Ajker Patrika

প্রতিমা বিসর্জন দিতে গিয়ে যুবক নিহত

জামালপুর প্রতিনিধি
আপডেট : ০৬ অক্টোবর ২০২২, ১০: ২৪
প্রতিমা বিসর্জন দিতে গিয়ে যুবক নিহত

প্রতিমা বিসর্জন দিতে গিয়ে ব্রহ্মপুত্র নদে ডুবে আকাশ (১৯) নামে এক যুবক মারা গেছেন। গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে মারা যান তিনি।

নিহত আকাশ শহরের মুকুন্দবাড়ী গ্রামের সুজাউদ্দৌলার ছেলে। তিনি পেশায় মোটরসাইকেলের মিস্ত্রি ছিলেন। 

নিহতের বাবা সুজাদ্দৌল্লাহ্ বলেন, ‘আমার ছেলে আকাশ ছোটবেলা থেকেই প্রতিমা বিসর্জন দিতে আসত। আজ দুপুর ১টার দিকে প্রতিমা বিসর্জন দিতে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যায় শহরের ফেরিঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে প্রতিমা বিসর্জনের সময় ডুব দেয়। এরপর আর না উঠে আসায় উপস্থিত ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাঁকে উদ্ধারের চেষ্টা চালায়। প্রায় এক ঘণ্টা পর তাঁকে উদ্ধার করা হয়। পরে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আমার ছেলেকে মৃত ঘোষণা করেন।’ 

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, আজ শহরের ঐতিহ্যবাহী ব্রহ্মপুত্র নদে প্রতিমা বিসর্জন করার সময় আকাশ নামে এক যুবক ডুব দিয়ে নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল তাঁকে উদ্ধার করে। পরে তাঁকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আকাশকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

পাকিস্তান সেনাপ্রধানের পরমাণু যুদ্ধের হুমকির জবাবে যা বলল ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত