জাককানইবি প্রতিনিধি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী তথ্য অধিকার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখরের সভাপতিত্বে এ কর্মশালা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের। বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সচিব ড. ফেরদৌস জামান, জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালক ড. এ কে এম শামসুল আরেফিন ও স্ট্রাটেজিক প্লানিং অ্যান্ড কোয়ালিটি অ্যাসুরেন্স ডিভিশনের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. দূর্গা রানী সরকার।
স্বাগত বক্তব্য দেন নজরুল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর। সূচনা বক্তব্য দেন জনসংযোগ কর্মকর্তা ও তথ্য অধিকার সংক্রান্ত কমিটির সদস্যসচিব ও ফোকাল পয়েন্ট মো. রেজাউদ্দৌলাহ প্রধান। সঞ্চালনা করেন নজরুল বিশ্ববিদ্যালয়ের আইকিএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. সাহাবউদ্দিন। সম্পদ ব্যক্তি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসির উপপরিচালক মোহাম্মদ আবদুল মান্নান।
উদ্বোধনী অধিবেশনে ভার্চ্যুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আবু তাহের বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালের নির্বাচনের পর প্রথম যে আইনটি করেছিলেন, সেটি ছিল তথ্য অধিকার আইন। এর ধারাবাহিকতায় বাংলাদেশে তথ্য কমিশন গঠিত হয়। পরবর্তীতে ২০১২ সালে এনআইএস ও ২০১৫-১৬ সাল থেকে আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে এপিএ চুক্তি স্বাক্ষর করি। এপিএ চুক্তির একটি উপাদান হলো তথ্য অধিকার। তাই বিষয়টি আমাদের অত্যন্ত জরুরি।’
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও নাগরিকের তথ্য অধিকার নিশ্চিত করতে তথ্য অধিকার আইন বাস্তবায়নের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘স্মার্ট বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে স্মার্ট সিটিজেন। আর স্মার্ট সিটিজেন হতে হলে নাগরিককে তার অধিকার বিষয়ে সোচ্চার থাকতে হবে। একইভাবে স্মার্ট গভর্নমেন্ট হিসেবে সরকারকেও নাগরিকের অধিকার পূরণে আন্তরিক হতে হবে।’
ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান বলেন, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় তথ্যপ্রাপ্তির অধিকার আইন বাস্তবায়ন জরুরি। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহ ও ইউজিসিতে কাজে স্বচ্ছতা ও জবাবদিহির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি সংযুক্ত হয়ে সভাপতির বক্তব্যে নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেন, তথ্যপ্রাপ্তি নাগরিকের আইনগত ও সাংবিধানিক অধিকার। তথ্য অধিকার আইন যেমন আছে তেমনি তথ্য সংরক্ষণের একটি বিষয়ও আছে। দুটি বিষয়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের তথ্যপ্রাপ্তি নিশ্চিত করতে হলে তথ্য অধিকার আইন সম্পর্কে সকলের সুস্পষ্ট ধারণা থাকতে হবে। অনেকে মনে করেন এটি যত্রতত্র ব্যবহার করার আইন। কিন্তু আসলে সেটা নয়। উপাচার্য তথ্য অধিকার আইন বাস্তবায়নে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়া ইউজিসি কর্মকর্তাদের বিশ্ববিদ্যালয়ে আগমনের জন্য তাদের আন্তরিক ধন্যবাদ জানান উপাচার্য।
দিনব্যাপী আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় নজরুল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী তথ্য অধিকার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখরের সভাপতিত্বে এ কর্মশালা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের। বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সচিব ড. ফেরদৌস জামান, জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালক ড. এ কে এম শামসুল আরেফিন ও স্ট্রাটেজিক প্লানিং অ্যান্ড কোয়ালিটি অ্যাসুরেন্স ডিভিশনের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. দূর্গা রানী সরকার।
স্বাগত বক্তব্য দেন নজরুল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর। সূচনা বক্তব্য দেন জনসংযোগ কর্মকর্তা ও তথ্য অধিকার সংক্রান্ত কমিটির সদস্যসচিব ও ফোকাল পয়েন্ট মো. রেজাউদ্দৌলাহ প্রধান। সঞ্চালনা করেন নজরুল বিশ্ববিদ্যালয়ের আইকিএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. সাহাবউদ্দিন। সম্পদ ব্যক্তি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসির উপপরিচালক মোহাম্মদ আবদুল মান্নান।
উদ্বোধনী অধিবেশনে ভার্চ্যুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আবু তাহের বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালের নির্বাচনের পর প্রথম যে আইনটি করেছিলেন, সেটি ছিল তথ্য অধিকার আইন। এর ধারাবাহিকতায় বাংলাদেশে তথ্য কমিশন গঠিত হয়। পরবর্তীতে ২০১২ সালে এনআইএস ও ২০১৫-১৬ সাল থেকে আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে এপিএ চুক্তি স্বাক্ষর করি। এপিএ চুক্তির একটি উপাদান হলো তথ্য অধিকার। তাই বিষয়টি আমাদের অত্যন্ত জরুরি।’
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও নাগরিকের তথ্য অধিকার নিশ্চিত করতে তথ্য অধিকার আইন বাস্তবায়নের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘স্মার্ট বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে স্মার্ট সিটিজেন। আর স্মার্ট সিটিজেন হতে হলে নাগরিককে তার অধিকার বিষয়ে সোচ্চার থাকতে হবে। একইভাবে স্মার্ট গভর্নমেন্ট হিসেবে সরকারকেও নাগরিকের অধিকার পূরণে আন্তরিক হতে হবে।’
ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান বলেন, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় তথ্যপ্রাপ্তির অধিকার আইন বাস্তবায়ন জরুরি। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহ ও ইউজিসিতে কাজে স্বচ্ছতা ও জবাবদিহির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি সংযুক্ত হয়ে সভাপতির বক্তব্যে নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেন, তথ্যপ্রাপ্তি নাগরিকের আইনগত ও সাংবিধানিক অধিকার। তথ্য অধিকার আইন যেমন আছে তেমনি তথ্য সংরক্ষণের একটি বিষয়ও আছে। দুটি বিষয়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের তথ্যপ্রাপ্তি নিশ্চিত করতে হলে তথ্য অধিকার আইন সম্পর্কে সকলের সুস্পষ্ট ধারণা থাকতে হবে। অনেকে মনে করেন এটি যত্রতত্র ব্যবহার করার আইন। কিন্তু আসলে সেটা নয়। উপাচার্য তথ্য অধিকার আইন বাস্তবায়নে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়া ইউজিসি কর্মকর্তাদের বিশ্ববিদ্যালয়ে আগমনের জন্য তাদের আন্তরিক ধন্যবাদ জানান উপাচার্য।
দিনব্যাপী আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় নজরুল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য র্যালি হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকালে খাগড়াছড়ি শহরের টাউন হল প্রাঙ্গণে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম।
২৮ মিনিট আগেমাদারীপুরের শিবচরে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণকালে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপির লোকজনের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় আহত হয়েছেন অন্তত ২৫ জন। আজ সোমবার (১১ আগস্ট) রাত ৮টার দিকে শিবচরের চরশ্যামাইল এলাকার পৌরভবন ২-এর কাছে এ হামলার ঘটনা ঘটে। জয় বাংলা স্লোগান দিয়ে স্থানীয় আওয়ামী লীগের লো
৪২ মিনিট আগেপুলিশ বলছে, দুটি লাশই বিকৃত অবস্থায় পাওয়া যায়। যাত্রীর আসনে থাকা মরদেহের মুখ থেঁতলানো অবস্থায় ছিল। গাড়ির সব দরজা খোলা ছিল। তাঁদের মৃত্যুর কারণ নিয়ে তাৎক্ষণিকভাবে কিছুই জানায়নি তারা।
১ ঘণ্টা আগেফেনীর পরশুরাম সীমান্তে নুরুল ইসলাম (৬৩) নামের এক ব্যক্তিকে ধরে নিয়ে যাওয়ার ৭ ঘণ্টা পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ সোমবার বিকেলে পতাকা বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে তাঁকে ফেরত দেওয়া হয়। এ সময় উভয় বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১ ঘণ্টা আগে