নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র আসাদুল হক ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে র্যাব। তাঁর বিরুদ্ধে কেন্দুয়ায় এক ব্যবসায়ীর দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও ৩৪ লাখ টাকার মালামাল লুটের মামলা রয়েছে।
গতকাল বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের আসাদ অ্যাভিনিউ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব।
আজ বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ র্যাব-১৪ এর কিশোরগঞ্জ ক্যাম্পের (সিপিসি-২) কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।
মামলার বরাত দিয়ে র্যাব জানায়, গত ২৮ জুলাই কেন্দুয়া পৌরশহরের ‘তানজিম শপিং পয়েন্ট অ্যান্ড গিফট কর্নার; নামের একটি দোকানের হামলা চালায় আসাদুল হক ভূঁইয়ার নেতৃত্বে একদল লোক। দোকান ভাঙচুর করার পাশাপাশি ৩৪ লাখ টাকার মালামাল নিয়ে যায়।
এই ঘটনায় দোকান মালিক মো. মোবারক হোসেন বাদী হয়ে কেন্দুয়া থানায় ২১ আগস্ট দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন। এতে নির্দেশদাতা স্থানীয় সাবেক এমপি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অসীম কুমার উকিল, তাঁর স্ত্রী সাবেক সংসদ সদস্য অপু উকিল, কেন্দুয়া পৌর মেয়র আসাদুল হক ভূঁইয়াসহ আওয়ামী লীগের ৪৪৮ নেতা-কর্মীকে আসামি করা হয়। সরকার পতনের পর থেকে আসামিরা এলাকা ছেড়ে পালিয়েছেন।
এদিকে র্যাব আসামিদের গ্রেপ্তারে নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের আসাদ অ্যাভিনিউ এলাকায় আসাদুল হক ভূঁইয়ার অবস্থান নিশ্চিত হয়। পরে র্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্প ও র্যাব-২, সিপিসি-১ এর অভিযানে র্যাবের একটি দল তাঁকে গ্রেপ্তার করে।
কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসাদুল হক ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাঁকে কেন্দুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান র্যাব কর্মকর্তা আশরাফুল কবির।
নেত্রকোনার কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র আসাদুল হক ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে র্যাব। তাঁর বিরুদ্ধে কেন্দুয়ায় এক ব্যবসায়ীর দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও ৩৪ লাখ টাকার মালামাল লুটের মামলা রয়েছে।
গতকাল বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের আসাদ অ্যাভিনিউ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব।
আজ বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ র্যাব-১৪ এর কিশোরগঞ্জ ক্যাম্পের (সিপিসি-২) কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।
মামলার বরাত দিয়ে র্যাব জানায়, গত ২৮ জুলাই কেন্দুয়া পৌরশহরের ‘তানজিম শপিং পয়েন্ট অ্যান্ড গিফট কর্নার; নামের একটি দোকানের হামলা চালায় আসাদুল হক ভূঁইয়ার নেতৃত্বে একদল লোক। দোকান ভাঙচুর করার পাশাপাশি ৩৪ লাখ টাকার মালামাল নিয়ে যায়।
এই ঘটনায় দোকান মালিক মো. মোবারক হোসেন বাদী হয়ে কেন্দুয়া থানায় ২১ আগস্ট দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন। এতে নির্দেশদাতা স্থানীয় সাবেক এমপি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অসীম কুমার উকিল, তাঁর স্ত্রী সাবেক সংসদ সদস্য অপু উকিল, কেন্দুয়া পৌর মেয়র আসাদুল হক ভূঁইয়াসহ আওয়ামী লীগের ৪৪৮ নেতা-কর্মীকে আসামি করা হয়। সরকার পতনের পর থেকে আসামিরা এলাকা ছেড়ে পালিয়েছেন।
এদিকে র্যাব আসামিদের গ্রেপ্তারে নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের আসাদ অ্যাভিনিউ এলাকায় আসাদুল হক ভূঁইয়ার অবস্থান নিশ্চিত হয়। পরে র্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্প ও র্যাব-২, সিপিসি-১ এর অভিযানে র্যাবের একটি দল তাঁকে গ্রেপ্তার করে।
কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসাদুল হক ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাঁকে কেন্দুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান র্যাব কর্মকর্তা আশরাফুল কবির।
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৪ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
৪ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
৪ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৬ ঘণ্টা আগে