মেয়েদের অবস্থা তো আরও খারাপ।’
সদর উপজেলার চন্দনী ইউনিয়নের বাসিন্দা খাইরুল ইসলাম বলেন, ‘কলে পানি ওঠে না বলে মোটর বসাইছি। এখন দেখি দিনে মোটর দিয়ে পানি ওঠে না। রাত ১০টা-১১টার দিকে মোটর ছেড়ে বালতি, ড্রাম ভরে রাখি সারা দিনের জন্য। এই হলো পানির অবস্থা।’
রাজবাড়ীর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আবু জাকারিয়া বলেন, ‘বর্তমানে রাজবাড়ীতে পানির স্তর নিচে নেমে গেছে। প্রায় ৩০ থেকে ৩৫ ফুট। যে কারণে হস্তচালিত টিউবওয়েলে পানি উঠছে না। আমরা জনগণকে উৎসাহ দিচ্ছি আমাদের যে সরকারি টিউবওয়েল আছে, সেখান থেকে পানি সংগ্রহের জন্য। আর জেলায় যে পানির সংকট তৈরি হয়েছে, সেটা বৃষ্টি হলেই স্বাভাবিকে চলে আসবে।’
রাজশাহীতে জুলাই অভ্যুত্থানের এক বছরের বেশি সময় পর একটি মামলা হয়েছে। মামলায় ১৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। সময়ের ব্যবধান ছাড়াও এজাহারভুক্ত আসামিদের পরিচয় এ মামলা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। আসামিদের অনেকেই ‘পয়সাওয়ালা ব্যক্তি’ হিসেবে পরিচিত হওয়ায় অভিযোগ...
৫ ঘণ্টা আগেমৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরী ললিতকলা একাডেমি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই প্রতিষ্ঠান ঘিরে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ রয়েছে। একাডেমিতে মৈতৈ, বিষ্ণুপ্রিয়া এবং পাঙন—এই তিন সম্প্রদায়ের সমান সুযোগ-সুবিধা থাকার কথা থাকলেও শুধু বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের প্রতিনিধিত্ব রয়েছে। এতে বঞ্চিত হওয়ার অভিযোগ রয়েছে...
৫ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে ভূমি অফিসের সহায়ক রশিদুজ্জামান বিপ্লবের ঘুষ নেওয়ার ভিডিও দিয়ে জিম্মি করে চাঁদাবাজির অভিযোগকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি বিবৃতিতে মুখোমুখি অবস্থানে রয়েছে ছাত্রদল ও জামায়াত। ইতিমধ্যে অভিযুক্ত কর্মচারীকে অন্যত্র বদলি...
৫ ঘণ্টা আগেপিরোজপুরে দুর্বৃত্তদের হামলায় জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মিত্র (৫০) গুরুতর আহত হয়েছেন। মুখোশধারী হামলাকারীরা তাঁর দুই পা ও ডান হাত ভেঙে দেয় বলে জানা গেছে। তাঁর সঙ্গে থাকা সহকারী শিক্ষক অসীম কুমারও (৪৬) আহত হয়েছেন।
৫ ঘণ্টা আগে