Ajker Patrika

আর্জেন্টিনার জয়ে উল্লাস করতে গিয়ে স্ট্রোক, যুবকের মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি
আর্জেন্টিনার জয়ে উল্লাস করতে গিয়ে স্ট্রোক, যুবকের মৃত্যু

আর্জেন্টিনার জয়ে খুশিতে আত্মহারা হয়ে স্ট্রোক নেত্রকোনার মোহনগঞ্জে শামীম মিয়া (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। গতকাল শনিবার দিবাগত রাত দুইটার দিকে বিশ্বকাপ ফুটবল খেলায় আর্জেন্টিনা–মেক্সিকোর বিরুদ্ধে গোল করলে খুশিতে তিনি স্ট্রোক করে মারা যান। 

শামীম মিয়া উপজেলার বড়তলী-বানিয়াহারী ইউনিয়নের কলুংকা গ্রামের মো. তাহের উদ্দিনের ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন ওই যুবকের বাবা তাহের উদ্দিন। 

স্থানীয়রা বলছে, শামীম আর্জেন্টিনার অন্ধ ভক্ত। শনিবার দিবাগত রাতে আর্জেন্টিনা-মেক্সিকো ম্যাচ দেখছিলেন শামীম। খেলায় আর্জেন্টিনা গোল করলে খুশিতে আত্মহারা হয়ে স্ট্রোক করেন তিনি। পরে পরিবারের লোকজন তাঁকে পাশের ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

শামীমের বাবা তাহের উদ্দিন বলেন, ‘শামীমের হার্টের সমস্যা রয়েছে। এর আগেও দুই বার  স্ট্রোক করেছে। তবে গতরাতে আর্জেন্টিনা গোল দেওয়ায় সবার সাথে সেও চিৎকার দেয়। এ সময় সে স্ট্রোক করে। পরে উপস্থিত লোকজন তাঁকে ধর্মপাশা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে বিষয়টি নিয়ে অনেকে হাসাহাসি করছে। এতে আমরা বিব্রত।’ 

বড়তলী-বানিয়াহারী ইউনিয়নের চেয়ারম্যান মো. সোহাগ তালুকদার বলেন, ‘শামীম আর্জেন্টিনার অন্ধভক্ত। গতরাতে খেলায় আর্জেন্টিনা গোল দিলে সে আনন্দে আত্মহারা হয়ে যায়। এতে স্ট্রোক করে শামীম। পরে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শামীমের আগে থেকেই হার্টে সমস্যা ছিল।’ 

চেয়ারম্যান আরও বলেন, ‘যেহেতু এটা স্বাভাবিক মৃত্যু তাই এ ঘটনায় থানায় খবর দেওয়া হয়নি।’  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত