Ajker Patrika

মাদ্রাসায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ছাত্র নিহত

শেরপুর প্রতিনিধি
আপডেট : ০৮ মে ২০২২, ১৫: ০৭
মাদ্রাসায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ছাত্র নিহত

শেরপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. ফাহিম মিয়া (১৬) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। আজ রোববার সকালে শেরপুরের তাতালপুর এলাকায় শেরপুর-ঝিনাইগাতী সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মো. সজীব মিয়া (১৫) নামে আরও এক মাদ্রাসাছাত্র আহত হয়েছে। 

নিহত ফাহিম শ্রীবরদী উপজেলার ইন্দিলপুর গ্রামের মো. ফারুক মিয়ার ছেলে। সে সদর উপজেলার তাতালপুর দারুস সুন্নত ইন্টারন্যাশনাল মাদ্রাসার কোরআনে হাফেজ শাখার শিক্ষার্থী ছিল। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ৮টার দিকে মাদ্রাসাছাত্র ফাহিম তার সহপাঠী সজীবকে নিয়ে মোটরসাইকেলে করে তাতালপুর দারুস সুন্নত ইন্টারন্যাশনাল মাদ্রাসার উদ্দেশে যাচ্ছিল। পথে তারা তাতালপুর বাজার এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্ববর্তী একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলচালক ফাহিম ঘটনাস্থলেই মারা যায়। এ সময় সজীব গুরুতর আহত হয়। 

পরে স্থানীয় লোকজন সজীবকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সজীব সেখানেই চিকিৎসাধীন রয়েছে। 

এ বিষয়ে সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. রুবেল মিয়া বলেন, নিহতের মরদেহ বিনা ময়নাতদন্তে গ্রহণের জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। তবে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত