Ajker Patrika

বাড়ি থেকে ডেকে নেওয়ার পরদিন লাশ মিলল যুক্তরাষ্ট্র প্রবাসীর 

শেরপুর প্রতিনিধি
বাড়ি থেকে ডেকে নেওয়ার পরদিন লাশ মিলল যুক্তরাষ্ট্র প্রবাসীর 

শেরপুরের প্রত্যন্ত চর এলাকা থেকে এক যুক্তরাষ্ট্র প্রবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার ভোররাতে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের চুনিয়ারচর এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। 

নিহত আব্দুল হালিম জীবন (৪৮) শেরপুর শহরের মধ্য নওহাটা এলাকার সাইদুর রহমান সুরুজ মাস্টারের ছেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানসহ চারজনকে আটক করেছে পুলিশ। 

আটক ব্যক্তিরা হলেন—চরপক্ষীমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আব্দুর রউফ, মুকুল হোসেন, রাশেদুল ইসলাম ডিয়ার ও ফরহাদ হোসেন। অভিযোগ রয়েছে, তারা সংঘবদ্ধ একটি অপরাধী চক্রের সদস্য। 

আব্দুল হালিম জীবন ১৫–১৬ বছর আগে ডিভি লটারিতে নাগরিকত্ব পেয়ে যুক্তরাষ্ট্রে যান। পরে বিয়ে করে স্ত্রীকেও যুক্তরাষ্ট্রে নিয়ে যান। বছর দুয়েক আগে তিনি শেরপুরে এসে আর যুক্তরাষ্ট্র ফেরত যাননি। সম্প্রতি তিনি শেরপুর শহরের চাপাতলী এলাকায় আতিয়া আক্তার নামের এক নারীকে দ্বিতীয় বিয়ে করেন। তাঁর প্রথম স্ত্রী বিদেশেই রয়েছেন। 

নিহতের দ্বিতীয় স্ত্রী আতিয়া আক্তার বলেন, ‘গতকাল শনিবার দুপুর ২টার দিকে চরপক্ষীমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রউফসহ কয়েকজন জীবনকে ডেকে নিয়ে যান। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। ভোররাতে চুনিয়ারচর এলাকা থেকে তাঁর রক্তাক্ত লাশ উদ্ধারের খবর পাই। এই আব্দুর রউফ আমার স্বামীকে ডেকে নিয়ে বিভিন্ন মামলা–মোকদ্দমা ও ঝামেলায় জড়িয়েছে। হাতিয়ে নিয়েছে অনেক টাকা-পয়সা। এ নিয়ে দ্বন্দ্বের জের ধরেই রউফসহ তাঁর চক্রের লোকজন জীবনকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।’ 

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, ওই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি ও তদন্ত চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত