ময়মনসিংহ প্রতিনিধি
আট দিন বন্ধ থাকার পর ময়মনসিংহ থেকে বিভিন্ন রুটে লোকাল ট্রেন চলাচল শুরু করেছে। আজ মঙ্গলবার সকালে ময়মনসিংহ থেকে গৌরীপুর হয়ে নেত্রকোনার জারিয়া, মোহনগঞ্জ ও জামালপুর-দেওয়ানগঞ্জ রেলপথে ট্রেন চলাচল শুরু হয়।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট নাজমুল হক খান।
এর আগে ২ ডিসেম্বর থেকে মাইলেজ চালুর (অতিরিক্ত কর্মঘণ্টার ভাতা) দাবিতে সারা দেশে কর্মবিরতি শুরু করে রেলওয়ে রানিং স্টাফ, শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন। ময়মনসিংহেও কর্মবিরতি চলায় দুর্ভোগে পড়েন যাত্রীরা।
আজ মঙ্গলবার ট্রেন চলাচল শুরু হওয়ায় স্বস্তির নিশ্বাস ফেলেছেন স্থানীয় চাকরিজীবী, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। তাঁরা বলছেন, ৮ দিন ধরে লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগ ও আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন তাঁরা। এখন ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করবেন।
শিক্ষার্থী মাহিনুর ইসলাম বলেন, ‘নেত্রকোনা থেকে ময়মনসিংহে এসে ক্লাস করি। কিন্তু ৮ দিন ধরে ট্রেন চলাচল বন্ধ থাকায় অনেক ভোগান্তিতে পড়তে হয়েছে। ট্রেন চলাচল শুরু হওয়ায় চলাচলের ভোগান্তি শেষ হলো।’
ময়মনসিংহ রেলওয়ে রানিং স্টাফ, শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, ১৬০ বছরেরও বেশি সময় ধরে রেলওয়ে রানিং স্টাফদের মাইলেজ সুবিধা চালু ছিল। কিন্তু ২০২২ সালে নতুন নিয়োগপ্রাপ্তদের থেকে মাইলেজ বন্ধ করে দেওয়া হয়। তবে এর আগে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা এখনো মাইলেজ সুবিধা পেলেও ২০২১ সালে অর্থ মন্ত্রণালয়ের একটি পরিপত্রে পেনশন ও আনুতোষিকে পার্ট অব পে মাইলেজ সুবিধা বাতিল করা হয়।
বন্ধ মাইলেজ চালুর দাবিতেই কর্মবিরতি পালন করা হচ্ছিল। তিনি বলেন, চলমান সংকট নিরসনে গতকাল সোমবার সকালে রেলভবনে বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের সঙ্গে এক সভা হয়। সভায় ট্রেন চলাচল করার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আজ সকাল থেকে ট্রেন চলাচল শুরু করে।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন স্বাক্ষরিত এক পত্রে জানা গেছে, ৩১ ডিসেম্বরের মধ্যে নবনিযুক্ত এএলএম গ্রেড-২ এবং গার্ড গ্রেড-২-এর চাকরির অফার লেটারের ১২ নম্বর শর্ত প্রত্যাহারের ব্যবস্থা গ্রহণ করা হবে। শর্ত প্রত্যাহারের আগপর্যন্ত তাঁরা কর্মঘণ্টার ভিত্তিতে যে মাইলেজ অর্জন করবেন, তা বকেয়া হিসেবে পরিশোধের উদ্যোগ গ্রহণ করা হবে।
সে পর্যন্ত সব রানিং স্টাফ কর্তৃক তাঁদের মাইলেজ ও পেনশন জটিলতা সমাধানের জন্য গৃহীত চলমান বিভিন্ন কার্যক্রম স্থগিত রাখবেন। নবনিযুক্ত এএলএম গ্রেড-২ পর্যায়ের কর্মকর্তারা তাঁদের কর্মবিরতি স্থগিত করবেন।
পত্রে আরও জানানো হয়, রানিং স্টাফদের পেনশন সুবিধাদির সঙ্গে মাইলেজ যুক্ত করার বিষয়ে প্রজ্ঞাপন জারির লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং বাংলাদেশ রেলওয়ের সমন্বয়ে একটি ত্রিপক্ষীয় সভা আয়োজন করা হবে। এ ছাড়া বিভাগীয় পদোন্নতিপ্রাপ্ত রানিং স্টাফদের বেতন, ভাতাদি ও মাইলেজ যথানিয়মে পরিশোধের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
আট দিন বন্ধ থাকার পর ময়মনসিংহ থেকে বিভিন্ন রুটে লোকাল ট্রেন চলাচল শুরু করেছে। আজ মঙ্গলবার সকালে ময়মনসিংহ থেকে গৌরীপুর হয়ে নেত্রকোনার জারিয়া, মোহনগঞ্জ ও জামালপুর-দেওয়ানগঞ্জ রেলপথে ট্রেন চলাচল শুরু হয়।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট নাজমুল হক খান।
এর আগে ২ ডিসেম্বর থেকে মাইলেজ চালুর (অতিরিক্ত কর্মঘণ্টার ভাতা) দাবিতে সারা দেশে কর্মবিরতি শুরু করে রেলওয়ে রানিং স্টাফ, শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন। ময়মনসিংহেও কর্মবিরতি চলায় দুর্ভোগে পড়েন যাত্রীরা।
আজ মঙ্গলবার ট্রেন চলাচল শুরু হওয়ায় স্বস্তির নিশ্বাস ফেলেছেন স্থানীয় চাকরিজীবী, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। তাঁরা বলছেন, ৮ দিন ধরে লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগ ও আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন তাঁরা। এখন ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করবেন।
শিক্ষার্থী মাহিনুর ইসলাম বলেন, ‘নেত্রকোনা থেকে ময়মনসিংহে এসে ক্লাস করি। কিন্তু ৮ দিন ধরে ট্রেন চলাচল বন্ধ থাকায় অনেক ভোগান্তিতে পড়তে হয়েছে। ট্রেন চলাচল শুরু হওয়ায় চলাচলের ভোগান্তি শেষ হলো।’
ময়মনসিংহ রেলওয়ে রানিং স্টাফ, শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, ১৬০ বছরেরও বেশি সময় ধরে রেলওয়ে রানিং স্টাফদের মাইলেজ সুবিধা চালু ছিল। কিন্তু ২০২২ সালে নতুন নিয়োগপ্রাপ্তদের থেকে মাইলেজ বন্ধ করে দেওয়া হয়। তবে এর আগে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা এখনো মাইলেজ সুবিধা পেলেও ২০২১ সালে অর্থ মন্ত্রণালয়ের একটি পরিপত্রে পেনশন ও আনুতোষিকে পার্ট অব পে মাইলেজ সুবিধা বাতিল করা হয়।
বন্ধ মাইলেজ চালুর দাবিতেই কর্মবিরতি পালন করা হচ্ছিল। তিনি বলেন, চলমান সংকট নিরসনে গতকাল সোমবার সকালে রেলভবনে বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের সঙ্গে এক সভা হয়। সভায় ট্রেন চলাচল করার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আজ সকাল থেকে ট্রেন চলাচল শুরু করে।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন স্বাক্ষরিত এক পত্রে জানা গেছে, ৩১ ডিসেম্বরের মধ্যে নবনিযুক্ত এএলএম গ্রেড-২ এবং গার্ড গ্রেড-২-এর চাকরির অফার লেটারের ১২ নম্বর শর্ত প্রত্যাহারের ব্যবস্থা গ্রহণ করা হবে। শর্ত প্রত্যাহারের আগপর্যন্ত তাঁরা কর্মঘণ্টার ভিত্তিতে যে মাইলেজ অর্জন করবেন, তা বকেয়া হিসেবে পরিশোধের উদ্যোগ গ্রহণ করা হবে।
সে পর্যন্ত সব রানিং স্টাফ কর্তৃক তাঁদের মাইলেজ ও পেনশন জটিলতা সমাধানের জন্য গৃহীত চলমান বিভিন্ন কার্যক্রম স্থগিত রাখবেন। নবনিযুক্ত এএলএম গ্রেড-২ পর্যায়ের কর্মকর্তারা তাঁদের কর্মবিরতি স্থগিত করবেন।
পত্রে আরও জানানো হয়, রানিং স্টাফদের পেনশন সুবিধাদির সঙ্গে মাইলেজ যুক্ত করার বিষয়ে প্রজ্ঞাপন জারির লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং বাংলাদেশ রেলওয়ের সমন্বয়ে একটি ত্রিপক্ষীয় সভা আয়োজন করা হবে। এ ছাড়া বিভাগীয় পদোন্নতিপ্রাপ্ত রানিং স্টাফদের বেতন, ভাতাদি ও মাইলেজ যথানিয়মে পরিশোধের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
৩ ঘণ্টা আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
৩ ঘণ্টা আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
৩ ঘণ্টা আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে