Ajker Patrika

‘ভিজিএফের ১০ কেজির চালে পেয়েছি ৫ কেজি ৮২০ গ্রাম’

কামরুল হাসান রবি, ধোবাউড়া (ময়মনসিংহ) 
আপডেট : ১২ এপ্রিল ২০২৩, ২২: ৩৮
‘ভিজিএফের ১০ কেজির চালে পেয়েছি ৫ কেজি ৮২০ গ্রাম’

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার পোড়াকান্দুলিয়া ইউনিয়নে অতিদরিদ্রদের জন্য ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) কর্মসূচির চাল বিতরণে কম দেওয়ার অভিযোগ উঠেছে। ১০ কেজি করে দেওয়ার কথা থাকলেও কেউ ৫ কেজি, কেউ ৮ কেজি করে চাল পেয়েছেন। তবে, চাল কম দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, পোড়াকান্দুলিয়া ইউনিয়নে ৩ হাজার ৯০৪ জন উপকারভোগীর মধ্যে ৩৯ দশমিক ৪ টন চাল বরাদ্দ করা হয়েছে।

আজ বুধবার দুপুরে পোড়াকান্দুলিয়া ইউপিতে গেলে ভিজিএফের কার্ডে চাল পেয়েছেন এমন বেশ কয়েকজন উপকারভোগী বিতরণে অনিয়ম হওয়ার কথা জানান।

পোড়াকান্দুলিয়া ইউনিয়নের বহরভিটা গ্রামের উপকারভোগী আনোয়ার হোসেন বলেন, ‘ভিজিএফের কার্ডে আমাকে ১০ কেজি চালের পরিবর্তে ৫ কেজি ৮২০ গ্রাম চাল দেওয়া হয়েছে।’ 

বহরভিটা গ্রামের উপকারভোগী চান মিয়া বলেন, ‘আমাকে ইউপি মেম্বার একটি কার্ড দিয়েছেন। কার্ড নিয়ে চাল তোলার পর মেপে দেখি ১০ কেজির পরিবর্তে ৮ কেজি ২৯৫ গ্রাম। নিয়মের কোনো তোয়াক্কা না করে এভাবে চাল কম দেওয়া হলেও তাঁদের বিরুদ্ধে কেউ কিছু বলছে না।’ 

নাম প্রকাশে অনিচ্ছুক পোড়াকান্দুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের এক কর্মী বলেন, ‘আমাদের ইউনিয়নে ১০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও প্রতি কার্ডধারীকে ৭ থেকে ৮ কেজি করে চাল দেওয়া হচ্ছে এবং ইউপি চেয়ারম্যান মঞ্জুরুল হক কিছু চাল রেখে দিয়েছেন বলে শুনেছি।’ 

উপকারভোগীদের মধ্যে সঠিক পরিমাপে চাল বিতরণের জন্য বলেছেন বলে জানান ইউপি চেয়ারম্যান মঞ্জুরুল হক। তিনি বলেন, ‘আমি খোঁজখবর রাখছি, মাঝেমধ্যে দু-একজনের কম হতে পারে।’ চাল রাখার বিষয়ে তিনি বলেন, ‘কিছু চাল খরচের জন্য রেখে দিয়েছি। পরে কম পড়লে সেখান থেকে এনে দিয়ে দিব।’ 

পোড়াকান্দুলিয়া ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণে দায়িত্বরত ট্যাগ অফিসার এ কে এম বদরুদ্দোজা বলেন, ‘সঠিকভাবে চাল দেওয়া হচ্ছে।’ কম দেওয়ার বিষয়ে বলেন, ‘ভুক্তভোগীদের ব্যাগ ছিঁড়া থাকার কারণে চাল কম হতে পারে।’

ইউপি সচিব আমিনুল ইসলাম বলেন, ‘কাউকে চাল কম দেওয়া হচ্ছে না। আমরা সঠিকভাবে চাল বিতরণ করছি।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত শারমিন বলেন, ‘চাল কম দেওয়ার কোনো সুযোগ নেই। আমি খোঁজ নিয়ে ব্যবস্থা নিচ্ছি।’ 

উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান ময়মনসিংহের জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান।

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত