শেরপুর প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমন্বয় কমিটি গঠনের মাত্র দুই দিন পরই নানা আলোচনা-সমালোচনার মুখে তা স্থগিত করা হয়েছে। আজ শনিবার (২১ জুন) রাতে জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী (দপ্তর) তান্না ইসলাম প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলামের নির্দেশে নালিতাবাড়ী উপজেলা শাখার বর্তমান কমিটির কার্যক্রম, নীতি ও আদর্শবিরোধী বিভিন্ন কর্মকাণ্ড এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগের পরিপ্রেক্ষিতে শেরপুর জেলা শাখার সিদ্ধান্ত অনুযায়ী, ওই কমিটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হলো। অন্তর্বর্তী সময়ে উপজেলা পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জেলা শাখার সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হবে। সকল জেলা ও উপজেলা পর্যায়ের নেতা-কর্মীদের এ সিদ্ধান্ত মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।’
এর আগে ১৯ জুন রাতে এনসিপির কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম স্বাক্ষরিত ৩১ সদস্যের নালিতাবাড়ী উপজেলা সমন্বয় কমিটি প্রকাশ করা হয়। এতে জুবায়ের আহমেদকে প্রধান সমন্বয়ক এবং রাশেদুল হাসান লিখন, মমিনুল ইসলাম, মেরিনা আশা, জাহিদুল ইসলাম, আ. র. ম. বাকী বিল্লাহ, আবীর দেবনাথ দীপু, মেহেদী ফয়সাল সোহাগ, মাসুদ রানা, মেহেদী হাসান রুবেল ও মো. রেজাউল কিবরিয়া খান পনিরকে যুগ্ম সমন্বয়কারী করা হয়। এ ছাড়া সদস্য হিসেবে রাখা হয় হাফিজুর রহমান সাদিক, সঞ্জয় রায়, প্রকৌশলী আলমগীর কবির, সামিয়া সুলতানা শারমিনসহ কয়েকজনকে।
তবে ওই কমিটিতে পদ পাওয়া শিক্ষানবিশ আইনজীবী সামিয়া সুলতানা শারমিন তাঁর এক ফেসবুক পোস্টে জানান, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন। এই কমিটিতেও তিনি কোনোভাবেই যুক্ত ছিলেন না। এমনকি কমিটিতে নাম দেওয়ার আগে তাঁকে জানানো হয়নি। তিনি তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে লেখেন, ‘আমি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখিতে পারিলাম যে সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমন্বয়কের সদস্য হিসেবে আমার নাম রয়েছে। আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নই এবং আমি এই কমিটির সঙ্গেও কোনোভাবে জড়িত নই। কে বা কারা আমার নাম এই কমিটিতে দিয়েছে, জানি না। আমি এ বিষয়ে কোনোভাবেই জড়িত ছিলাম না। আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। প্রয়োজনে এ বিষয়ে আইনের আশ্রয় নেব।’
এ বিষয়ে জানতে চাইলে সামিয়া সুলতানা শারমিন বলেন, ‘আমি এ বিষয়ে কিছুই জানতাম না। তারা কোথা থেকে আমার নাম দিল? আমার অনুমতি ছাড়া আমার নাম, মোবাইল নম্বর ব্যবহার করেছে। আমি একজন শিক্ষানবিশ আইনজীবী। আমাকে যারা এই বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে। আমি তাদের শাস্তি চাই।’
এদিকে কমিটিতে উপজেলার গুজাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত সহকারী শিক্ষক জুবায়ের আহমেদকে প্রধান সমন্বয়কারী, শহর যুবলীগের ক্রীড়া সম্পাদক রকিবুল হাসান রকিকে সদস্যসহ আওয়ামী লীগের একাধিক কর্মীকে স্থান দেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। বিভিন্ন সময়ে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ওই সদস্যদের তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেও অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। এসব আলোচনা-সমালোচনার মুখে শনিবার রাতে জেলা এনসিপি কমিটির কার্যক্রম স্থগিত করে।
এ বিষয়ে জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী প্রকৌশলী মো. লিখন মিয়া বলেন, ‘বেশ কিছু অভিযোগের পরিপ্রেক্ষিতে নালিতাবাড়ী শাখার কমিটি স্থগিত করেছে কেন্দ্রীয় কমিটি। এখন থেকে দলের নালিতাবাড়ী শাখার কার্যক্রম শেরপুর জেলা শাখার তত্ত্বাবধানে পরিচালিত হবে। পরবর্তী সময়ে পরিচ্ছন্ন ভাবমূর্তিসম্পন্ন তরুণদের নিয়ে উপজেলা কমিটি গঠন করা হবে।’
শেরপুরের নালিতাবাড়ীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমন্বয় কমিটি গঠনের মাত্র দুই দিন পরই নানা আলোচনা-সমালোচনার মুখে তা স্থগিত করা হয়েছে। আজ শনিবার (২১ জুন) রাতে জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী (দপ্তর) তান্না ইসলাম প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলামের নির্দেশে নালিতাবাড়ী উপজেলা শাখার বর্তমান কমিটির কার্যক্রম, নীতি ও আদর্শবিরোধী বিভিন্ন কর্মকাণ্ড এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগের পরিপ্রেক্ষিতে শেরপুর জেলা শাখার সিদ্ধান্ত অনুযায়ী, ওই কমিটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হলো। অন্তর্বর্তী সময়ে উপজেলা পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জেলা শাখার সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হবে। সকল জেলা ও উপজেলা পর্যায়ের নেতা-কর্মীদের এ সিদ্ধান্ত মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।’
এর আগে ১৯ জুন রাতে এনসিপির কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম স্বাক্ষরিত ৩১ সদস্যের নালিতাবাড়ী উপজেলা সমন্বয় কমিটি প্রকাশ করা হয়। এতে জুবায়ের আহমেদকে প্রধান সমন্বয়ক এবং রাশেদুল হাসান লিখন, মমিনুল ইসলাম, মেরিনা আশা, জাহিদুল ইসলাম, আ. র. ম. বাকী বিল্লাহ, আবীর দেবনাথ দীপু, মেহেদী ফয়সাল সোহাগ, মাসুদ রানা, মেহেদী হাসান রুবেল ও মো. রেজাউল কিবরিয়া খান পনিরকে যুগ্ম সমন্বয়কারী করা হয়। এ ছাড়া সদস্য হিসেবে রাখা হয় হাফিজুর রহমান সাদিক, সঞ্জয় রায়, প্রকৌশলী আলমগীর কবির, সামিয়া সুলতানা শারমিনসহ কয়েকজনকে।
তবে ওই কমিটিতে পদ পাওয়া শিক্ষানবিশ আইনজীবী সামিয়া সুলতানা শারমিন তাঁর এক ফেসবুক পোস্টে জানান, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন। এই কমিটিতেও তিনি কোনোভাবেই যুক্ত ছিলেন না। এমনকি কমিটিতে নাম দেওয়ার আগে তাঁকে জানানো হয়নি। তিনি তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে লেখেন, ‘আমি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখিতে পারিলাম যে সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমন্বয়কের সদস্য হিসেবে আমার নাম রয়েছে। আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নই এবং আমি এই কমিটির সঙ্গেও কোনোভাবে জড়িত নই। কে বা কারা আমার নাম এই কমিটিতে দিয়েছে, জানি না। আমি এ বিষয়ে কোনোভাবেই জড়িত ছিলাম না। আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। প্রয়োজনে এ বিষয়ে আইনের আশ্রয় নেব।’
এ বিষয়ে জানতে চাইলে সামিয়া সুলতানা শারমিন বলেন, ‘আমি এ বিষয়ে কিছুই জানতাম না। তারা কোথা থেকে আমার নাম দিল? আমার অনুমতি ছাড়া আমার নাম, মোবাইল নম্বর ব্যবহার করেছে। আমি একজন শিক্ষানবিশ আইনজীবী। আমাকে যারা এই বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে। আমি তাদের শাস্তি চাই।’
এদিকে কমিটিতে উপজেলার গুজাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত সহকারী শিক্ষক জুবায়ের আহমেদকে প্রধান সমন্বয়কারী, শহর যুবলীগের ক্রীড়া সম্পাদক রকিবুল হাসান রকিকে সদস্যসহ আওয়ামী লীগের একাধিক কর্মীকে স্থান দেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। বিভিন্ন সময়ে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ওই সদস্যদের তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেও অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। এসব আলোচনা-সমালোচনার মুখে শনিবার রাতে জেলা এনসিপি কমিটির কার্যক্রম স্থগিত করে।
এ বিষয়ে জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী প্রকৌশলী মো. লিখন মিয়া বলেন, ‘বেশ কিছু অভিযোগের পরিপ্রেক্ষিতে নালিতাবাড়ী শাখার কমিটি স্থগিত করেছে কেন্দ্রীয় কমিটি। এখন থেকে দলের নালিতাবাড়ী শাখার কার্যক্রম শেরপুর জেলা শাখার তত্ত্বাবধানে পরিচালিত হবে। পরবর্তী সময়ে পরিচ্ছন্ন ভাবমূর্তিসম্পন্ন তরুণদের নিয়ে উপজেলা কমিটি গঠন করা হবে।’
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করার লক্ষ্যে ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। পুলিশ পেশাদারি ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে এ নির্বাচনকে দেশে-বিদেশে একটি দৃষ্টান্তে পরিণত করার আশা ব্যক্ত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
৩ মিনিট আগেঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে দেড় বছর বয়সী শিশু আল মুনতাসিরের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার দুওসুও ইউনিয়নের ছোট পলাশবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
২৪ মিনিট আগেগাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। আজ শুক্রবার সকালে গাজীপুর সাংবাদিক ইউনিয়নের আয়োজনে গাজীপুর প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ সভা হয়।
৩৯ মিনিট আগেসোনারগাঁয়ে খেলতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজের ২০ ঘণ্টা পর রিজভী (৩) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাড়িয়ারচর ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে