ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের ইসলামপুরে যমুনা নদী পারাপারের সময় নৌকাডুবির ঘটনায় সেলিম মিয়া (৩৫) নামে নিখোঁজ এক ব্যক্তির লাশ ভেসে উঠেছে নদীতে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে নৌকাডুবির ঘটনাস্থল থেকে অন্তত দুই কিলোমিটার দূরে বেলগাছা এলাকায় যমুনা নদীতে লাশটি ভেসে ওঠে।
স্থানীয়দের দেওয়া খবরে স্বজনেরা লাশটি উদ্ধার করে বাড়ি নিয়ে যায়। তবে স্থানীয়রা জানান, নৌকাডুবির ঘটনায় এখনো খবির শেখ (৫০) নামের এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার কুলকান্দি পাইলিং ঘাট থেকে যমুনা নদী পারাপারের সময় অতিরিক্ত যাত্রী বহন করায় ইঞ্জিনচালিত একটি খেয়া নৌকা ডুবে যায়। ডুবে যাওয়া নৌকার মালিক কুলকান্দি ইউনিয়নের কাউনের চর গ্রামের পাগারো মিয়ার ছেলে আব্দুর রশীদ। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন।
ঘটনার চার ঘণ্টা পর স্থানীয় কুলকান্দি পাইলিং ঘাট এলাকার বাসিন্দা বিলেদ আলী (৪৫) ওরফে বিল্লাল মণ্ডল নামে এক কৃষকের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এ ছাড়া একই এলাকার বাসিন্দা নৌকার যাত্রী খবির শেখ (৫০) ও সেলিম মিয়াকে (৩৫) খুঁজে পাচ্ছিলেন না স্বজনেরা।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জামালপুর জেলা পরিষদের অনুমোদিত পার্শ্ববর্তী মুরাদাবাদ নৌঘাটের অধীনে কুলকান্দি পাইলিং ঘাট থেকে বিধিবহির্ভূতভাবে নৌকা পরিচালনা করা হচ্ছে। এ ছাড়া অতিরিক্ত যাত্রী বহন করায় নৌকাডুবির ঘটনা ঘটেছে। তাঁদের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন তদন্ত করে আইন অনুসারে পদক্ষেপ গ্রহণ করে। তবে আনীত অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছেন মুরাদাবাদ নৌঘাটের ইজারাদার রাসেদ মিয়া। তাঁর দাবি, তিনি নিয়মমাফিক ঘাট পরিচালনা করে আসছেন। যমুনা নদীতে যে নৌকাটি ডুবে গেছে, সেটা মুরাদাবাদ নৌঘাটের নৌকা নয়। মূলত ব্যক্তিমালিকানায় ওই নৌকা ব্যবহৃত হয়ে আসছে।
কুলকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনুছুর রহমান আনিছ বলেন, আজ সকাল ১০টার দিকে বেলগাছা এলাকায় যমুনা নদীতে সেলিম মিয়ার লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে স্বজনেরা লাশটি উদ্ধার করে বাড়িতে নিয়ে গেছেন।
ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান বলেন, মুরাদাবাদ নৌঘাটটি জেলা পরিষদের তত্ত্বাবধানে পরিচালিত হয়ে আসছে। এ কারণেই ওই নৌঘাটের বিষয়ে তেমন কিছু জানা আমাদের সম্ভব হয় না। বিষয়টি জেলা পরিষদের লোকজন ভালো জানেন। তবে মুরাদাবাদ কুলঘাটের অধীনে যদি কুলকান্দি পাইলিং ঘাটে নৌকা পরিচালনা করা হয়ে থাকে, সেটা তদন্ত করে আইনানুসারে ব্যবস্থা নেওয়া দরকার।
এ বিষয়ে যোগাযোগ করা হলে জামালপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘লোকবলের সংকট থাকায় ইজারা দেওয়া ঘাটগুলোতে পারাপারের নৌকার ফিটনেস যাচাইবাছাইসহ তদারক করা সম্ভব হয়ে ওঠে না। কুলকান্দি পাইলিং ঘাটে ডুবে যাওয়া নৌকাটি মুরাদাবাদ নৌঘাট থেকে পরিচালনা করা হয় কি না, সেটাও অবগত নই।’
মুরাদাবাদ নৌঘাটের অধীনে পার্শ্ববর্তী কুলকান্দি পাইলিং ঘাটসহ অন্য কোনো ঘাট থেকে পারাপারের জন্য সাব-ঘাট পরিচালনা করার নিয়ম আছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তা ছাড়া কোন ঘাটে নৌকাডুবির ঘটনা ঘটেছে কিংবা মুরাদাবাদ ঘাটটি কোথায়, সেটাও বলতে পারছি না।’
জামালপুরের ইসলামপুরে যমুনা নদী পারাপারের সময় নৌকাডুবির ঘটনায় সেলিম মিয়া (৩৫) নামে নিখোঁজ এক ব্যক্তির লাশ ভেসে উঠেছে নদীতে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে নৌকাডুবির ঘটনাস্থল থেকে অন্তত দুই কিলোমিটার দূরে বেলগাছা এলাকায় যমুনা নদীতে লাশটি ভেসে ওঠে।
স্থানীয়দের দেওয়া খবরে স্বজনেরা লাশটি উদ্ধার করে বাড়ি নিয়ে যায়। তবে স্থানীয়রা জানান, নৌকাডুবির ঘটনায় এখনো খবির শেখ (৫০) নামের এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার কুলকান্দি পাইলিং ঘাট থেকে যমুনা নদী পারাপারের সময় অতিরিক্ত যাত্রী বহন করায় ইঞ্জিনচালিত একটি খেয়া নৌকা ডুবে যায়। ডুবে যাওয়া নৌকার মালিক কুলকান্দি ইউনিয়নের কাউনের চর গ্রামের পাগারো মিয়ার ছেলে আব্দুর রশীদ। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন।
ঘটনার চার ঘণ্টা পর স্থানীয় কুলকান্দি পাইলিং ঘাট এলাকার বাসিন্দা বিলেদ আলী (৪৫) ওরফে বিল্লাল মণ্ডল নামে এক কৃষকের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এ ছাড়া একই এলাকার বাসিন্দা নৌকার যাত্রী খবির শেখ (৫০) ও সেলিম মিয়াকে (৩৫) খুঁজে পাচ্ছিলেন না স্বজনেরা।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জামালপুর জেলা পরিষদের অনুমোদিত পার্শ্ববর্তী মুরাদাবাদ নৌঘাটের অধীনে কুলকান্দি পাইলিং ঘাট থেকে বিধিবহির্ভূতভাবে নৌকা পরিচালনা করা হচ্ছে। এ ছাড়া অতিরিক্ত যাত্রী বহন করায় নৌকাডুবির ঘটনা ঘটেছে। তাঁদের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন তদন্ত করে আইন অনুসারে পদক্ষেপ গ্রহণ করে। তবে আনীত অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছেন মুরাদাবাদ নৌঘাটের ইজারাদার রাসেদ মিয়া। তাঁর দাবি, তিনি নিয়মমাফিক ঘাট পরিচালনা করে আসছেন। যমুনা নদীতে যে নৌকাটি ডুবে গেছে, সেটা মুরাদাবাদ নৌঘাটের নৌকা নয়। মূলত ব্যক্তিমালিকানায় ওই নৌকা ব্যবহৃত হয়ে আসছে।
কুলকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনুছুর রহমান আনিছ বলেন, আজ সকাল ১০টার দিকে বেলগাছা এলাকায় যমুনা নদীতে সেলিম মিয়ার লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে স্বজনেরা লাশটি উদ্ধার করে বাড়িতে নিয়ে গেছেন।
ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান বলেন, মুরাদাবাদ নৌঘাটটি জেলা পরিষদের তত্ত্বাবধানে পরিচালিত হয়ে আসছে। এ কারণেই ওই নৌঘাটের বিষয়ে তেমন কিছু জানা আমাদের সম্ভব হয় না। বিষয়টি জেলা পরিষদের লোকজন ভালো জানেন। তবে মুরাদাবাদ কুলঘাটের অধীনে যদি কুলকান্দি পাইলিং ঘাটে নৌকা পরিচালনা করা হয়ে থাকে, সেটা তদন্ত করে আইনানুসারে ব্যবস্থা নেওয়া দরকার।
এ বিষয়ে যোগাযোগ করা হলে জামালপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘লোকবলের সংকট থাকায় ইজারা দেওয়া ঘাটগুলোতে পারাপারের নৌকার ফিটনেস যাচাইবাছাইসহ তদারক করা সম্ভব হয়ে ওঠে না। কুলকান্দি পাইলিং ঘাটে ডুবে যাওয়া নৌকাটি মুরাদাবাদ নৌঘাট থেকে পরিচালনা করা হয় কি না, সেটাও অবগত নই।’
মুরাদাবাদ নৌঘাটের অধীনে পার্শ্ববর্তী কুলকান্দি পাইলিং ঘাটসহ অন্য কোনো ঘাট থেকে পারাপারের জন্য সাব-ঘাট পরিচালনা করার নিয়ম আছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তা ছাড়া কোন ঘাটে নৌকাডুবির ঘটনা ঘটেছে কিংবা মুরাদাবাদ ঘাটটি কোথায়, সেটাও বলতে পারছি না।’
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
২ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
২ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
২ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৩ ঘণ্টা আগে