Ajker Patrika

ঈশ্বরগঞ্জে শেখ মুজিবের ম্যুরালসহ গুঁড়িয়ে দেওয়া হলো বিজয়-৭১ চত্বর

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ঈশ্বরগঞ্জে শেখ মুজিবের ম্যুরালসহ গুঁড়িয়ে দেওয়া হয় বিজয়-৭১ চত্বর। ছবি: আজকের পত্রিকা
ঈশ্বরগঞ্জে শেখ মুজিবের ম্যুরালসহ গুঁড়িয়ে দেওয়া হয় বিজয়-৭১ চত্বর। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শেখ মুজিবের ম্যুরাল ও বিজয়-৭১ চত্বর গুঁড়িয়ে দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে এস্কেভেটর দিয়ে গুঁড়িয়ে দিতে অভিযান শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা।

বিক্ষুব্ধ ছাত্র-জনতা ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের ঈশ্বরগঞ্জ পৌর এলাকার মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স মোড়ের বিজয়-৭১ চত্বরটি প্রথমে ভাঙচুর করে। ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের মাঝখানে একটি ফোয়ারা নির্মাণ করে পৌরসভা। শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধাদের ভাস্কর্য বসানো হয়েছিল ফোয়ারাটির চার পাশে। মুক্তিযোদ্ধা ভিত্তিক ভাস্কর্যের মাঝে দুটি মানুষ আকৃতি হাত তুলে লাল-সবুজের জাতীয় পতাকা বহন করছিল।

ঈশ্বরগঞ্জ পৌরসভা নির্মিত চত্বরটির নাম দেওয়া হয় বিজয়-৭১ চত্বর। এ কারণে যানবাহন চলাচলে অসুবিধা এবং এ কারণে যানজট সৃষ্টি হওয়ায় এটি অপসারণের দাবি ছিল দীর্ঘ দিনের। বিজয়-৭১ চত্বরটি ৫ আগস্টের পর বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে শহীদ শাহরিয়ার বিন মতিনের নামে নামকরণ করা হয়েছিল। চত্বরটি ভাঙার পর পাশের মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ চত্বরে থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করা। এ সময় ছাত্র-জনতা ফ্যাসিস্ট শেখ হাসিনাবিরোধী স্লোগানে মুখর করে তোলে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঈশ্বরগঞ্জ উপজেলার সংগঠক হাসানুর রহমান সজীব, মোহাইমিনুল ইসলামসহ স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের তত্ত্বাবধানে এসব গুঁড়িয়ে দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত