দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
তিন মাস আগে ৫০ শতক জমিতে জৈব পদ্ধতিতে করলা চাষ করেন কৃষক কাজীম উদ্দিন তালুকদার। ইতিমধ্যে দুই চালান বাজারজাত করেছেন। ভবিষ্যতে আরও ৮ থেকে ১০টি চালান দেবেন। এতে খরচ মিটিয়ে প্রায় পাঁচ গুণ লাভের আশা করছেন তিনি। তাঁর এ সফলতা দেখে এই গ্রামের অন্য কৃষকরাও এ পদ্ধতিতে চাষ করতে আগ্রহী হচ্ছেন।
কৃষক কাজীম উদ্দিন তালুকদারের বাড়ি দুর্গাপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চারিয়া গ্রামে। স্থানীয় কৃষি কর্মকর্তার পরামর্শে এই উদ্যোগ নিয়েছিলেন তিনি।
সরেজমিন দেখা যায়, কাজীম উদ্দিন প্রথমবারের মতো এই প্যাটার্নের মাচা তৈরি করে সারিবদ্ধভাবে বিজয় জাতের কয়েক হাজার করলাগাছ লাগিয়েছেন। প্রতিটি গাছের ডগায় মৃদু হাওয়ায় যেন দুলছে তাঁর স্বপ্ন। সবুজ পাতায় ঘেরা মাচায় থরে থরে ঝুলছে করলা। কাজীম উদ্দিন ও তাঁর স্ত্রীসহ পরিবারের শিশুরাও জমি থেকে করলা সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন। এ করলা নিয়ে বাজারে যেতে হচ্ছে না। করলার চাহিদা ও দাম ভালো থাকায় খেত থেকেই কিনে নিয়ে যাচ্ছেন পাইকারেরা। প্রতি মণ করলা বিক্রয় করছেন ২ হাজার টাকা দরে।
কৃষক কাজীম উদ্দিন জানান, ৫০ শতাংশ জমিতে করলা চাষে সব মিলিয়ে ৪০ হাজার টাকার মতো খরচ হয়েছে। ভালো ফলন হয়েছে।
তিনি আরও বলেন, ‘আমি দুই চালান বিক্রি করেছি। আরও অনেকগুলো চালান দেব। আর যে ফলন হয়েছে, চাষাবাদের সব খরচ বাদ দিয়ে প্রায় দুই লাখ টাকার লাভবান হওয়ার সম্ভাবনা দেখছি।’
কাজীম উদ্দিনের এই সাফল্য দেখে এখন আশপাশের অনেক কৃষক এ পদ্ধতিতে করলা চাষে আগ্রহী হচ্ছেন। স্থানীয় বাসিন্দা ও কৃষক সিরাজুল ইসলাম নামের একজন বলেন, ‘জৈব পদ্ধতিতে এই করলা চাষের ভালো ফলন দেখে আমার ভালো লেগেছে। ভাবছি আমিও তার এই পদ্ধতিতে করলা চাষ করব।’
সুলতান ফকির নামের আরও একজন কৃষক বলেন, ‘কাজীম উদ্দিনের করলা চাষে যে ফলন হয়ে, এতে বুঝছি বেশি লাভবান হওয়া যাবে। তার সফলতা আমাদের মতো কৃষকদের আগ্রহ বাড়াচ্ছে। আমি নিজেও ওই পদ্ধতি ব্যবহার করে করলা চাষ করব।’
উপজেলা কৃষি কর্মকর্তা নিপা বিশ্বাস বলেন, ‘এবার দুর্গাপুর উপজেলায় ৬০ হেক্টর জমিতে করলা চাষ হয়েছে। কৃষক কাজীম উদ্দিনকে ফ্রিপ প্রকল্পের আওতায় করলার প্রদর্শনী দেওয়া হয়েছে। আমরা এক বিঘার জন্য দিয়েছিলাম, কিন্তু তিনি আরও বেশি জমিতে কীটনাশক ছাড়াই জৈব পদ্ধতিতে করলা চাষ করেছেন এবং সফলতাও পেয়েছে। তাঁর করলা স্বাস্থ্যের জন্য ভালো।’
তিন মাস আগে ৫০ শতক জমিতে জৈব পদ্ধতিতে করলা চাষ করেন কৃষক কাজীম উদ্দিন তালুকদার। ইতিমধ্যে দুই চালান বাজারজাত করেছেন। ভবিষ্যতে আরও ৮ থেকে ১০টি চালান দেবেন। এতে খরচ মিটিয়ে প্রায় পাঁচ গুণ লাভের আশা করছেন তিনি। তাঁর এ সফলতা দেখে এই গ্রামের অন্য কৃষকরাও এ পদ্ধতিতে চাষ করতে আগ্রহী হচ্ছেন।
কৃষক কাজীম উদ্দিন তালুকদারের বাড়ি দুর্গাপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চারিয়া গ্রামে। স্থানীয় কৃষি কর্মকর্তার পরামর্শে এই উদ্যোগ নিয়েছিলেন তিনি।
সরেজমিন দেখা যায়, কাজীম উদ্দিন প্রথমবারের মতো এই প্যাটার্নের মাচা তৈরি করে সারিবদ্ধভাবে বিজয় জাতের কয়েক হাজার করলাগাছ লাগিয়েছেন। প্রতিটি গাছের ডগায় মৃদু হাওয়ায় যেন দুলছে তাঁর স্বপ্ন। সবুজ পাতায় ঘেরা মাচায় থরে থরে ঝুলছে করলা। কাজীম উদ্দিন ও তাঁর স্ত্রীসহ পরিবারের শিশুরাও জমি থেকে করলা সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন। এ করলা নিয়ে বাজারে যেতে হচ্ছে না। করলার চাহিদা ও দাম ভালো থাকায় খেত থেকেই কিনে নিয়ে যাচ্ছেন পাইকারেরা। প্রতি মণ করলা বিক্রয় করছেন ২ হাজার টাকা দরে।
কৃষক কাজীম উদ্দিন জানান, ৫০ শতাংশ জমিতে করলা চাষে সব মিলিয়ে ৪০ হাজার টাকার মতো খরচ হয়েছে। ভালো ফলন হয়েছে।
তিনি আরও বলেন, ‘আমি দুই চালান বিক্রি করেছি। আরও অনেকগুলো চালান দেব। আর যে ফলন হয়েছে, চাষাবাদের সব খরচ বাদ দিয়ে প্রায় দুই লাখ টাকার লাভবান হওয়ার সম্ভাবনা দেখছি।’
কাজীম উদ্দিনের এই সাফল্য দেখে এখন আশপাশের অনেক কৃষক এ পদ্ধতিতে করলা চাষে আগ্রহী হচ্ছেন। স্থানীয় বাসিন্দা ও কৃষক সিরাজুল ইসলাম নামের একজন বলেন, ‘জৈব পদ্ধতিতে এই করলা চাষের ভালো ফলন দেখে আমার ভালো লেগেছে। ভাবছি আমিও তার এই পদ্ধতিতে করলা চাষ করব।’
সুলতান ফকির নামের আরও একজন কৃষক বলেন, ‘কাজীম উদ্দিনের করলা চাষে যে ফলন হয়ে, এতে বুঝছি বেশি লাভবান হওয়া যাবে। তার সফলতা আমাদের মতো কৃষকদের আগ্রহ বাড়াচ্ছে। আমি নিজেও ওই পদ্ধতি ব্যবহার করে করলা চাষ করব।’
উপজেলা কৃষি কর্মকর্তা নিপা বিশ্বাস বলেন, ‘এবার দুর্গাপুর উপজেলায় ৬০ হেক্টর জমিতে করলা চাষ হয়েছে। কৃষক কাজীম উদ্দিনকে ফ্রিপ প্রকল্পের আওতায় করলার প্রদর্শনী দেওয়া হয়েছে। আমরা এক বিঘার জন্য দিয়েছিলাম, কিন্তু তিনি আরও বেশি জমিতে কীটনাশক ছাড়াই জৈব পদ্ধতিতে করলা চাষ করেছেন এবং সফলতাও পেয়েছে। তাঁর করলা স্বাস্থ্যের জন্য ভালো।’
মানিকগঞ্জের মুলজানে আবাসিক এলাকা থেকে পৌরসভার ভাগাড় স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় মুলজান এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে শিক্ষার্থীরা দ্রুত ভাগাড় স্থানান্তরের দাবি জানায়। এসময় এলাকার নানা বয়সী নারী-পুরুষও তাদের সঙ্গে মানবন্ধনে...
১৫ মিনিট আগেগাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)। আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
২৩ মিনিট আগেআগামী এক সপ্তাহের মধ্যে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাশের ফাঁসি কার্যকরের তারিখ ঘোষণার দাবি জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন। সংগঠনটি হুঁশিয়ারি দিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তারিখ ঘোষণা না হলে তারা কঠোর কর্মসূচিতে যাবে।
৩৯ মিনিট আগেযশোরের মনিরামপুরে চোর ধরতে গিয়ে চোরের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার ভোরের দিকে উপজেলার মনিরামপুর-খেদাপাড়া সড়কে স্থানীয় পুলিশ ফাঁড়ির অদূরে এ ঘটনা ঘটে। এসময় দুই পুলিশকে আহত করে গরুসহ পিকআপ নিয়ে পালিয়ে যায় চোরের দল। পরে পুলিশের অন্য সদস্যরা যশোর-চুকনগর সড়কের কেশবপুর অঞ্চল থেকে চোরাই...
১ ঘণ্টা আগে