নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
চার দিনের টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার খরস্রোতা ভোগাই ও চেল্লাখালী নদীর বাঁধের বেশ কিছু অংশ ও নদীর পাড় ভেঙে গেছে। বাঁধের ভাঙা অংশ ও নদীর পাড় উপচে প্রবল বেগে লোকালয়ে ঢলের পানি প্রবেশ করায় প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। এতে ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে।
উপজেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড (পাউবো), জনপ্রতিনিধি ও স্থানীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত রোববার থেকে নালিতাবাড়ী উপজেলায় ভারী বর্ষণ শুরু হয়। চার দিনের ভারী বর্ষণ ও উজানে ভারতের মেঘালয় রাজ্য থেকে আসা ঢলের তোড়ে ভোগাই ও চেল্লাখালী নদীর বিভিন্ন অংশে বাঁধ ভেঙে যায় ও ক্ষতিগ্রস্ত হয়। এতে প্লাবিত হয় উপজেলার বাঘবেড়, কলসপাড়, যোগানিয়া ও মরিচপুরান ইউনিয়নের বিভিন্ন গ্রাম। পানিবন্দী হয়ে পড়ে কয়েক’শ পরিবার।
এদিকে ঢলের তোড়ে উপজেলার চেল্লাখালী নদী অংশের উত্তর চেল্লাখালী এলাকায় ১০০ মিটার ও সন্নাসীভিটা এলাকায় ৮০ মিটার বাঁধ ভেঙে গেছে। এ ছাড়াও ভোগাই নদীর অংশে পৌর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় ৩০ মিটার, খালভাঙা এলাকায় নির্মাণাধীন বাঁধের ১৭০ মিটার ও পালপাড়া এলাকার বিভিন্ন অংশে ২০০ মিটার বাঁধ ভেঙে গেছে। এ ছাড়া ঢলের পানিতে নালিতাবাড়ী-নকলা সড়কে ভাইটকামারী সেতুর দুপাশের সড়ক ভেঙে যাওয়ায় সেতুটি ঝুঁকিতে রয়েছে।
এদিকে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় প্রায় ২৫ হেক্টর আমনের বীজতলা ও ১২ হেক্টর সবজি পানিতে তলিয়ে গেছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মওদুদ আহম্মেদ।
কলসপাড় ইউনিয়নের বাসিন্দা রফিজ উদ্দীন বলেন, ‘দুই দিন যাবৎ পানিবন্দী রয়েছি। নিচু এলাকা হওয়ায় আমাদের এখান থেকে পানি সরতে দেরি হয়। আমার আমনের বীজতলাও পানিতে তলিয়ে গেছে।’
পৌরমেয়র আবু বক্কর সিদ্দিক বলেন, ‘পৌরশহরের ভোগাই নদীর ভাঙন অংশ পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত প্রায় শতাধিক পরিবারকে ২০০ করে টাকা দিয়েছি। ভাঙন অংশ মেরামতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা বলেন, পাহাড়ি ঢলের কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিকভাবে সহযোগিতা করা হবে।
শেরপুর পাউবোর প্রকৌশলী নাকিবুজ্জামান খান বলেন, বুধবার দুপুরে ভোগাই নদীর পানি বিপৎসীমার ১০২ সেন্টিমিটার নিচ দিয়ে এবং চেল্লাখালী নদীর পানি বিপৎসীমার ৪৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নদী দুটির ভাঙন অংশ ও ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতে তালিকা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে।
চার দিনের টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার খরস্রোতা ভোগাই ও চেল্লাখালী নদীর বাঁধের বেশ কিছু অংশ ও নদীর পাড় ভেঙে গেছে। বাঁধের ভাঙা অংশ ও নদীর পাড় উপচে প্রবল বেগে লোকালয়ে ঢলের পানি প্রবেশ করায় প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। এতে ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে।
উপজেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড (পাউবো), জনপ্রতিনিধি ও স্থানীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত রোববার থেকে নালিতাবাড়ী উপজেলায় ভারী বর্ষণ শুরু হয়। চার দিনের ভারী বর্ষণ ও উজানে ভারতের মেঘালয় রাজ্য থেকে আসা ঢলের তোড়ে ভোগাই ও চেল্লাখালী নদীর বিভিন্ন অংশে বাঁধ ভেঙে যায় ও ক্ষতিগ্রস্ত হয়। এতে প্লাবিত হয় উপজেলার বাঘবেড়, কলসপাড়, যোগানিয়া ও মরিচপুরান ইউনিয়নের বিভিন্ন গ্রাম। পানিবন্দী হয়ে পড়ে কয়েক’শ পরিবার।
এদিকে ঢলের তোড়ে উপজেলার চেল্লাখালী নদী অংশের উত্তর চেল্লাখালী এলাকায় ১০০ মিটার ও সন্নাসীভিটা এলাকায় ৮০ মিটার বাঁধ ভেঙে গেছে। এ ছাড়াও ভোগাই নদীর অংশে পৌর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় ৩০ মিটার, খালভাঙা এলাকায় নির্মাণাধীন বাঁধের ১৭০ মিটার ও পালপাড়া এলাকার বিভিন্ন অংশে ২০০ মিটার বাঁধ ভেঙে গেছে। এ ছাড়া ঢলের পানিতে নালিতাবাড়ী-নকলা সড়কে ভাইটকামারী সেতুর দুপাশের সড়ক ভেঙে যাওয়ায় সেতুটি ঝুঁকিতে রয়েছে।
এদিকে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় প্রায় ২৫ হেক্টর আমনের বীজতলা ও ১২ হেক্টর সবজি পানিতে তলিয়ে গেছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মওদুদ আহম্মেদ।
কলসপাড় ইউনিয়নের বাসিন্দা রফিজ উদ্দীন বলেন, ‘দুই দিন যাবৎ পানিবন্দী রয়েছি। নিচু এলাকা হওয়ায় আমাদের এখান থেকে পানি সরতে দেরি হয়। আমার আমনের বীজতলাও পানিতে তলিয়ে গেছে।’
পৌরমেয়র আবু বক্কর সিদ্দিক বলেন, ‘পৌরশহরের ভোগাই নদীর ভাঙন অংশ পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত প্রায় শতাধিক পরিবারকে ২০০ করে টাকা দিয়েছি। ভাঙন অংশ মেরামতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা বলেন, পাহাড়ি ঢলের কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিকভাবে সহযোগিতা করা হবে।
শেরপুর পাউবোর প্রকৌশলী নাকিবুজ্জামান খান বলেন, বুধবার দুপুরে ভোগাই নদীর পানি বিপৎসীমার ১০২ সেন্টিমিটার নিচ দিয়ে এবং চেল্লাখালী নদীর পানি বিপৎসীমার ৪৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নদী দুটির ভাঙন অংশ ও ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতে তালিকা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
৩ ঘণ্টা আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
৩ ঘণ্টা আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
৩ ঘণ্টা আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে