Ajker Patrika

কোটাবিরোধী আন্দোলনে উত্তাল বাকৃবি, ট্রেন অবরোধ 

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ০৩ জুলাই ২০২৪, ১৬: ৩৩
কোটাবিরোধী আন্দোলনে উত্তাল বাকৃবি, ট্রেন অবরোধ 

চাকরিতে কোটা বাতিলের দাবিতে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিক্ষোভ সমাবেশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। আজ বুধবার ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ শেষে জব্বারের মোড়ে রেলপথ অবরোধ করেন তাঁরা। এতে প্রায় এক ঘণ্টা আটকে থাকে মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেন। দুর্ভোগ পোহাতে হয় সাধারণ যাত্রীদের। 

বিষয়টি স্বীকার করে রেলওয়ে থানার উপরিদর্শক দীপক পাল আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলনের কারণে ঢাকা থেকে মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনটি প্রায় এক ঘণ্টা আটকে থাকে। পরে শিক্ষার্থীরা আন্দোলন তুলে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ট্রেন আটকে থাকায় সাধারণ যাত্রীসহ মানুষকে কিছুটা ভোগান্তি পোহাতে হয়েছে।’ 

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইরান মিয়া বলেন, ‘চাকরিতে আমরা কোনো ধরনের বৈষম্য চাই না। কোটা পদ্ধতি চাকরিতে বৈষম্য সৃষ্টি করেছে। প্রকৃত মেধাবীরা চাকরিতে আসুক, এখানে আমরা কোনো ধরনের বৈষম্য চাই না। তাই ট্রেন অবরোধ করে আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছি। আগামীকাল রায় যদি আমাদের পক্ষে না আসে, তাহলে আরও কঠোর আন্দোলন ঘোষণা করা হবে।’ 

কোটা বাতিলের দাবিতে বাকৃবি শিক্ষার্থীদের অবরোধ। ছবি: আজকের পত্রিকামারিয়া জান্নাত নামে আরেক শিক্ষার্থী বলেন, ‘আমার শ্বশুর একজন বীর মুক্তিযোদ্ধা। তার পরেও আমি কোটাবিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছি। আমি চাই না, আমি ও আমার ভবিষ্যৎ প্রজন্ম কোটার দোহাই দিয়ে চাকরিতে আসুক। আমি মনে করি, এই কোটা পদ্ধতি বাতিল করা উচিত।’ 

আটকে থাকা মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনের সুপারভাইজার সারোয়ার হোসেন বলেন, ‘শিক্ষার্থীরা লাল কাপড় টানিয়ে ট্রেন থামাতে বাধ্য করেন। পরে আন্দোলনের মুখে প্রায় এক ঘণ্টা ট্রেনটি দাঁড়িয়ে থাকে। এতে ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত