Ajker Patrika

তারাকান্দায় ইউপি চেয়ারম্যানের করোনায় মৃত্যু

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ০২ আগস্ট ২০২১, ১২: ৫৯
তারাকান্দায় ইউপি চেয়ারম্যানের করোনায় মৃত্যু

ময়মনসিংহ তারাকান্দা উপজেলার ১ নম্বর তারাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল জব্বার (৫৫) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন লেন এবং টানা দুইবার ওই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন।

চেয়ারম্যানের পরিবার সূত্র জানা যায়, প্রায় ১৫ দিন আগে তিনি করোনায় আক্রান্ত হন। তখন থেকে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থা অবনতি হলে তাঁকে নেওয়া হয় আইসিইউতে। সেখানে তাঁর মৃত্যু হয়। আজ দুপুর ২টা ৩০ মিনিটে তাঁর নিজ বাসভবনে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে বলে পরিবার সূত্রে জানা যায়। 

তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজাবে রহমত বলেন, মো. আব্দুল জব্বার একজন দায়িত্বশীল, দক্ষ ও চৌকস চেয়ারম্যান ছিলেন। তাঁর মৃত্যুতে তারাকান্দা ইউনিয়ন ও তারাকান্দা উপজেলার অপূরণীয় ক্ষতি হলো। তাঁর মৃত্যুতে উপজেলা প্রশাসন গভীরভাবে শোকাহত। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত