নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইলের বাঁশহাটি উচ্চ বিদ্যালয়ের পুকুর দখলের অভিযোগ উঠেছে বিদ্যালয়ের সাবেক সভাপতির পরিবারের বিরুদ্ধে। আজ বুধবার সকালে বিদ্যালয়ের অফিস কক্ষে সংবাদ সম্মেলন করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন বলেন, বিদ্যালয়টি ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হয়। সেই থেকে পাশের ৫০ শতাংশ জমি বিদ্যালয় ভোগ করে আসছে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং পরবর্তী সময়ে সভাপতি মো. মনোয়ার হোসেন ভূঁইয়ার উপস্থিতিতে পুকুর থেকে মাছ বিক্রি করে বিদ্যালয়ের ফান্ডে জমা রাখা হয়। সর্বশেষ ২০১৮-২০২০ সাল পর্যন্ত সভাপতি থাকা অবস্থায়ও তিনি পুকুরটি নিজের বলে দাবি করেননি।
নাসির উদ্দিন আরও বলেন, মো. মনোয়ার হোসেন ভূঁইয়ার মৃত্যুর এক সপ্তাহ পর থেকে তাঁর পরিবারের লোকজন পুকুরটি নিজের বলে দাবি করে। গত ২৮ জুলাই পুকুরটি দখলে নিতে ভেকু দিয়ে মাটি কেটে নেয়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নান্দাইল মডেল থানায় লিখিতভাবে জানানো হয়েছে।
বাঁশহাটি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. নজরুল ইসলাম ভূঁইয়া বলেন, বিদ্যালয়ের পুকুরটি জোর করেই দখল করে নেওয়া হচ্ছে। পুকুর নিজেদের দাবি করে গত ২০ জানুয়ারি ঈশ্বরগঞ্জ আদালতে মামলা করে তারা। মামলাটি বিচারাধীন থাকলেও তারা দখলে নেওয়ার চেষ্টা করছে।
এ বিষয়ে জানতে বিদ্যালয়ের সাবেক সভাপতি প্রয়াত মনোয়ার হোসেন ভূঁইয়ার ছেলে উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক চণ্ডীপাশা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান এমদাদুল হক ভূঁইয়ার মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
সংবাদ সম্মেলনে বাঁশহাটি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ময়মনসিংহের নান্দাইলের বাঁশহাটি উচ্চ বিদ্যালয়ের পুকুর দখলের অভিযোগ উঠেছে বিদ্যালয়ের সাবেক সভাপতির পরিবারের বিরুদ্ধে। আজ বুধবার সকালে বিদ্যালয়ের অফিস কক্ষে সংবাদ সম্মেলন করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন বলেন, বিদ্যালয়টি ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হয়। সেই থেকে পাশের ৫০ শতাংশ জমি বিদ্যালয় ভোগ করে আসছে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং পরবর্তী সময়ে সভাপতি মো. মনোয়ার হোসেন ভূঁইয়ার উপস্থিতিতে পুকুর থেকে মাছ বিক্রি করে বিদ্যালয়ের ফান্ডে জমা রাখা হয়। সর্বশেষ ২০১৮-২০২০ সাল পর্যন্ত সভাপতি থাকা অবস্থায়ও তিনি পুকুরটি নিজের বলে দাবি করেননি।
নাসির উদ্দিন আরও বলেন, মো. মনোয়ার হোসেন ভূঁইয়ার মৃত্যুর এক সপ্তাহ পর থেকে তাঁর পরিবারের লোকজন পুকুরটি নিজের বলে দাবি করে। গত ২৮ জুলাই পুকুরটি দখলে নিতে ভেকু দিয়ে মাটি কেটে নেয়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নান্দাইল মডেল থানায় লিখিতভাবে জানানো হয়েছে।
বাঁশহাটি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. নজরুল ইসলাম ভূঁইয়া বলেন, বিদ্যালয়ের পুকুরটি জোর করেই দখল করে নেওয়া হচ্ছে। পুকুর নিজেদের দাবি করে গত ২০ জানুয়ারি ঈশ্বরগঞ্জ আদালতে মামলা করে তারা। মামলাটি বিচারাধীন থাকলেও তারা দখলে নেওয়ার চেষ্টা করছে।
এ বিষয়ে জানতে বিদ্যালয়ের সাবেক সভাপতি প্রয়াত মনোয়ার হোসেন ভূঁইয়ার ছেলে উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক চণ্ডীপাশা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান এমদাদুল হক ভূঁইয়ার মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
সংবাদ সম্মেলনে বাঁশহাটি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য র্যালি হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকালে খাগড়াছড়ি শহরের টাউন হল প্রাঙ্গণে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম।
২৮ মিনিট আগেমাদারীপুরের শিবচরে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণকালে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপির লোকজনের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় আহত হয়েছেন অন্তত ২৫ জন। আজ সোমবার (১১ আগস্ট) রাত ৮টার দিকে শিবচরের চরশ্যামাইল এলাকার পৌরভবন ২-এর কাছে এ হামলার ঘটনা ঘটে। জয় বাংলা স্লোগান দিয়ে স্থানীয় আওয়ামী লীগের লো
৪১ মিনিট আগেপুলিশ বলছে, দুটি লাশই বিকৃত অবস্থায় পাওয়া যায়। যাত্রীর আসনে থাকা মরদেহের মুখ থেঁতলানো অবস্থায় ছিল। গাড়ির সব দরজা খোলা ছিল। তাঁদের মৃত্যুর কারণ নিয়ে তাৎক্ষণিকভাবে কিছুই জানায়নি তারা।
১ ঘণ্টা আগেফেনীর পরশুরাম সীমান্তে নুরুল ইসলাম (৬৩) নামের এক ব্যক্তিকে ধরে নিয়ে যাওয়ার ৭ ঘণ্টা পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ সোমবার বিকেলে পতাকা বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে তাঁকে ফেরত দেওয়া হয়। এ সময় উভয় বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১ ঘণ্টা আগে