মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নে পরিষদে দুই গ্রাম পুলিশকে পেটানোর অভিযোগ পাওয়া গেছে মাহমুদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. শাহিনুর রহমান শাহীনের বিরুদ্ধে।
গতকাল সোমবার দুপুর ১২টা দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। আহত দুই গ্রাম পুলিশ হলেন—মাহমুদপুরের সংখ্যালঘু পরিবারের চিমুর ছেলে ও মাহমুদপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বুলেট (৩০) ও সুরেনের ছেলে গ্রাম পুলিশ বিমল চন্দ্র (৪০)। আহতরা জামালপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে মাহমুদপুর ইউনিয়ন পরিষদ চত্বরে মাহমুদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহানুর রহমান শাহীনের ছোট ভাই শাকিলের সঙ্গে গ্রাম পুলিশ বুলেটের কথা-কাটাকাটি হয়। খবর পেয়ে শাহীন ঘটনাস্থলে এসে গ্রাম পুলিশ বুলেটকে কাঠ দিয়ে বেধড়ক পেটান। বুলেটকে তাঁর সহকর্মী বিমল রক্ষা করতে গেলে তিনি মারধরের শিকার হন।
আহত বুলেট বলেন, ‘দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে যুবলীগ নেতা শাহিনুর রহমান শাহিনের ছোট ভাই শাকিল আমাকে কলম আনতে বলে। আমি খোঁজাখুঁজি করে কলম না পেয়ে তাকে বলি যে, ভাই কলম পাইলাম না। তারপরে আমাকে গালিগালাজ করে। তারপরে ইউনিয়ন পরিষদ সচিব আমাদের মিল করিয়ে দেন। পরে শাকিল ইউনিয়ন পরিষদের দোতলায় গিয়ে আমাকে গালিগালাজ করেন, আর তাঁর বড় ভাই যুবলীগ নেতাকে ফোন দিয়ে বলে। পরে শাহিনুর রহমান শাহিন ইউনিয়ন পরিষদে এসে আমাকে কাঠ দিয়ে আমাকে পেটাতে থাকে। বিমল চন্দ্র ছাড়াতে এলে তাকে মারধর করে। পরে স্থানীয়রা উদ্ধার করে মেলান্দহ হাসপাতালে ভর্তি করে।’
জামালপুর সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক শিল্পী রানী রায় বলেন, ‘দুই গ্রাম পুলিশ চিকিৎসাধীন। একজনের হাতে আঘাতের চিহ্ন রয়েছে।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মাহমুদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহানুর রহমান শাহীন বলেন, ‘ইউনিয়ন পরিষদে এমনি কথা-কাটাকাটি হয়। এ বিষয়টি উপজেলা নেতাকর্মীদের বলা হয়েছে এবং আজম ভাইয়ের (মেলান্দহ-মাদারগঞ্জ-৩ আসনের সাংসদ সদস্য মির্জা আজম) সঙ্গে এ বিষয়টি নিয়ে কথা বলেছি।’
উপজেলা যুবলীগের সভাপতি ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, ‘মাহমুদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহানুর রহমান শাহীন বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, ‘মারামারির ঘটনা সময় আমি ইউনিয়ন পরিষদে ছিলাম না। হাসপাতালে গিয়ে তাদের দেখে এসেছি।’
এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ‘এ ঘটনাটি আমি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নে পরিষদে দুই গ্রাম পুলিশকে পেটানোর অভিযোগ পাওয়া গেছে মাহমুদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. শাহিনুর রহমান শাহীনের বিরুদ্ধে।
গতকাল সোমবার দুপুর ১২টা দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। আহত দুই গ্রাম পুলিশ হলেন—মাহমুদপুরের সংখ্যালঘু পরিবারের চিমুর ছেলে ও মাহমুদপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বুলেট (৩০) ও সুরেনের ছেলে গ্রাম পুলিশ বিমল চন্দ্র (৪০)। আহতরা জামালপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে মাহমুদপুর ইউনিয়ন পরিষদ চত্বরে মাহমুদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহানুর রহমান শাহীনের ছোট ভাই শাকিলের সঙ্গে গ্রাম পুলিশ বুলেটের কথা-কাটাকাটি হয়। খবর পেয়ে শাহীন ঘটনাস্থলে এসে গ্রাম পুলিশ বুলেটকে কাঠ দিয়ে বেধড়ক পেটান। বুলেটকে তাঁর সহকর্মী বিমল রক্ষা করতে গেলে তিনি মারধরের শিকার হন।
আহত বুলেট বলেন, ‘দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে যুবলীগ নেতা শাহিনুর রহমান শাহিনের ছোট ভাই শাকিল আমাকে কলম আনতে বলে। আমি খোঁজাখুঁজি করে কলম না পেয়ে তাকে বলি যে, ভাই কলম পাইলাম না। তারপরে আমাকে গালিগালাজ করে। তারপরে ইউনিয়ন পরিষদ সচিব আমাদের মিল করিয়ে দেন। পরে শাকিল ইউনিয়ন পরিষদের দোতলায় গিয়ে আমাকে গালিগালাজ করেন, আর তাঁর বড় ভাই যুবলীগ নেতাকে ফোন দিয়ে বলে। পরে শাহিনুর রহমান শাহিন ইউনিয়ন পরিষদে এসে আমাকে কাঠ দিয়ে আমাকে পেটাতে থাকে। বিমল চন্দ্র ছাড়াতে এলে তাকে মারধর করে। পরে স্থানীয়রা উদ্ধার করে মেলান্দহ হাসপাতালে ভর্তি করে।’
জামালপুর সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক শিল্পী রানী রায় বলেন, ‘দুই গ্রাম পুলিশ চিকিৎসাধীন। একজনের হাতে আঘাতের চিহ্ন রয়েছে।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মাহমুদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহানুর রহমান শাহীন বলেন, ‘ইউনিয়ন পরিষদে এমনি কথা-কাটাকাটি হয়। এ বিষয়টি উপজেলা নেতাকর্মীদের বলা হয়েছে এবং আজম ভাইয়ের (মেলান্দহ-মাদারগঞ্জ-৩ আসনের সাংসদ সদস্য মির্জা আজম) সঙ্গে এ বিষয়টি নিয়ে কথা বলেছি।’
উপজেলা যুবলীগের সভাপতি ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, ‘মাহমুদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহানুর রহমান শাহীন বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, ‘মারামারির ঘটনা সময় আমি ইউনিয়ন পরিষদে ছিলাম না। হাসপাতালে গিয়ে তাদের দেখে এসেছি।’
এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ‘এ ঘটনাটি আমি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
আজ মে দিবস। তবে মেহেরপুরের গাংনী উপজেলার অধিকাংশ দিনমজুর জানেন না মে দিবস কী। অধিকাংশ শ্রমিক বলছেন, ‘আমরা দিবস দিয়ে কী করব, না খাটলে যখন মুখে ভাত ওঠে না। তা ছাড়া আমরা দিবস–টিবস অত বুঝি না। দিনমজুর খেটে খেতে হবে এটাই বুঝি। কাজ করলে টাকা পাব, সেই টাকা দিয়ে পরিবারের মুখে ভাত তুলে দেব, আমরা এটাই বুঝি।
৪ মিনিট আগেকুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যান উল্টে প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যানবাহনের চালক ও যাত্রীরা। আজ বৃহস্পতিবার উপজেলার নূরীতলা এলাকায় এ ঘটনা ঘটে।
৯ মিনিট আগেমে দিবস এলে দিনটিতে শুধু দিবসই পালন হয়, মজুরি বাড়ে না। এমন অভিযোগ দিনমজুরদের। তাঁরা বলছেন, দিন–রাত সমানতালে কাজ করে যেমন ফুরসত মেলে না ঠিক, তেমনি বাড়ে না তাঁদের মজুরি। দ্রব্যমূল্য অনুযায়ী ন্যায্য মজুরি না পেয়ে তাঁদের সংসারে টানাটানি। দিবসটি ঘিরে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন বিভিন্ন আয়োজনে পালন
৩৫ মিনিট আগেমিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মাছ ধরা অবস্থায় চার জেলেকে ধরে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের দমদমিয়ার লাল দ্বীপ এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে